![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi
--------------------------------------------------------------
সামহোয়্যার ইন ব্লগ নেট কর্তৃক
*******************আমি প্রথম পাতায় ব্যান্ড****************
***************আমি কারো পোস্টে কমেন্ট করতে ব্যান্ড*********
-------------------------------------------------------------------------------
উপনিবেশিক শাসনের সংগা হল যখন বাইরের দেশ অন্যদেশে পরোক্ষ বা প্রত্যক্ষ শাসন করে ৩টি উদদ্যেশ্যে সফল করে , রাজনৈতিক সাংষকৃতিক অর্থনৈতিক !১) রাজনৈতিক: ভারত তার ঔপনেবিশিক সরকারকে দিয়ে বাংলাদেশে এনটি ইনডিয়ান রাজনীতির শকতি নির্মূল করে বাংলাদেশের রাজনীতি দখল করছে ! ২) সাংষকৃতিক : ভারত বাংলাদেশে হিনদী সংষকৃতির অগ্রাসন চালাচছে সগৌরবে! ! আমাদের ছেলেমেয়ারা শুদধ বাংলার চেয়ে শুদধ হিনদী সাবলিলভাবে বলতে পারে ! এমনকি ঔপনিবেশিক সরকারে মন্ত্রী " হিনদী salad" তৈরি করে হলেও জাতিকে হিনদীভাষায় উদবুদধ করেছেন Click This Link
মিডিয়া কর্নধারও হিনদীকে কিভাবে প্রমোট করেছেন দেখুন -
https://youtu.be/hw6EFTq9hlM
৩) অর্থনৈতিক : -হাসিনার শাসনে বাংলাদেশ এখন ভারতের চতুর্থ বৈদেশিক মূদ্রা উপার্জনের দেশ
বৃটীশ পাকিসতান আর ভারতের মনোভাব উপনিবেশিক ! উপনিবেশ মনোভাব নিয়েই এরা আমাদের শোষন করেছে ! বৃটীশ উৎখাত সমঝোতা বা চুক্তির মাধ্যমে হয়নি হয়েছে জনগনের আনদোলনের মাধ্যমে । পাকিসতানও উৎখাত আলাপ আলোচনার মধ্যমে হয় নি ! হয়েছে জনগনের আনদোলনের মাধ্যমে । ভারতীয় উপনিবেশবাদ থেকে মুক্তি ইলিশ মাছ দিয়ে বা আলাপ আলোচনা করে বা মুক্তিযুদধের মহান বনধু বলে মন গলায় হবে না ! " আমার দেশের মানুষ পানির অভাবে কষটে আছে আমি কিভাবে পানি খাই " খাবার টেবিলে এ নাটকীয়তার অবতারনা করেও হবে না !
বৃটীশরা আমাদের শিক্ষা দিক্ষা দিয়েছে উননয়নও দিয়েছে বিনিময়ে শোষন করেছে । পাকিসতানও আমাদের উননয়ন দিয়েছে বিনিময়ে শোষন করেছে। ভারত আমাদের কিছু না দিয়েই শোসন করছে - ৪৬ বছরে ভারতের সাথে সব গুলো চুক্তিতে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ভারত বাংলাদেশের চেয়ে বেশি লাভবান ! বাংলাদেশ হল ভারতের বৈদেশিক মুদ্রো অর্জনে চতুর্থ দেশ ! ভারতীয় ঔপনিবেশিক শোষন বৃটীশ কিংবা পাকিসতান ঔপনিবেশিক শোষনের চেয়েও ভয়ংকর ! পারসপারিক স্বার্থে সব চুকতিতেই ভারত আমাদের যা দিচছে তার দ্বিগুন নিয়ে যাচছে !
বাংলাদেশ-ভারত বাণিজ্যের বার্ষিক অঙ্কের পরিমাণ ৬৬০ কোটি মার্কিন ডলার। এর ৬১০ কোটি ডলার ভারত বাংলাদেশ থেকে নিয়ে যায়।আমরা ভারত থেকে নিয়ে আসি বাংলাদেশ ৫০ কোটি ডলারেরও কম (সূত্র ভারতেরই ইকোনমিক টাইমস)। তার উপর আটলাখ ভারতীয়রা বাংলাদেশ থেকে প্রতি বছরে প্রায় ৪ বিলিয়ন ডলার ভারতে পাঠায় !আমরা ভারত থেকে তার এক শতাংশও আনতে পারিনা ! ভারত শুলক মুকত বাণিজ্যের যে সুবিধা মিয়ানমার থাইল্যানড সীংগাপুর ভিয়েতনামকে দেয় আমাদেরকে সে সুবিধাও দেয় না । ভারত ঐ সব দেশ থেকে যে বৈদেশিক মুদ্রা আয় করে তার চেয়ে অনেক বেশী বৈদেশিক মুদ্রা আয় করে বাংলাদেশ থেকে ! ভারত বাংলাদেশ থেকে ট্রানজিট ফি নিল ১৭৫টাকায়! ট্যারিফ কমিশন চেয়েছিল ১০৫০টাকা! ভারত আমাদের নদির পানি আটকে অন্যায়ভাবে ব্যবহার করছে ! আমরা আমাদের ভুখনড ব্যবহারের অনুমতি দিয়েছি ভারতকে পর্বানচলে মালামাল পৌছানোর জন্যে । কিনতু নেপাল ভুটানোর সাথে ব্যবসা বণিজ্যের জন্যে ভারত তার ভুখনড বাংলাদেশকে ব্যবহার করতে দিতে নারাজ !
ভারতীয় বিচছিননতাবাদি ইস্যুতে বাংলাদেশের সাথে একটা সমস্যা ছিল ভারতের সেটি দুর হয়েছে, এখন কোন সমস্যাই ভারতের নেই যেটার সমাধান বাংলাদেশের হাতে আছে।কিনতু বাংলাদেশের ব হু সমস্যা আছে যেগুলোর সমাধান ভারতের হাতে আছে ! সে গুলো আগে ভারত সমাধান করুক ! তার পর নতুন করে নানান সহ যোগিতা চুক্তির কথা ভাবা যাবে ! তাছাড়া সামরিক অর্থনৈতিক সমঝোতা চুক্তি সেটা হবে দুনিয়ার সেরার সাথে ! সামরিক ট্রেনিং আমরা ভারতের কাছ থেকে কেন নিব। নিব দুনিয়ার সেরা সামরিক শক্তির কাছে । সুযোগ থাকতে সেরা কলেজ বাদ দিয়ে দুর্বল কলেজে কেউ তার সনতানকে লেখাপড়ার জন্যে পাঠায় না !ভারত নিজেই ইসরাইল আর রাশিয়া থেকে অস্ত্র কিনে ! সেখানে ভারত থেকে আমাদের অস্ত্র কিনতে বাধ্য করা হবে কেন ?
ভারত কখনই অর্থনীতিতে ও সমরশক্তিতে বাংলাদেশকে শক্তিশালি হতে দিবেনা! কারন ভারতের ভয় পারসপারিক বার্গেনিং এ বাংলাদেশকে বাগে আনা তখন কঠিন হয়ে পড়বে !
আমরা ভারতের কাছে কখনই দাবি করি নাই এসব সমঝোতা বা চুক্তি করতে । ভারতই আমাদের উপর চাপ দিয়ে এসব সমঝোতা বা চুক্তি করাচছে ! এ সমযোতা বা চুক্তির একটাতেও বাংলাদেশের লাভ নেই ! সবগুলোতেই ভারতের লাভ প্রতক্ষ কিংবা পরোক্ষভাবে ! এ সমযোতা বা চুক্তি না করলে বাংলাদেশের এক আনাও ক্ষতি নাই !আমাদের দরকার বাণিজ্য বৈষম্য দুর ,ট্যারিফ সমস্যা সমাধান পানি সমস্যা দুর এগুলোর একটাও হচছে না ! এই যে মোদি হাসিনার সমঝোতা বা চুক্তি যাই বলুন এতে সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে সাইবার পরমানু আর সামরিক ক্ষেত্রে! ভারত বাংলাদেশের এ তিনটি ক্ষেত্র তার নজরদারীতে আনতে চায় !
এই যে ভয়ংকর উপনিবেশবাদের যাতাকলে বাংলাদেশ পড়ে গেছে এ থেকে বেরিয়ে আসার একটাই পথ দেশপ্রেমিক বিপলবি সরকারের নেতৃত্ত্বে জনগনের ঐক্যবদধ আনদোলন !
ভারতীয় পণ্য বর্জন আনদোলন সে সাথে আট লাখ ভারতীয়দের বিতাড়নের কাজ শুরু করুন বাংলাদেশ ভারতের বৈষম্যমুলক সব সমস্যা দুর হবে! কিনতু ভারত সে অবস্থায় বাংলাদেশের রাজনীতিকে নিয়ে যাবে না ! আর এ কারনে ভারত বাংলাদেশে আওয়ামি লীগ বিএনপি দুই দলকে বাচিয়ে রেখে দুই দলকেই ব্যবহার করতে চায় ! এ দু দলকে বাগে আনা ভারতের জন্যে সহজ হবে কারন দু দলই সুবিধাভোগি ক্ষমতা লোভি দল। হাসিনাকে ক্ষমতার লোভ দেখিয়ে অনেক দুর এগিয়ে গেছে ভারত ! বিএনপিকে ক্ষমতার লোভ দেখিয়ে আরো বহুদুর ভারতকে এগিয়ে যেতে পারবে। বিএনপিকে নি:শেষ করতে চায় আওয়ামি লীগ । ভারত বিএনপিকে নি:শেষ করতে চায় না ! ভারত চায় না বলেই বিএনপির উপর আওয়ামি লীগের ক্রাশ প্রোগ্রাম হোচট খাচছে বার বার !
ভারত খুব ভাল করেই জানে বিএনপি নিশচিহন হলে তার জায়গা দখল করবে হয় ধর্মপনথি বা বামপনথি - এ দু শক্তিই হবে ডাই হার্ড ভারত বিরোধি । ভারত কখনই বিএনপির শুণ্য স্থানে এদের আনবে না ! ভারত একাওর পচাওর নিয়ে রাজনীতি করে না ।ভারত আওয়ামি লীগ বিএনপি নিয়েও রাজনীতি করেনা। ভারত রাজনীতি করে তার স্বার্থ নিয়ে ! আওয়ামি লীগ বিএনপির বিকলপ দেশপ্রেমিক জন গনের বিপলবি সরকার ভারত চায় না ! এমন সরকার বাংলাদেশে কায়েম না হওয়ার জন্যে ভারত সব শক্তিই প্রয়োগ করবে তবে জনগনের ঐক্যবদধ শকতি জেগে উঠলে ভারতীয় উপনিবেশ বাদ পরাজিত হবেই ! আর সেটা না হওয়া অবধি ভারতীয় ঔপনিবেশ শোষন থেকে বাংলাদেশের মুক্তি অসম্ভব !
২| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৩
টুনটুনি০৪ বলেছেন: *আমি কারো পোস্টে কমেন্ট করতে ব্যান্ড*********
কেন?
৩| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১:২৪
লালূ বলেছেন: সামু কর্তৃপক্ষ আমাকে নিয়নত্রন করে রেখেছে ! আমার Blog ছাড়া আমি কোথাও মতামত দিতে পারব না আমার লিখা প্রথম পাতায় প্রকাশিত হবে না এটি আমাকে জানিয়ে আমার উপর নিয়নত্রন আরোপ করে ।আমার কোন লিখার জন্যে আমার উপর এ বিধি নিষেধ সামু কর্তৃপক্ষ আমাকে জানায় নি। সামুতে লিখা শুরু করার ২ সপতাহের মধ্যেই আমার উপর এ নিয়নত্রন আরোপিত হয় । আমার সব লিখা এখানে আছে । কেউ আমার লিখা গুলো পড়ে বলতে পারবেন আমার কোন লিখাটি আপওিকর ছিল - যার জন্যে আমার উপর এই শাসতি আরোপিত হতে পারে -
৪| ০১ লা মে, ২০১৭ রাত ১০:৪৬
চাঁদগাজী বলেছেন:
আপনি ওদেরকে ইমেইল করেছেন?
৫| ০২ রা মে, ২০১৭ বিকাল ৫:৪১
লালূ বলেছেন: করেছি !
মনে হচছে সামু আমার ব্যাপারে আপোষহীন -
৬| ১৪ ই জুন, ২০১৭ রাত ৩:৪৮
মিঃ আতিক বলেছেন: ভালো লিখেছেন। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৪১
টুনটুনি০৪ বলেছেন: