![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi
-------------------------------------------------------------------------
সামহোয়্যার ব্লগ নেট কর্তৃক
*********************আমি প্রথম পাতায় ব্যান্ড****************
***************আমি কারো পোস্টে কমেন্ট করতে ব্যান্ড*********
-------------------------------------------------------------------------------
# জেলা পরিষদ নির্বাচনে সাধারণ মানুষের ভোট দেওয়ার সুযোগ নেই। স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোট দিবে
# স্থানীয় সরকারের বিভিনন স্তরে দলীয় মার্কায় নির্বাচন হলেও জেলা পরিষদ নির্বাচটি দলীয় মার্কায় হচ্ছে না
# জনগনের প্রত্যক্ষ ভোটে সকল জনপ্রতিনিধি নির্বাচনে শাসনতন্ত্রে বিধান থাকা সত্ত্বেও এই স্তরে সেটি মানা হচছে না ! যে কারনে এই ইলেকশনের বিরুদধে হাইকোর্টে রীট হয় !তও্বাবধায়ক সরকার ব্যবস্থা শাসনতন্ত্রের সাথে সাংঘর্যিক হওয়ায় এক রীটের প্রেক্ষিতে আদালত তও্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ! জেলা পরিষদের এ ইলেকশন শাসনতন্ত্রের সাথে সাংঘর্যিক হওয়ায় রীটের প্রেক্ষিতে আদালত এ ইলেকশন বাতিল না করে ইসিকে কারন দর্শাতে ১ মাস সময় দেন ! এক মাস শেষ হবে ইলেকশন অনুষঠিত হওয়ার ২০ দিন পর !
# ৬১টি জেলা পরিষদ চেয়ারম্যান পদের মধ্যে ২১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন ! সবাই আওয়ামি লীগ দলীয় !
# জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন জেলায় টাকা উড়ার খবরের প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘ মানি হ্যাজ আ রোল টু প্লে—
# ৬৩ হাজার ১৪৩ জন ভোটারের বিপরিতে মোতায়েন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৩ হাজার সদস্য ! অর্থাৎ সারা দেশে তিন জন ভোটারের বিপরিতে মােতায়েন একজন পুলিশ ! তবে রাজশাহী জেলা পরিষদ ইলেকশনে ১ হাজার ১ শত ভোটারের বিপরিতে আইন শৃংখলা বাহিনী পুলিশের সংখ্যা ১ হাজার ! অর্থাৎ এখানে ১ জন ভোটারের বিপরিতে ১ জন পুলিশ !
# চ্যানেল টুইনটি ফোরের প্রতিবেদক বলেন " ইতিমধ্যে যেসব স্থানীয় সরকারের নির্বাচন হয়েছে তার থেকে সবচেয়ে বেশি আইন শৃংখলা বাহিনীর মোতায়েন করা হয়েছে এই ইলেকশনে "
# ৬৩ হাজার ১৪৩ জন ভোটারের এই ইলেকশন পর্যবেক্ষন করছেন ৩ হাজার ২২৫ জন পর্যবেক্ষক
# এক চ্যানেলের প্রতিবেদক বলেন " আমি যে ভোট কেনদ্রে দাড়িয়ে আছি এখানে ভোটেরাের চেয়ে উৎসুক জনতার সংখ্যাই বেশি "
পরিশেষে
আইয়ুবখান প্রচলন করেছিলেন বেসিক ডেমোক্রেসি ! জনগন শুধু ইউপি মেমবর নির্বাচিত করত!ইউপি মেমবার এমপি এমএনএ রাষট্রপতি নির্বাচিত করত।বেসিক ডেমোক্রেসির বিরুদধে শেখ মুজিব ১ মাথা ১ ভোটের গনতন্ত্রের জন্যে সংগ্রাম করেন।সংগ্রাম করার জন্যে আগরতলা মামলা দিয়ে শেখ মুজিবকে ফাসী দেওয়ার সব আয়োজন সমপনন করেন আইয়ুবখান! শেখ মুজিব বেচে যান ছাত্র জনতা রাসতায় নামায় !
আইয়ুব খানের সেই বেসিকডেমোক্রেসি এখন জেলা পরিষদে প্রবর্তন করছেন শেখ মুজিবের কণ্যা শেখ হাসীনা
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:২৮
লালূ বলেছেন: আমি সামুতে লিখা শুরু করি ১ বছর আগে ! লিখা শুরু করার ১ সপতাহের মধ্যেই আমাকে ব্যানড করা হয় সামনের পাতায় এবং অন্য কারো ব্লগে মন্তব্য করতে ! ঐ শাসতি এখন অবধি বলবৎ ! যে লিখাটি পোষট করার পরপই আমার উপর এই আমৃত্যু (সমভবত কারাদনড দেয়া হয় সেটি নীচে তুলে ধরলাম :
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
শিরোনামটি ছিল : তিরিশ লাখ শদটি কি ভাবে এল
- - - - - - - - - - - - - - - - - - - -- - ---------------
O n - F e b r u a r y - 22, 1971- I n - t h e - M i l l i t a r y - g e n e r a l s - M e e t i n g - i n - W e s t -P a k i s t a n - P r e s i d e n t - Y a h y a- K h a n- s a i d “K i l l - t h r e e - m i l l i o n - o f - t h e m, -a n d- t h e - r e s t- w i l l - e a t - o u t- o f - o u r - h a n d s.”
(See : Robert Payne, Massacre [1972], p. 50.)
শেখ মুজিব পাকিসতান থেকে মুকতি পেয়ে ১০ই জানুয়ারি বাংলাদেশে পা রেখে তৎকালীন রেসকোর্স ময়দ;ানে বকতৃতায় ইয়াহীয়া খানের কথার সাথে মিলিয়ে বলেন " তিন মিলিয়ন মানুষ ওরা আমাদের হত্যা করেছে " !
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
বি:দ্র: আমার এ লিখায় আমার কোন বকতব্য ছিল না । দুটি ঐতিহাসিক ইনফরমেশন দিয়েছিলাম মাত্র এবং দুটিই সত্য !!
৩| ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৬
রাজীব নুর বলেছেন: যে টাকা বেশি খরচ করে সে ই জয়ী হয়।
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:২৮
চাঁদগাজী বলেছেন:
আপনার লেখা কি সামনের পাতায় যায়? আপনি বেশ প্রয়োজনীয় বিষয়ের উপর লেখেন, আপনার পাঠক অনেক কম?