নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লজিক মানুষকে সত্যের সন্ধান দেয়-- I assign to logic the task of discovering the laws of truth, not of assertion or thought.-- Gottlob Frege (1848-1925).

লালূ

The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi

লালূ › বিস্তারিত পোস্টঃ

ক্যাপিটালিজম বনাম ইসলামি সাম্যবাদ

০৮ ই জুলাই, ২০১৬ রাত ১:৪৯

১৯৪৭ থেকে ১৯৯১ অবধি আমেরিকা ইসলামী জংগীদের সাথে নিয়ে যুদ্ধ করেছে সমাজতন্ত্রের বিরুদ্ধে ! সমাজতন্ত্রের পতনের পর আমেরিকা বুঝতে পেরেছে আগামীতে প্রধান শত্রু হবে ইসলামী দুনিয়া ইসলামি সাম্যবাদের রাজনীতি ! ! স্নায়ুযুদ্ধের পর মার্কিন আধিপত্যের বিপরীতে মূল চ্যালেঞ্জ ছিল মুসলিম বিশ্ব । মুসলিম বিশ্বকে সন্ত্রাসবিরোধী যুদ্ধ দিয়ে ঘায়েল করাে জন্যেই আমেরিকার তথাকথিত এই ওয়ার এগেইন্ষট টেররিজম ! বুশ ছিলেন এর য উদ্যোক্তা। যুদ্ধ শুরু করেই তিনি উচ্চারন করলেন এ যুদ্ধ হবে লং টার্ম !
মুলত আমেরিকা বিশ্ব পুজিবাদি ব্যাবস্হা ধরে রাখতে চায় ! সমাজতন্ত্র একদা এর প্রধান বাধা ছিল ! সমাজতন্ত্র পতনের পর পুজিবাদের ব্যবস্হার বিরুদ্ধে প্রধান বাধা ইসলামী সাম্যবাদ ! বলা হয় Socialism + Faith in Allah = Islam
আমেরিকা ইসলামকে ধ্বংস করতে চায় না। তারা ইসলামকে আনুষঠানিকতায় সীমাবদ্ধ রাখতে চায় ! মুসলিম দেশে রাষ্ট্রীয় ব্যবস্হাপনায় থাকবে পূজিবাদের আদর্শ আর ইসলাম থাকবে ব্যাক্তিগত জীবনপর্যায়ে ! আমেরিকার চায় ইসলামকে দেখতে হবে পাশচাত্যের আয়নায় ! ফরহাদ মাজহারের এটাকে বলেছেন " অন্যের আয়নায় নিজেকে চেনা " অর্থাৎ আমেরিকার আয়নায় ইসলামকে চিনতে হবে ! ইসলাম নিয়ে রাজনীতি চলবে না ! ! সমাজতন্ত্রের সাথে যুদধ করেছে আমেরিকা ৪১ বছর । ক্যাপিটিলজমকে ধরে রাখতে ইসলামি সাম্যবাদের সাথে যুদ্ধ চালাতে চায় আমেরিকা অনন্তকাল ! আমেরিকার বেচে থাকার জীবনি শক্তি হল পুজিবাদ অর্থনিতি আর পুজিবাদের আর্চ রাইভাল সমাজতন্ত্র ইসলামি সাম্যবাদ ! ! সমজতন্ত্র ধ্বংস করে এখন তার লক্ষ্য ইসলামি সাম্যবাদের রাজনীতির উৎপাটন বিশ্ব থেকে ! এটা সম্পূর্ণ হলে বিশ্ব পুজিবাদে আমেরিকার সামনে আর বাধা রইল না !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৩:০৬

মহা সমন্বয় বলেছেন: ঢালাও ভাবে আমেরিকাকে দোষ দিয়ে লাভ নেই। আসলে মুসলিমদের শত্রু মুসলিমরা নিজেরাই।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৫৪

ভ্রমরের ডানা বলেছেন: কোন কিছুই পারফেক্ট না, ক্যাপিটালিজম তো কোন দিনই না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.