![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi
--------------------------------------------------------------
সামহোয়্যার ইন ব্লগ নেট কর্তৃক
*******************আমি প্রথম পাতায় ব্যান্ড****************
***************আমি কারো পোস্টে কমেন্ট করতে ব্যান্ড*********
-------------------------------------------------------------------------------
গণজাগরণ মঞ্চে তরুনের আধিক্য ছিল সাধারন মানুষ ছিল কম । তরুনরা নীতি নির্ধারক করতে পারে না তারা সৎ নীতির পক্ষে সহায়ক শক্তি হিসাবে কাজ করতে পারে ! সমাজ বদলে দেয়ার নীতি নির্ধারন করে রাজীতিবিদ । মুল শক্তি সাধারন মানুষ !ছাএ তরুনরা একটি স হায়ক শকতি ! শাহাবাগের তরুনরা হঠাৎ করে লাখ লাখ লোক দেখে নিজেদের নীতি নির্ধারক মনে করে আদেশ নির্দেশ দেয়া শুরু করল। এটা অপরিপকক আবেগের নিষফলা আসফালন -! গন জাগরন মঞ্চের মুল দাবি হল ফাসী !
গন অভ্যুথান ফাসীর জন্যে কোন দেশেই হয় নাই - হয় না। অতিত ইস্যুর উপরগনজাগরন হয় না - হয় বর্তমান ইস্যুর উপর আগামীর জন্যে -গন অভ্যুথান হয় অর্থনৈতিক বৈষম্যের কারনে সামাজিক অবিচারের কারনে -
আমাদের ৭১এর মূলচেতনা ছিল - একটা মানবিকসমাজ, বৈষম্যহীন সমাজ, মানবিক মর্যাদার সমাজ ! সমপদের সুষম বনটন,নাগরীক অধীকার, , নীতি , নৈতিকতা, সাম্য ! আবেগে এ আদর্শ অনুঘটক হিসাবে কাজ না করলে হিংসার আবেগ কখনই গতি পায় না ! মনাবিক আবেগ মানুষকে আবেগতাড়িত করে ! ফাসীর আবেগ হল হীংসার আবেগ । দুনিয়ার কোন বিপলব "ফাসী ফাসী" চীৎকার করে হয় নাই ! সমাজের মুল চাওয়াটি বুঝতে হবে ? রাজাকারের ফাসী না মানবিক সমাজের আকাংখা !
সকল রাজাকারদের ফাসী দিলেও মানবিক সমাজ বাংলাদেশে প্রতিষঠিত হবে এমন গ্যারানটি নেই । আর এটা না হলে অপশক্তি সমাজে থেকেই যাবে ! ৭১ এ র মানবতাবিরোধি অপরাধ ফিরে আসবে অন্য রুপে ! অন্য পরিচয়ে ! যতই একাত্তরের অপরাধিদের হত্যা করেন ! পুরান ক্ষত ব্যাথা দেয় না ব্যাথা দেয় নতুন ক্ষত ! নতুন ক্ষতের উপশমের চেষটা না করে পুরান ক্ষত নিয়ে চিকীৎসক যত কথই রোগীকে শুনাক রোগী চিকীৎসককে পরিত্যাগ করবেই ! গণজাগরনের বেলায় তাই ঘটেছে !
৭১ এর চেতনার নীগূঢ় অর্থ যদি তরুনরা না বুঝে তবে এরা জাতিকে কোন দিশাই দেখাতে পারবে না ! পারে নাই লক্ষ লক্ষ তরুনকে শাহাবাগে এনেও গণজাগরণ মঞ্চ !!
সমাজের মানুষ আজ কাদছে ৭১ এ র গনহত্যার জন্যে নয় ! কাদছে সমাজের অবিচার অন্যায় শোষনের জন্যে।! তনুর মা কাদছে একাওরের গণহত্যার জন্যে নয় । কাদছে তার কণ্যার হত্যার জন্যে - বিচার না পাওয়ার জন্যে !
ফাসীর দাবি আদর্শ নয় ! "ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখায় আনন্দ মিছিল" - এটা প্রতিহীংসা ! হিংসার মাধমে চালিত কোন আনদোলন গতি পায় না ! মানবিকতার শক্তিতে চালিত আনদোলন ইপসিত লক্ষ্যে পৌছে যায় ! মানবিক আনদোলন হল মানুষের জীবনের উপর রচিত আগামীর স্বপনের জাগরন -
জালিয়ান ওয়ালা বাগে বৃটীশরা শুধু নারী পুরুষকেই হত্যা করেনি তাদের সাথে থাকা ছোট শিশূদেরও হত্যা করেছে । জালীয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে রবী ঠাকুর বৃটীশদের দেয়া " নাইট" উপাধী বর্জন করেন কিন্তু বৃটীশদের ফাসীর দাবি নিয়ে এক লাইনও কবিতা লিখেন নি ! তিনি তার আবেগ অনুভুতির সব শেষে প্রকাশ ঘটিয়েছেন ক্ষমার মাধ্যমে ! একাওরের চেতনা হল পাকিসতানী শোষন বনচনা থেকে মুক্ত হয়ে শোষন বনচনা মুক্ত একটি সমাজ গঠন করা মানুষের জন্যে । কেবল সেটির মধ্যেই বাসতবায়ন একাওরের চেতনা !
শত্রুকে পরাজিত করার মধ্যে তোমার শক্তির বিজয় ! শত্রুকে ক্ষমা করার মধ্য দিয়ে তোমার মানবিকতার বিজয় আর শত্রুর উপর প্রতিশোধ নেয়ার মধ্যে তোমার সকল নৈতিকতার পরাজয় ! নৈতিকতার উপর দাড়িয়ে ইস্যু তৈরি না করলে মানুষ আকর্ষিত হয় না -
মুক্তি যুদধ হল প্রতীক , ! সমাজ সৃষটির প্রতীক ! মুক্তিযুদধ অর্থহীন শবদে পরিণত হয় যদি মানবিক সমাজ কায়েম না হয় ! মানবিক সমাজ কায়েমে বাধা বর্তমান অপশক্তি ! অতিত অপশক্তি নয় ! এটা বুঝেছিলেন নেলসন ম্যানডেলা - গনজাগরন মঞ্চ সেটা বুঝে নি - ফলাফল যা হবার তাই হচছে গনজাগরন মঞ্চের ভাগ্যে শেষ বিচারে
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪২
রাজীব নুর বলেছেন: অনেক বানানে সমস্যা আছে।
এডিট করে ঠিক করে নিন।