নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লজিক মানুষকে সত্যের সন্ধান দেয়-- I assign to logic the task of discovering the laws of truth, not of assertion or thought.-- Gottlob Frege (1848-1925).

লালূ

The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi

লালূ › বিস্তারিত পোস্টঃ

তনুর ময়না তদন্ত

২১ শে জুন, ২০১৬ রাত ২:৪৯




***********************আমি প্রথম পাতায় ব্যান্ড**********************




২০ মার্চ রাত সাড়ে ১০টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশ কুমিল্লা সেনানিবাসের ভেতর একটি কালভার্টের পাশের ঝোপ থেকে উদ্ধার করা হয়।
তনুর প্রথম ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার আলামত লুকানোর অভিযোগ রয়েছে ধর্ষনের বিষয়টি থেকেছে অনুপস্থিত। জনমতের চাপে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফা ময়নাতদন্তের নির্দেশ দেয় আদালত। নীহত হওয়ার ১০ দিন পর পুনরায় লাশ তুলে দ্বিতীয় ময়নাতদন্তও করা হয় তনুর ।

দ্বিতীয় দফা ময়নাতদন্তকারী ডাক্তার রিপোর্টে উললেখ করলেন

ধর্ষন নয় যৌণ সংসর্গ


বিরাট এক প্রশন দাড়িয়ে গেছে

যৌণ সংসর্গ নির্বধারিত হয় যৌন অংগে বায়লজিকাল পরিবর্তন ( B i o lo g i c a l - t r a n s f o r m a t i o n ) দেখে ! হা্ইমেন ( H y m e n ) C e v i x , B i r t h C a n a l এর শ্লৈষলিক ঝিললী ( M u c o u s - m e m b r a n e )এ পরিবর্তনের চিহন দেখে ! এ ছাড়া যৌন সংসর্গে প্রমানের আর কোন এভিডেনস মেডিকেল শাসএে নেই !
ডিকমপোজ বডিতে এ গুলোর একটা লক্ষনও পাওয়ার কোনই উপায় নেই । ময়না তদনতের ডাক্তার ডিকমপোজ বডিতে এ সব আলামত কিভাবে পেলেন ? তাহলে কি ময়না তদনতকারী ডাক্তার মনগড়া রিপোর্ট করে ধর্ষনকে টুইষট করে এমন চেষটা নিয়েছেন আদালতে এ যুকতি দেয়া যাবে ঘটনার সময় তনুকে কেউ ধর্ষন করে নি ! যৌণ সংসর্গের আলামত আগে থেকেই তার শরীরে ছিল !

এখন দেখা যাক বিজ্ঞান কি বলে -


H o w - L o n g- D o e s - I t - T a k e - f o r- B o d y - t o- D e c o m p o s e
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -


24-72 hours after death = Internal organs begin to decompose.

3-5 days after death = Body starts bloating. Blood-containng foam begins leaking from mouth and nose.

8-10 days after death = Massive decomposition of organs and body turns from green to red because of blood decomposition.

Several weeks after death = Nails and teeth begin to fall.

1 month after death = Body starts to become fluid.

দ্বিতীয় ময়না তদনতের জন্যে তনুর লাশ কবর থেকে তোলা হয়েছে ১০দিন পর ! বিজ্ঞান বলে ৮ থেকে ১০ দিন পর মৃতদেহে Massive decomposition হয়ে যায় ! একটি ম্যাসিভ ডিকমপজিশেন বডিতে যৌন সংসর্গেের আলামতগুলো কি ভাবে টিকে থাকল ময়না তদনতকারি ডাক্তারের জন্যে বিরাট বিসময় !!


জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান মনে করেন, কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের পথ ময়নাতদন্তকারী চিকিৎসকেরা বন্ধ করে দিয়েছেন। বিচারক কিসের ভিত্তিতে বিচার করবেন? সাক্ষ্য-প্রমাণ নেই। ময়নাতদন্ত দুবার করানো হয়েছে, মৃত্যুর কারণ নির্ণয় করতে পারেনি।



তনুর মায়ের আর্তনাদ
-------------------------

গরিব বলে কি বিচার পাব না,

সোমবার কুমিল্লা শহরের কান্দিরপাড় পূবালী চত্বরে এক প্রতিবাদ সমাবেশে আনোয়ারা বেগম এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী ইয়ার হোসেনকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।
সেনাবাহিনীর যেসব সদস্য আমার মেয়েকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে বলি। আমাদের পাহারা দেয় ওরা, আমরা কোন খান দিয়া আডি (হাঁটি)। আমার বড় ছেলে ভয়ে ঢাকা থেকে আসে না। মিডিয়ার সামনে কথা বললে ওরা আমাদের বাসায় থাকতে দেবে না বলে হুমকি দেয়। আমি বলছি, আমার মেয়েকে ফিরিয়ে দিলে ক্যান্টনমেন্ট থেকে চলে যাব।’ তিনি বলেন, ‘সেনাবাহিনী মেয়ের সব স্মৃতি নিয়ে গেছে। ডায়েরি নিয়ে গেছে। ডায়েরির সব পাতা কাইট্টা রাইক্কা দিছে। বাসা থেকে অ্যালবাম নিয়ে গেছে। একটা ছবিও ফেরত দেয়নি, যা দেখে কাঁদব।’
আনোয়ারা বেগম অভিযোগ করেন, ‘সিআইডি সেনাবাহিনীর তিনজনকে যেদিন জিজ্ঞাসাবাদ করে, সেদিন ওর (তনুর) বাবাকে মারার চেষ্টা করা হয়। ওর বাবার শরীরের ওপর প্রথমে গাড়ি এবং পরে মোটরসাইকেল তুলে দেওয়ার চেষ্টা করে। ওকে মারার চেষ্টা করা হচ্ছে।’
তনুর মায়ের অভিযোগ সম্পর্কে সেনা কর্তৃপক্ষের বক্তব্য জানতে ঢাকায় আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক রাশিদুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, তনুর মা যেসব অভিযোগ করেছেন, তা ভিত্তিহীন। বিষয়টি তদন্তাধীন আছে। তনুর মা তাঁর অভিযোগ তদন্তকারী সংস্থাকে জানাতে পারেন। তদন্তকারী সংস্থা বিষয়গুলো খতিয়ে দেখতে পারে।
দুই দফা তনুর লাশের ময়নাতদন্তে মৃত্যুর কারণ উদ্ঘাটন করতে না পারায় আনোয়ারা বেগম ক্ষোভ প্রকাশ করেন এবং এর নেপথ্য কারণ বের করতে ময়নাতদন্তে যুক্ত চিকিৎসকদের তদন্তের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, ‘ডাক্তারদের আইনের আওতায় আনা হোক। ডাক্তার মিথ্যা কথা বলল কেরে (কেন), ডাক্তার কিছু লেখছে না। হত্যাকারীদের সঙ্গে ডাক্তাররা জড়িত। তাহলে কেন তাদের রক্ষা করল? সিআইডি তাড়াতাড়ি আসামি ধরে না কেরে?’
তনুর মা বলেন, ‘স্ট্রোক করলে রাস্তার পাশে পড়ে থাকত আমার মেয়ে। জঙ্গলের ভেতরে মেরে ফেলে রাখবে কেন? আমার মেয়ে পাঁচ ফুট চার ইঞ্চি ছিল, তাঁরা বলে, পাঁচ ফুট দুই ইঞ্চি। তাঁরা আমার মাইয়ারে মাইরা আইন্যা ফালাইছে জঙ্গলে। আমারে বলল, জুতা পাইয়া বাসায় আইলেন না কেন? জঙ্গলে খুঁজতে গেলেন কেন? আমার মাইয়া আরাইছে (হারিয়েছে), আমি খুঁজব না, কে খুঁজবে?’
বক্তৃতার একপর্যায়ে আবেগতাড়িত হয়ে পড়েন তনুর মা। তিনি বলেন, ‘আমার শ্বশুর বলছেন, নাতিন এখনো মরে নাই। তাঁর বিশ্বাস, তনু ফিরে আসবে। নাতিনের শোকে তিনি অসুস্থ।’ বলতে বলতে বাক্রুদ্ধ হয়ে পড়েন আনোয়ারা। মাইক্রোফোনে কথা বলা বন্ধ করে দেন। পুরো সমাবেশ স্তব্ধ। দুই মিনিট পর তিনি আবার মাইক্রোফোন হাতে নিয়ে অঝোরে কাঁদলেন। এ সময় সমাবেশ ও আশপাশের বিভিন্ন স্থানে দাঁড়ানো নারী-পুরুষকেও কাঁদতে দেখা যায়।
কান্না শেষে তনুর মা বললেন, ‘আমি খুনিদের বিচার চাই।’
প্রতিবাদ সমাবেশে স্লোগান ওঠে, ‘তনুর মা কাঁদছে কেন, প্রশাসন জবাব চাই’।


সবশেষে

কুমিললায় মানবিক বিপর্যয় ঘটে গেল আওয়ামি বিএনপির কোন নেতা হতভাগ্য পরিবারটির পাশে গিয়ে দাড়াল না ! দুই দল মানব বনধন পর্যনত করল না ! ঐ পরিবারটি বাংলাদেশের সাধারন জনগোষঠির প্রতিক ! একটি পরিবারের পাশে যদি তাদের রাজনীতি দাড়াতে না পারে ষোল কোটি পরিবারের পাশে কিভাবে দাড়াবে তাদের রাজনীতি !!!!!!

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৬ সকাল ৯:৩৬

আর. এন. রাজু বলেছেন: অবশ্যই এর উপযুক্ত বিচার চাই আমরা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.