নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লজিক মানুষকে সত্যের সন্ধান দেয়-- I assign to logic the task of discovering the laws of truth, not of assertion or thought.-- Gottlob Frege (1848-1925).

লালূ

The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi

লালূ › বিস্তারিত পোস্টঃ

ট্রামপকে বিজয়ি করে আমেরিকানরা কি ইংগীত দিল

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ২:০৪



-------------------------------------------------------------------------

সামহোয়্যার ব্লগ নেট কর্তৃক

*******************আমি প্রথম পাতায় ব্যান্ড****************
***************আমি কারো পোস্টে কমেন্ট করতে ব্যান্ড*********

-------------------------------------------------------------------------------


ভারতে মৌলবাদি মোদি ক্ষমতায় আসে ! আমেরিকায় মৌলবাদ সামপ্রদায়িক শক্তি ট্রামপ ক্ষমতায় যায় এটা বিশ্ব মানবতার জন্যে এলার্মিং।বর্তমান বিশ্বের অশান্ত পরিবেশ জাতিতে জাতিতে দেশে দেশে নীতিহীন মৌলবাদি শক্তিকে জাগিয়ে তুলছে - ধর্মের নামে জাতীয়তাবাদের নামে !
আমেরিকানদের নীতি নৈতিকতার স্খলন ঘটেছে।এত জাতিবিদ্বেষী হওয়ার পরও , মহিলাদের নিয়ে অনৈতিক কথা বলার পরও ,রাষট্রকে আয়কর থেকে বনচিত করার পরও ( আমেরিকার ইতিহাসে এই প্রথম একজন প্রেসিডেনট যিনি আয়কর প্রকাশ না করেও নির্বাচিত হলেন- এটা ইংগীত করে আমেরিকানদের নীতি নৈতিকতার স্খলন ! যে সংষকৃতিক বিপলব আমেরিকাকে একটা উদার ডাইভার্সিভ জাতির দেশে পরিনত করে সব জাতি ধর্ম লীংগ বর্ণের একটা মিলন মেলায় পরিণত করেছে সেটা থেকে কি আমেরিকানদের বিচ্যুতি ঘটছে ট্রামপের মত বর্ণবাদি জাত্যাভিমানি সংকীর্ণ মনাকে ভোটে বিজয়ি করে ! ট্রামপ যে ভাবে কৃষাংগদের কদাকার বলে সমালোচনা করেছেন মাদকসেবি বলে গোটা হিসপানিক সমপ্রদায়কে কটাক্ষ করেছেন নারীদের অপমান করেছেন আমেরিকার সামজিক মুল্যবোধের উপর চরম আঘাত করেছেন ! আমেরিকা হল ইমিগ্রানট দেশ! এ দেশটি আদি বাসি রেড ইনডিয়ানদের । সাদারাও এ দেশের ইমিগ্রেনট । রেড ইনডিায়নদের ৭০% জন গােষঠি নিশচিহন করে এবং তাদেরকে শিবীরে রেখে সাদারা আমেরিকার মালিক হয়েছে ! তারাও ইমিগ্রেনট এবং ইমিগ্রেনট হয়ে কিভাবে অন্য ইমিগ্রেনটদের বিতাড়িত করার কথা বলে ! এটা আমেরিকা রাষট্র গঠনের চেতনার সাথে সাংঘর্ষিক ! ইমিগ্রানট বিরােধি ট্রামপের বকতব্য আমেরিকানদের সংকীর্ন চেতনাকে জাগ্রত করেছে ! আমেরিকাকে মৌলবাদি রাষট্রে পরিনত করার আমেরিকানদের প্রবল ইচছার এটা কি প্রতিধ্বনী নয় ? ট্রামপের অনৈতিকতা চরিত্রহীনতার কোন ইস্যুকেই আমেরিকানরা কেন আমলে নিল না ? জাত্যাভিমান বর্ণবাদি সুড়সুড়িকে তারা বড় করে দেখল !!!!!

আমেরিকার চীত্র নির্মাতা মাইকেল মুর ইলেকশনের সময় লিখেছিলেন- T h i s - w r e t c h e d - i g n o r a n t - e g o i s t - a r r o g a n t - d a n g e r o u s - p a r t - t i m e - c l o w n - a n d - f u l l - t i m e - s o c i o p a t h - i s - g o i n g- t o - b e - our president.


আমেরিকান সাদা মানুষদের মধ্যে কালো ভীতি এসেছে হিসপানিক ভীতি এসেছে মুসলমান ভীতি এসেছে! ট্রামপ মানুষের এ ভীতিকে পুজি করেছে।আমেরিকানদের এ ভীতি আমেরিকাকে নিয়ে যাবে সমভবত: রক্ষনশীল সামপ্রদা্য়িক মৌলবাদি রাষট্রে-যেভাবে ভারতীয়রা নিয়ে গেছে মােদীকে ভোট দিয়ে ! আমেরিকানদের মধ্যে জাতপাতের ভীতি এতটাই প্রবল যে তারা ট্রামপের সকল অনৈতিকতা অশ্লীলতাকে ধর্তব্যে না নিয়ে ট্রামপের রেসিজিম ইগোকে সমর্থন দিয়েছে এ নির্বাচনে ! ট্রামপ মিলিটারীতে যান নি যেটাকে দেশপ্রেমের সবচেয়ে বড় পরিচয় বলে আমেরিকানরা মনে করে আমেরিকানরা সেটাকেও আমলে নিল না ! যুদধে নীহত ইমিগ্রানট সৈনিক ও তার পরিবারকে অপমান করে ট্রামপ তার দেশপ্রেমকে প্রশনবিদধ করেছে আমেরিকানরা সেটাকেও আমলে নিল না , কোটি কোটি টাকা থেকে রাষট্রকে বনচিত করেছে , ট্যাকস রিটার্ন প্রকাশ করেনি ট্রামপ - ৬ বার নিজকে ব্যাংকক্রাপসি ঘোষনা করে শ্রমিক কর্মচারীদেকে ন্যায্য পাওনা থেকে ঠকিয়েছেন - আমেরিকানরা ট্রামপের এসব অনৈতিকতাকর কোন কিছুই আমলে না নিয়ে তাকে সমর্থন করায় বুঝিয়ে দিয়েছে আমেরিকানরা ভায়নক উদবীগন ইমিগ্রেনটদের নিয়ে, মুসলমানদের নিয়ে , জাত পাত নিয়ে তাদের এ উদবীগনতারই নীরব বিপলব ট্রামপের বিজয় ! আর এর মাধ্যমে মানবিক সমাজ গঠনের যে আকাংখার স্বপন দেখেছিলেন মার্টীন লুথার কিং তা থেকে আমেরিকা কি সরে যাওয়ার ইংগীত দিল ?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:


আপনি কিছু কিছু ব্যাপারে সঠিক থাকলেও, ট্রাম্পের বিজয়ের ব্যাপারের ও পুরো আমেরিকা সম্পর্কে আপনার ধারনা সঠিক নয়।

২| ১২ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:১৫

লালূ বলেছেন: ট্রামপ আমেরিকার কোর ভ্যালুতে আঘাত করেছেন , ট্রামপ হাসিনা খালেদার স্বসতা সুড়সুড়ি রাজনীতির প্রবর্বতন করেছেন ! মানুষের মনের গভীরে বিভাযনকে উসকীয়ে দিয়েছেন -। ট্রামপ যা বলেছেন তিনি তা করতে পারবেন না তিনি সেটাও ভাল করে জানেন । তার পরেও মিথ্যা আশ্বাস দিয়ে অশিক্ষিত সাদাদের সমর্থন আদায় করেছেন তিনি -এটা অনৈতিকতা !
আমি অনৈতিক ব্যাকতির হাতে আমার দায়িও্ব তুলে দিতে রাজি নই হাজারটি যুকতি দেয়ার পরও !
When character is lost everything is lost -

৩| ১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৪

লালূ বলেছেন: আমেরিকান ফিলম মেকার মাইকুল মুর বলেন " ট্রামপ ফিউচার আমেরিকাকে রিপ্রেজেনট করেন না তিনি পাসট আমেরিকাকে রিপ্রেজেনট করেন !"
মুর আরও বলেন " আমি হিলারীর সমর্থক নই তার রাজনৈতিক অনেক সিদধানতে আমি ভীনন মত পোষন করি কিনতু প্রায় আড়াইশ বছরের ইতিহাসে আমেরিকায় এজন নারী প্রেসডিনট আসুক এই একটি মাত্র কারনে আমি হিলারীকে ভোট দিব ! "

৪| ২৪ শে নভেম্বর, ২০১৬ ভোর ৪:২৩

ভ্রমরের ডানা বলেছেন:
ভাবতে পেরেছেন কি

৫| ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: টাম্প নিয়ে লিখেছেন এবার শেখ হাসিনাকে নিয়ে লিখেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.