নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লজিক মানুষকে সত্যের সন্ধান দেয়-- I assign to logic the task of discovering the laws of truth, not of assertion or thought.-- Gottlob Frege (1848-1925).

লালূ

The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi

লালূ › বিস্তারিত পোস্টঃ

জিপি দের কাছে প্রশ্ন ও উত্তর

৩১ শে মে, ২০১৬ রাত ২:৫৯



ভাগ্যিস প্রশ্ন করেনি - " জাতির পিতা কে ? "


-------------------------------------------------------------------


১/ নেপালের রাজধানী কোথায়?- নেপচুন!
২/ পীথাগোরাস একজন --ঔপন্যাসিক ছিলেন!
৩/ স্বাধীনতা দিবস ১৬ই ডিসেম্বর।
৪/ বিজয় দিবস -- ২৬ শে ডিসেম্ব।
৫/ নিউটনের তত্ব ---আপেল তত্ব।
৬/ S.S.C এর পূর্ণরূপ --জানি না।
৭/GPA এর পূর্ণরূপ -- জানি না/Gretting point
৮/ শহীদ বুদ্ধীজিবি দিবস কবে --১০/১৭ ই ডিসেম্বর।
৯/আন্তর্জাতিক মাতৃভাষা দিবস--- জানিনা
১০/ জাতীয় স্মৃতিসৌধ কোথায়--- জানিনা
১১/ রণসঙ্গীত কে রচনা করেন--- রবীন্দ্রনাথ।
১২/ জাতীয় সংগীত ---- কাজী নজরুল
১৩/ মাউন্ট-এভারেস্ট কোথায়-- ইংল্যান্ড।
১৪/বর্তমান রাষ্ট্রপতির নাম কি -- জানি না
১৫/ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি
সেক্টরে ভাগ করা হয়েছিল---- ৯ টি
১৬/ হার্ডওয়্যার ও সফটওয়্যার কি --- জানি না
১৭ / "আমি GPA-5 পেয়েছি " এর ইংরেজি কী হবে?---- I am GPA-5 / I can GPA-5 ...!!!!!
১৮/ 'অপারেশান সার্চ লাইট' কি ? ---- অপারেশান করার সময় যে লাইটটা জ্বালায়

লক্ষ্যণীয় : সব প্রশ্নের ভুল উত্তরেও কোন জেল জরিমানা নেই কিন্তু জাতির পিতা কে ? - এই একটি প্রশ্নের উত্তরে ভুল বললে জাতির পিতার অবমাননা আর জাতির পিতার অবমাননার শাসতি বাংলাদেশে জেল - হাসীনা নিশচিত করেছেন রাষট্রের আইনে -
( লক্ষনীয় থাকে যে ভারতে গানধীকে অবমাননা করলেও কোন শাসতির বিধান নেই সেই দেশে )



-----------------------------------------------------------------------------------------------


প্রশ্ন ফাসের বদৌলতে মেডিকেলে ভর্তী হওয়া ছাত্র ছাত্রীদের কাছে কিছু প্রশ্ন ও তার উত্তর

( ধারনাগত )

১) অপারেশন থিয়েটার কি ?

অপারেশন সিনেমাটি যে থিয়েটার হলে দেখান হয়

২) শৈল্য বিদ্যা কি ?

পীপড়ার বিদ্যার পর ফারুকীর আর এক ছবি

৩) ফিজিওলজি কাকে বলে ?

ফিজির রাজধানীকে

৪) এমবিবিএসের পুরো নাম কি ?

জানিনা

৫) ডাক্তারী শাস্ত্রে " এম ডি " র অর্থ কি ?

ম্যানেজিং ডাইরেক্টর

৬) মানুষের কয়টি বোন ( Bone) ?

কারাে দুটি - কারাে একটি - কারাে সৎ বোন আবার কারো কোন বোনই নাই

৭) ডাক্তারী পাশ করার পর তোমার লক্ষ্য কি ?

এমপি হওয়া ও স্বাস্থ্যমন্ত্রী হয়ে প্রশনপত্র ফাসে ------------- !

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৬ রাত ১০:৪২

মহা সমন্বয় বলেছেন:

২| ১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

Ahsan mir বলেছেন: ভাই পোলাপানদের আর লজ্জা দিয়েন না।
কি করার সবাই যেন পাস করার প্রবনতায় বুগছেে।
কিছু শিখার প্রবনতা হারিয়ে গেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.