![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi
ভাগ্যিস প্রশ্ন করেনি - " জাতির পিতা কে ? "
-------------------------------------------------------------------
১/ নেপালের রাজধানী কোথায়?- নেপচুন!
২/ পীথাগোরাস একজন --ঔপন্যাসিক ছিলেন!
৩/ স্বাধীনতা দিবস ১৬ই ডিসেম্বর।
৪/ বিজয় দিবস -- ২৬ শে ডিসেম্ব।
৫/ নিউটনের তত্ব ---আপেল তত্ব।
৬/ S.S.C এর পূর্ণরূপ --জানি না।
৭/GPA এর পূর্ণরূপ -- জানি না/Gretting point
৮/ শহীদ বুদ্ধীজিবি দিবস কবে --১০/১৭ ই ডিসেম্বর।
৯/আন্তর্জাতিক মাতৃভাষা দিবস--- জানিনা
১০/ জাতীয় স্মৃতিসৌধ কোথায়--- জানিনা
১১/ রণসঙ্গীত কে রচনা করেন--- রবীন্দ্রনাথ।
১২/ জাতীয় সংগীত ---- কাজী নজরুল
১৩/ মাউন্ট-এভারেস্ট কোথায়-- ইংল্যান্ড।
১৪/বর্তমান রাষ্ট্রপতির নাম কি -- জানি না
১৫/ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি
সেক্টরে ভাগ করা হয়েছিল---- ৯ টি
১৬/ হার্ডওয়্যার ও সফটওয়্যার কি --- জানি না
১৭ / "আমি GPA-5 পেয়েছি " এর ইংরেজি কী হবে?---- I am GPA-5 / I can GPA-5 ...!!!!!
১৮/ 'অপারেশান সার্চ লাইট' কি ? ---- অপারেশান করার সময় যে লাইটটা জ্বালায়
লক্ষ্যণীয় : সব প্রশ্নের ভুল উত্তরেও কোন জেল জরিমানা নেই কিন্তু জাতির পিতা কে ? - এই একটি প্রশ্নের উত্তরে ভুল বললে জাতির পিতার অবমাননা আর জাতির পিতার অবমাননার শাসতি বাংলাদেশে জেল - হাসীনা নিশচিত করেছেন রাষট্রের আইনে -
( লক্ষনীয় থাকে যে ভারতে গানধীকে অবমাননা করলেও কোন শাসতির বিধান নেই সেই দেশে )
-----------------------------------------------------------------------------------------------
প্রশ্ন ফাসের বদৌলতে মেডিকেলে ভর্তী হওয়া ছাত্র ছাত্রীদের কাছে কিছু প্রশ্ন ও তার উত্তর
( ধারনাগত )
১) অপারেশন থিয়েটার কি ?
অপারেশন সিনেমাটি যে থিয়েটার হলে দেখান হয়
২) শৈল্য বিদ্যা কি ?
পীপড়ার বিদ্যার পর ফারুকীর আর এক ছবি
৩) ফিজিওলজি কাকে বলে ?
ফিজির রাজধানীকে
৪) এমবিবিএসের পুরো নাম কি ?
জানিনা
৫) ডাক্তারী শাস্ত্রে " এম ডি " র অর্থ কি ?
ম্যানেজিং ডাইরেক্টর
৬) মানুষের কয়টি বোন ( Bone) ?
কারাে দুটি - কারাে একটি - কারাে সৎ বোন আবার কারো কোন বোনই নাই
৭) ডাক্তারী পাশ করার পর তোমার লক্ষ্য কি ?
এমপি হওয়া ও স্বাস্থ্যমন্ত্রী হয়ে প্রশনপত্র ফাসে ------------- !
২| ১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
Ahsan mir বলেছেন: ভাই পোলাপানদের আর লজ্জা দিয়েন না।
কি করার সবাই যেন পাস করার প্রবনতায় বুগছেে।
কিছু শিখার প্রবনতা হারিয়ে গেছে
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৬ রাত ১০:৪২
মহা সমন্বয় বলেছেন: