![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi
(আমি প্রথম পাতায় ব্যান্ড- আমি কমেন্ট করতে ব্যান্ড)
কি স্বাধীনতা পেলাম হায়
সাংবাদিকরা বুটের লাথি খায়
কি স্বাধীনতা পেলাম হায়
পুলিশ নির্যাতনে শিক্ষক মারা যায়
কি স্বাধীনতা পেলাম হায়
সাওতালের ঘরে পুলিশ আগুন লাগায়
কি স্বাধীনতা পেলাম হায়
পুলিশের মাইরে নার্সের ডেলিভারি হইয়া যায়
(আমি প্রথম পাতায় ব্যান্ড- কমেন্ট করতে ব্যান্ড)
কি স্বাধীনতা পেলাম হায়
সাংবাদিকরা বুটের লাথি খায়
কি স্বাধীনতা পেলাম হায়
পুলিশ নির্যাতনে শিক্ষক মারা যায়
কি স্বাধীনতা পেলাম হায়
সাওতালের ঘরে পুলিশ আগুন লাগায়
কি স্বাধীনতা পেলাম হায়
পুলিশের মাইরে নার্সের ডেলিভারি হইয়া যায়
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:১৭
লালূ বলেছেন: আমি লিখা শুরু করেছি ১ বছর ১ মাস থেকে । লিখা শুরুর ২ সপতাহের মধ্যেই আমাকে ব্যান করা হয় । কেন ব্যান করা হয় আমি বুঝতে পারিনি । আমাকে কোন ব্যাখ্যাও দেয়া হয় নি ! তবে যে লিখার পর আমাকে ব্যান করা হয়
সেটি নীচে নিচে দিলাম
---------------------------------------------------------------------------------------------
শিরোনামটি ছিল : তিরিশ লাখ শদটি কি ভাবে এল
- - - - - - - - - - - - - - - - - - - -- - ---------------
O n - F e b r u a r y - 22, 1971- I n - t h e - M i l l i t a r y - g e n e r a l s - M e e t i n g - i n - W e s t -P a k i s t a n - P r e s i d e n t - Y a h y a- K h a n- s a i d “K i l l - t h r e e - m i l l i o n - o f - t h e m, -a n d- t h e - r e s t- w i l l - e a t - o u t- o f - o u r - h a n d s.”
(See : Robert Payne, Massacre [1972], p. 50.)
শেখ মুজিব পাকিসতান থেকে মুকতি পেয়ে ১০ই জানুয়ারি বাংলাদেশে পা রেখে তৎকালীন রেসকোর্স ময়দ;ানে বকতৃতায় ইয়াহীয়া খানের কথার সাথে মিলিয়ে বলেন " তিন মিলিয়ন মানুষ ওরা আমাদের হত্যা করেছে " !
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
বি:দ্র: আমার লিখায় আমার কোন বকতব্য ছিল না । দুটি ঐতিহাসিক ইনফরমেশন দিয়েছিলাম মাত্র এবং দুটিই সত্য !!
স হযোগিতায় গিয়ে আপনার সুপারিশ মত চেষটা করেছি। সামুকে সিদধানত টলাতে পারিনি !
সব শেষে চাদগাজি ভাই আপনার স হ মর্মিতার জন্যে আপনাকে ধণ্যবাদ ! আপনার স হ মর্মিতা যাতে সবাই পাক সেই কামনা করি !
৩| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৪
রাজীব নুর বলেছেন: এই দেশে আমার থাকতে ইচ্ছা করে না।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩১
চাঁদগাজী বলেছেন:
আপনি কতদিন থেকে ব্যান অবস্হায় আছেন? আপনি "সহযোগীতা " থেকে "আপনার সমস্যা" জানান মেনুকে ব্যবহার করে ইমেইল পাঠান।
আমিও আপনার হয়ে সামুকে অনুরোধ করে দেখবো।