নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লজিক মানুষকে সত্যের সন্ধান দেয়-- I assign to logic the task of discovering the laws of truth, not of assertion or thought.-- Gottlob Frege (1848-1925).

লালূ

The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi

লালূ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের তরুনরা কেন জংগীবাদে ঝুকছে ?

০৩ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৭


-------------------------------------------------------------------------

সামহোয়্যার ইন ব্লগ নেট কর্তৃক

*******************আমি প্রথম পাতায় ব্যান্ড****************
***************আমি কারো পোস্টে কমেন্ট করতে ব্যান্ড*********

-------------------------------------------------------------------------------


গুলশান হলি আর্টিজেন রেষটুরেনটে হামলাকারী জংগীরা কেউ মাদ্রাসার ছাএ নয় -।এরা বাংলাদেশে এলিট ঘরের সনতান ! আধুনিক তরুন । আধুনিক শিক্ষায় শিক্ষিত ! কেন তারা জংগী হল ?
:
প্রথমত: তারা প্রতিবাদি তরুন । ইসলামি ভাবধারাটি পরে এসেছে !

বাংলাদেশে তরুনদের সামনে বিকলপ কোন আদর্শ নেই এখন । একদল তরুন ভোগ বিলাসে মও্ব । আর এক দল তরুন বেকারও্বের অভিশাপে সমূদ্র পাড়ী দিচছে । আর এক দল তরুন আদর্শবান হতে চায় কিনতু অনাদর্শিক সমাজ রাষট্রে তারা আদর্শের পথ খুজে না পেয়ে চলে যাচছে অন্য আদর্শে ! সেই আদর্শটির ছোয়ায় তাদের প্রতিবাদ হচছে শাণিত - জীবন বাজি রাখছে !

ড: সলীমুললাহ খান বলেন বাংলাদেশে ইসলামি দল বা জামাতে ইসলামের দিকে তরুনরা ঝুকছে তার কারন আমাদের মুল দলের লুটপাটের অনাদর্শিক রাজনীতি!

বয়ো সনধিক্ষনে তরুনদের আবেগে সবচেয়ে তীব্র সবচেয়ে স্বচছ ! এই সময় আবেগ তাড়িত ইস্যুতেই তারা তাড়িত হয় বেশী ! পৃথিবীতে সব বিপলব সব পরিবর্তনের মূল শকতি তরুনদের আবেগ ! বাংলাদেশের সব ইতিহাসের ঘটক তরুনরাই !

বয়ােসনধিক্ষনে তরুনদের সামনে আদর্শ দাড় করাতে হয় । বাংলাদেশের তরুনদের সামনে আজ কোন আদর্শ নেই ! অতিতে তাদের সামনে স্বাধীনতা স্বাধিকারের স্বপনের আদর্শ ছিল । ন্যায় ভিওীক সমাজ গঠনের স্বপনের আদর্শ ছিল ! সমাজতনএের আদর্শ ছিল ইসলামি আদর্শ ছিল ! এখন সবকিছু বিলুপত হয়ে সামনে একটাই আদর্শ - ইসলামী আদর্শ ! বাকী সব অনাদর্শ !

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিকাল সাইকলোজি বিভাগের অধ্যাপক কামরুজজামান ইসলামি চরমপনথায় তরুনদের রুপনতরের কারন সমপর্কে বলেন " বয়োসনধিক্ষনে তরুনদের আবেগকে এমনভাবে মটিভেট করা হয় তাদের সামনে এমন ব্যবসথা দাড় করান হয় এমনভাবে তাদের বুঝান হয় ব্যবসথাটি প্রচলিত ব্যবসথার চেয়ে বেটার এবং বৃহওর মানুষের জন্যে আরও বেটার কল্যান বয়ে আনবে ! ঠিক এভাবেই সমাজতনএী বিপলবীদেরকেও উদবুদধ করা হত । তিনি আরও বলেন ইসলামি চরমপনথায় যারা যাচছে বেহেসতে যাওয়ার পার্সনাল গেইনের চেয়েও তাদের মধ্যে বেশী কাজ করে পারপাস ! তিনি আরও বলেন" প্রতিটি মানুষ নিজস্ব কিছু বিশ্বাস ধারনা নিয়ে দুনিয়াতে বাচে । । বিশেষ করে যাদের মধ্যে low self esteem কাজ করে তাদের কোন একটি বিশ্বাসে টানা খুবই স হ জ । বিশ্বাসটি ইসলামি মতবাদের হতে হবে তা নয় যে কোন মতবাদই হতে পারে " !

বাংলাদেশের তরুনরা ই সময়ের সোশিয় পলিটিকাল এ্যারেনায় ষট্রং কোন মতবাদের বিশ্বাস দেখতে পাচছে না একমাএ ইসলামি বিশ্বাস ছাড়া ! এরা হাসীনার গালিগালাজ শুনতে চায় না খালেদার সুবিধাবাদি রাজনীতি দেখতে চায়না। নিজেকে গড়ার অফুরনত চেতনা জাগ্রত করার যে আইকনটি বাংলাদেশে ছিল সেই ড: ইউনুসকে আমরা বিতাড়ন করেছি ! ভুল পথে তো যাবেই !
অনেকগুলো শকতিশালি চেতনা এক সাথে সমাজে থাকলে কোন একটি নির্দিষট চেতনায় যাওয়ার ইনসটিংক (instinct ) অতটা কাজ করেনা যতটা কাজ করে যখন শুধুমাএ সমাজে একটি ষট্রং মতবাদ বিশ্বাস যদি বিচরন করে ! ভোগবিলাসে ব্যাসত তরুনরা কোন মতবাদেই যেতে চাইবেনা যদি মতবাদ তাকে ভোগকে বিসর্জন দিয়ে ত্যাগ করতে বলে ! কিনতু যারা ভোগকে বিসর্জন দিয়ে ত্যাগ স্বীকার করে কিছু করতে চায় তাদের মতবাদে যাওয়া ঠেকাবেন কিভাবে ?

চানদাবাজি টেনডার বাজি দলবাজি করে যারা ভাগ্য গড়তে চায় না যারা অসৎ জীবন যাপনকে পরিহার করতে চায় তারা বিকলপ পথ না পেয়ে হাটছে একটা পথেই ! আদর্শের আবেগ ভয়ংকর যদি সেটা কোন সৎ তরুনের উপর পড়ে !

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ৮:৩৩

কালনী নদী বলেছেন: ঠিক বলেছেন, সাথে আরো কিছু আনুসঙ্গিক ব্যাপার রয়েছে। এরা যাদের পুত্র তাদের বাবা মার ইনকাম সোর্স দেখেন কিসে। আর সম্পদ ডেকে রাখতে সবাই তাদের সন্তানদের ইসলামি লেবাস পড়াতে চান আর বিপত্তি বাধে এখানে যখন পাপ বালেগ হয়ে যায়।

২| ০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ৮:৪৪

লালূ বলেছেন: জংগীদের সংসর্গে আসার আগেই একজন আওয়ামি লীগ নেতার পূএ পিতার সাননীধ্যে থেকেও তার পিতার রাজনীতির আদর্শ তাকে আকৃষট করল না করল ভীনন আদর্শ এ ব্যার্থতা সনতানকে দিবেন না পিতার রাজনীতির আদর্শকে দিবেন !

৩| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ৯:২০

মহা সমন্বয় বলেছেন: যত বেশি ধর্মীয় চর্চা হবে তত বেশি জঙ্গিবাদ বৃদ্ধি পাবে।
আরেকটু ঝেড়ে কাশি, যত বেশি সহীহ ইসলাম চর্চা হবে তত বেশি জঙ্গিবাদ বৃদ্ধি পাবে।
অধিকাংশ মানুষই আমার সাথে একমত হবেন না, কিন্তু ইহা সত্য আর এ ব্যপারে কুনই সন্দেহ এবং স্বংশয় নাই।

৪| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৭

লালূ বলেছেন: যত বেশী অনাচার হবে তত বেশী কোন একটি মাধ্যমের মাধ্যমে জংগিবাদ বৃদধি পাবে

৫| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৬

ভ্রমরের ডানা বলেছেন: মগজ ধোলাই যাকে বলে আরকি! আফসোস হয় এদের জন্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.