নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লজিক মানুষকে সত্যের সন্ধান দেয়-- I assign to logic the task of discovering the laws of truth, not of assertion or thought.-- Gottlob Frege (1848-1925).

লালূ

The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi

লালূ › বিস্তারিত পোস্টঃ

ইলেকশন - গণতন্ত্র - উন্নয়ন

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৯

-------------------------------------------------------------------------

সামহোয়্যার ইন ব্লগ নেট কর্তৃক

*******************আমি প্রথম পাতায় ব্যান্ড****************
***************আমি কারো পোস্টে কমেন্ট করতে ব্যান্ড*********

-------------------------------------------------------------------------------




গণতন্ত্র মানে শুধু ইলেকশন নয় । গণতন্ত্র মানে জবাবদিহিতা সব খানে ! সুশাসন । চেক এনড ব্যালানসের মাধ্যমে সমাজ দেশ চালান ! একটা নৈতিক সমাজ সৃষটির আকাংখা ! - এটাই গণতন্ত্র ! বাংলাদেশে গণতন্ত্র মানে সবাই বুঝে ইলেকশন ! গণতন্ত্র শুরু হয় ইলেকশনে শেষ হয় মানবিক সমাজ কায়েমে ! গণতন্ত্র মানে স্বচছতা জবাবদিহিতা জনগনের অংশগ্রহন !

বাংলাদেশে সত্যিকার এই গণতন্ত্র কখনই ছিল না। থাকলে একাওরের যুদধের মাধ্যমে যে সামাজ সৃষটির আকাংখা আমাদের ছিল সেটা বাসতবায়নে আমরা অনেকটাই সফল হতাম এত দিনে । কোটি কোটি টাকা বিদেশে পাচার হত না ! ২০৪১ সালে নয় ২০৩০ সালের মধ্যেই উন্নত দেশে রুপানতরিত হত বাংলাদেশ ।
বাংলাদেশে কখনও কখনও সীমিত গণতন্ত্র দেখা গেছে । এখন গণতন্ত্র মৃত ।গণতন্ত্র না থাকলে লুটাপাট হয় ধনীক শ্রেনীর হাতে দেশের আইন বিচার প্রশাসন সবমচলে যায় । তাই হচছে ! ধনীক শ্রেণীর লুটপাট মানুষ হত্যা করার পরও তাদের বিচার হচছে না । সরকারের জবাবদিহীতা নেই । অর্থনীতির যে দৃশ্য দেখছেন সেটার কয়েকগুন বিকাশ ঘটত ভোটের ইলেকশন ভিওিক গণতন্ত্র নয় জাবাবদিহীতা মুলক সত্যিকার গণতন্ত্র কায়েম হলে ! এখনকার অর্থনীতির তোড় জোড়ে বড় লোকেদের লাভের অংশিদারিও্ব নিশচিত হচছে ৯০ ভাগ । দেশের বিশাল জন গোষঠি থাকছে উননয়ন বিহীন ! ফলে আমরা ৬ থেকে ১২ বছরের মেয়েকে ঘরের চাকরাণী বানাচছি , রাস্তায় লাখ লাখ শিশু টোকাই হচ্ছে; আরব দেশে আমরা ক্রীতদাস দাসী বিক্রী করছি । এখন সারা বিশ্বে বাংলাদেশ সস্তাা শ্রমিক আর সস্তাা চাকর বাকর কেনার হাট বাজার নামে পরিচিত ! উন্নয়নের সুবিধায় একটা ক্ষুদ্র অংশ আর সুবিধাভোগি রাজনীতবিদ কোটি কোটি টাকা খরচ করে ছেলে মেয়েদের বিদেশে পড়া শুনা করাচছে । কোটি কোটি টাকা খরচ করে বিদেশি বাড়ী কিনছে কােটি কোটি টাকা খরচ করে বিদেশে নিজেদের চীকিৎসা করাচছে ! পরিজন নিয়ে রিক্রেয়েশন টুরে বিদেশ ঘুরছে এরা ! -দেশের টাকা লুট করে জনগনকে তার ন্যায্য পাওনা থেকে বনচিত করে তারা এসব করছে ! প্রতি বছর ১২ লাখ ছাত্র পরীক্ষা দিয়ে ৯ লাখ পাস করেছে, বাকী ৩ লাখ বেকার ! পাশ করা শিক্ষিত বেকাররা ও ফেল করা অশিক্ষিত বেকররা ভাগ্যের সনধানে দেশ ত্যাগ করে বিদেশ পাড়ি দিতে গিয়ে সাগরে মরছে । ম্যাকসিকো সীমানতে আমেরিকার ডিটেনশন সেনটারে দিন কাটাচছে অনিশচয়তায় ! উননয়নের চিত্র এটা হতে পারে না ! গণতন্ত্রের চীত্র এটা হতে পারে না !এই অসম উননয়ন আর গণতন্ত্রহীন ব্যবস্থ্ায় বাংলাদেশের সমাজ ভারসাম্য হারিয়ে ফেলছে । সমাজ পতিত হচছে অনৈতিকতায় মানবিক মুল্যবোধহীন লোভি দুশচরিত্রের অভয়ারন্যে । এটাকে ঠেকাতে পারবেন না বিদ্যুৎ দিয়ে, ব্রীজ বানিয়ে চার ছয় লেনের রাসতা বানিয়ে !
মানবিক উন্নয়নের উপর সমাজ দৃঢ় ভিত্তীর উপর দাড়ায় - ষট্রাকচারাল উন্নয়নের উপর নয় !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:২৩

চাঁদগাজী বলেছেন:


গণতন্ত্র না থাকলে কি বিপর্য্যয় ঘটে আপনি তা বুঝেন; কিন্তু সম্পর্কে আপনার পুরোপুরি ধারণা নেই; কমপক্ষে, আপনি বুঝেছেন যে, ইলেকশান গণতান্ত্রিক সরকারের ১ম ধাপ।

২| ২৩ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:৫৭

লালূ বলেছেন: " কি সম্পর্কে পুরোপুরি ধারণা নেই; "- ঠিক বুঝা গেল না । সমভবত: গণতন্ত্র সমপর্কে বলছেন !
গণতন্ত্র একটা দর্শন ! পুরোপুরি এ দর্শন বুঝতে হলে শুধু বই পুসতক নয় নিজেদেরও ইনসাইট (Insight ) থাকতে হবে !
আমরা যারা এখানে নিজেদের পনডিত ভাবি তারাও এ দর্শনে তত জ্ঞানী নই । তবে গণতন্ত্র সমপর্কে এখানে যাদের যতটুকু যে জ্ঞান আছে আওয়ামি লীগ বিএনপির নেত্রীদেরও সে জ্ঞান নেই !
বাংলাদেশের রাজনীতিতে একজনকে " গণতন্ত্রের মানস কণ্যা " বলে পরিচয় করে দেয়া হয়েছিল তিনি এখন গণতন্ত্রের ভয়ে র‌্যাব- পুলিশ - ভারত Tripod Cane এ ভর করে হাটছেন -

গাজি ভাই ! আপনার লিখা আমি পড়ি : লিখার চেয়ে আপনার মনতব্যে আমি বেশ মুগধ হই । আপনার লিখার চেয়ে আপনার মনতব্য বেশী শকতিশালি অনতত: আমার কাছে তা মনে হয় !
আপনার পোষটে মনতব্য করার বাসনা জাগে । কিনতু সামু আমাকে সমভবত: আমৃত্যু জেল দিয়ে রেখেছে ! আমার পোষট ছাড়া কোন পোষটেই মনতব্য করতে পারব না। প্রথম পাতায় আমার লিখাও ছাপা হবে না ! আমি এ ব্লগে ১০ মাস আগে আসার আসার ৭ দিনের মধ্যেই আমার উপর এ শাসতি আরোপ করে সামু । আমার কোন লিখা বা কোন মনতব্যের জন্যে আমাকে শাসতি দেয়া হল বুঝলাম না । আপনি বা কেউ যদি আমার লিখা পড়ে আমার আপওিকর লিখাটি বলে দিতে পারতেন কৃতার্থ হতাম !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.