![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi
-
--------------------------------------------------------------------------
সামহোয়ের ইন ব্লগ নেট কর্তৃক
*******************আমি প্রথম পাতায় ব্যান্ড****************
***************আমি কারো পোস্টে কমেন্ট করতে ব্যান্ড*********
-------------------------------------------------------------------------------
ফরহাদ মাজহার অপহরনের পর সরকারের উচচপর্যায়ের নির্দেশে সবার আগে সীমান্ত সীল করে দেয়া হয় ! সীমান্ত সীল করে দেয়ার কথা তখন স্বরাষট্রমন্ত্রী নীজেই বলেছিলেন - তিনি বলেছিলেন আমরা চীন্তিত ছিলাম তাকে কোনভাবে যেন সীমানতের ওপারে না নিয়ে যাওয়া হয় - ! তি নি আরও বলেন আমরা ক্ষতিয়ে দেখেছি ওনার কােন দোষ নেই- তাকে সীমানতের ওপাড়ে নিয়ে গেলে অনেক ঝামেলা হত ! "
আইন শৃংখলা বাহিনী মরহাদ মাজহারকে ধরে নিয়া যাওয়ার রুট চীহনীত করেছিল এবং কখন কোথায় কোন পয়েনটে তিনি অবসথান করছেন সেটাও চীহনিত করতে পেরেছিল তারা ! রাসতায় টহলরত পুলিশকে নির্দেশ দিলেই সব গাড়ী সার্চ করলেই তাকে পাওয়া যেত - সেটা পুলিশ করে নি ! কেন করে নি ? কারন তাতে ফরহাদ মাজহারকে উদধার করার সাথে সাথে যারা ধরা পড়ত তারা হয় ভারতের "র" সদস্য নয়তা বা ভারত কর্তৃক ভাড়া করা বাংলাদেশের বিশেষ বাহিনীর সদস্য । এই " বিশেষ অপহরন কারী" দল তাকে সীমানতের ওপারে নিয়ে যাচছিল এ তথ্য বাংলাদেশের সর্বেবোচচ মহল নিশচিত হলে অপহরনকারি দলকে ধরার চেষটা বাদ দিয়ে ফরহাদ মাজহারকে যাতে সীমান্তের ওপারে নিয়ে না যেতে পারে সে দিকেই সর্বোচচ গুরুও্ব দিয়ে কঠোর নির্দেশ দেয়া হয় আইন শৃংখলা বাহিনীকে !
বলা হচছে স্ত্রীর কাছ থেকে টাকা পাওয়ার জন্যে ফরহাদ মাজহার এ নাটক সাজিয়েছিলেন -
স্ত্রীর কাছ থেকে টাকা পাওয়ার জন্যে নাটক করার জন্যে তাকে খুলনা যেতে হবে কেন ? ঢাকাতেই নাটক সেজে সেটা করতে পারতেন ! ফরহাদ মাজহার কি এতটাই নির্বোধ পরিবার থেকে ৩৩ লাখ টাকা পাওয়ার জন্যে অপহরনের নাটক সাজালে অপহরনের কথা জানার পর পরই সারা দেশে হৈচৈ পরে যাবে সেটা তিনি বুঝতে অক্ষম ! স্ত্রীর সাথে টেলিফোন আলাপে আমরা জানতে পারি তিনি স্ত্রীকে অপহরনের কথা বলেছেন এবং ৩৩ লাখ টাকা জোগাড় করতে বলেছেন কিনতু ফরহাদ মাজহার কখনই স্ত্রীকে বলেন নি ঘটনাটি পুলিশকে না জানাতে ! ফরহাদ মাজহার কি এতই বোকা এ রকম নাটকে কত রীসক -ধরা পড়ার কত সমূহ সমভাবনা । তিনি কি এতই নির্বোধ !!!! ফরহাদ মাজহার অপহৃত হওয়ার পর সকাল দশটায় তার সহধর্মিনী পুলিশকে রিপোর্ট করেন ! পুলিশ খুলনা রুটের বিভিনন সথানে তার অবসথান জানতে পারছিল মোবাইল ট্রাকিং এর মাধ্যমে । ঐ সময় হাইওয়ে পুলিশকে অবহিত করলেই খুলনা পৌছার অনেক আগেই ফরহাদ মাজহারকে ধরতে পারত । কিনতু পুলিশ সেটা করল না ! কেন করল না ? রাসতায় অপহরন কারি সমেত তাকে ধরতে গেলে একটা বিব্রতকর পরিসথিতির সমমুখীন হত বিধায় তাকে ছেড়ে দেয়ার পরই কেবল কেবল তাকে উদধার করা হল -
খুলনা রেনজের পুলি ও র্যাব যৌথ সাংবাদিক সমমেললনে বলেছেন - তিনি স্বেচ্ছা ভ্রমণে বের হয়েছিলেন ! কেউ স্বেচছা ভ্রমণে বের হয়ে খুলনা পৌছে ঐ দিনেই ঢাকার উদদ্যেশ্যে কি রওনা দেয় ? তাছাড়া খুলনার এত এভিডেনস পুলিশ জোগাড় করতে পারল কিনতু ঢাকার কোন বাসে তিনি খুলনা গেলেন সেটা পুলিশ বের করতে পারল না ! ঘটনার পুর্বাপার দেখে কি বুঝা যাচছে তিনি অপহৃত হয়েছিলেন না নাটক সাজিয়েছিলেন !
ফরহাদ মাজহার সাংবাদিক সমমেলনে বললেন খুলনায় বাস থেকে তাকা উদধার করার পর সাদা পােষাকধারীরা বনদুক উচিয়ে র্যাবের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়ার চেষটা করে ! এ নিয়ে তাদের সাথে র্যাবের কথাকাটাকাটিও হয় এবং র্যাব যথেষট দৃঢ়তার পরিচয় দিয়ে সাদা পোষাকধারীদের উদদ্যেশ্য ব্যার্থ করে দেয় ! তাহলে সোদা পোষাকধারীরা যারা র্যাবের সাথে কথাকাটি এবং র্যাবের দিকে বনদুক উচিয়ে তাদের কাছ থেকে ফরহাদ মাজহারকে ছিনিয়ে নেয়ার মত সাহস করতে পারে তারা কারা ? নিশচয়ই সাধারন ছিনতাইকারী বা নয় । তাদের পিছনে নিশচয়ই ভয়ংকর শক্তিধর কেউ আছে ! কে সেই শক্তিধর গোষঠি ? বাংলাদেশ সরকার ফরহাদ মাজ হারকে গুম করার জন্যে অপ হরন করলে সরকার আইন শৃংখলা বা হিনীকে সরকার এত জোড়াল নির্দেশ দিতনা তাকে উদধারের - তাহলে বুঝা যাচছে ফরহাদ মাজহার নাটকও করেন নি সরকার তাকে অপ হরনও করে নি ? তাহলে কে তাকে অপ হরন করেছিল ?
ফরহাদ মাজহার অপহরনের ক'দিন আগেই ভারতে গরু মাংস খাওয়ায় মুসলমান হত্যার প্রতিবাদে এক সেমিনারে বক্তৃতা দিয়েছিলেন !
এতে কার ভয় ? বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে কার ? যদি বাংলাদেশের বাইরে ভারতের হয় তাহলে ভারতের ভয় কেন ? ফরহাদ মাজহারকে গুম করলে হাসিনা সরকারের জনপ্রীয়তা কমত সত্য । কিনতু হাসিনা সরকারের জনপ্রীয়তা কমলে ভারতের কিছু যায় আসে না ! ভারতে গোমাংস ঘটনায় বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগের ঘণিভুত রুপের সাথে ভারত বিরোধি মনোভাব দুয়ের সমননয়ে বাংলাদেশে ভারত বিরোধিতাভায়াবহ রুপ নিলে সেটা অবশ্যই ভারতের চীন্তার বিষয় ! বাংলাদেশের মুসলমানদের ক্ষেপিয়ে দিলে ভারতের ব্যবসা বাণিজ্য বিঘনিত হবে তাদের ইকনোমিক এ কলোনীতে !
বাংলাদেশ হল ভারতের পনচম বৈদেশিক মুদ্রা অর্জনকারি দেশ ! বাংলাদেশ ভারতে পণ্য রপতানী করে যা আয় করে ভারত বাংলাদেশে পণ্য রপতানী করে তার আটগুন বেশী আয় করে ! -
ভারতীয় ৫ লাখ মানুষ বাংলাদেশে কাজ করে টাকা পাঠায় ভারতে ! ভারতীয়রা বাংলাদেশ কাজ করে বছরে সর্বমোট ৩,৭১৬ মিলিয়ন ডলার অর্থ ভারতে পাঠায় ! টাকায় যার পরিনাম তেইশ হাজার একশত ৪৫ কোটি টাকা অর্থাৎ আমাদের বাৎসরিক বাজেটের ১৫ শতাংশ ! শিক্ষা খাতে বাংলাদেশ বছরে যে অর্থ ব্যায় করে তার সমান ! তাই ভারত বাংলাদেশে ভারত বিরোধি মনোভাব যাতে মোড় না নিতে পারে সেদিকে বিশেষভাবে নজর দিবে ! তাহলে কি গোমাংস ঘটনায় ভারতে মুসলমান হত্যায় বাংলাদেশে যাতে কোন প্রতিবাদ সংঘটিত না হতে পারে সে জন্যে শুরুতেই ভারত বিরোধি কোন বিশিষট ব্যাকতিকে গুম করে ভারত বিরোধি শকতিকে টেররাইজ করে ভারত কি ম্যাসেজ দিতে চেয়েছিল ? হাসিনার হসতক্ষেপে শেষ পর্যনত ভারতের সে উদদ্যেশ্য সফল হয় নি ! আট বছরের নানান ঘটনায় হাসিনা হয়ত বুঝে গেছে বাংলাদেশকে ঘিরে ভারতের আসল উদদ্যেশ্য কি ! তাই তিনি ভারতের সব কর্মকানডে চোখ বনধ করে আর অনধ স্বাক্ষর দিতে রাজি নন ! তাছাড়া ফরহাদ মাজহারের মত বিশিষট ব্যাকতি গুম হলে মানুষ তাকেই দায়ি করবে এতে করে তার ও দলের জনপ্রীয়তা কমবে এবং দেশে বিদেশে নিনদার ঝড় উঠবে সেটা চীনতা করেও ভারতের উদদ্যেশ্য তিনি সফল হতে দেন নি - ! ভারত ফরহাদ মাজ হারকে গুম হলে ঐ কাজের সকল দায়িও্ব আসবে হাসিনার উপর -ভারতের উপর কোন দায় আসবে না -কিনতু ভারতের উদদ্যেশ্য সফল হবে -
সে কারনে হাসিনা সবার আগে সীমানত সীল করার নির্দেশ দেন যাতে সীমানতের ওপাড়ে তাকে নিয়ে না যাওয়া হয় -এবং আইন শৃংখলা বাহিনীকে কঠোর নির্দেশ দেন উদধারের ! যে কারনে শক্তিতিধর সাদা পোষাকধারি বিশেষ বাহিনীর বনদুক উচানোকে তোয়াককা না করে র্যাব ফরহাদ মাজহারকে উদধার করে আনে -
তাহলে খুলনায় সি সি টিভি ক্যামেরায় ফরহাদ মাজহারের যে ফটো দেখান হয়েছে সে গুলো কি ?
বাংলাদেশ সরকারের দৃ ঢ় পদক্ষেপের কারনে বিশেষ অপ হরনকারীরা বুঝে গেছে সীমানতের ওপারে নিয়ে তাকে নিয়ে যাওয়া সমভব নয় এবং সরকারও তাকে উদধারে বদধপরিকর তাই অপ হরনের উদদ্যেশ্য যাতে কোনভাবেই প্রকাশ না হয় সে কারনে যৌথ প্রতারনার একটা ছবি সুটিং হয়েছে । হয়ত ফরহাদ মাজ হাররকে বলা হয়েছে তাকে ছেড়ে দেওয়া হবে তবে তাকে যেখানে যেখানে হেটে যেতে বলা হবে তিনি সেখানে যাবেন । ফরহাদ মাজ হার তাতে রাজি হয়েছেন এবং ছবি সুটিং হয়েছে । সি সি টিভি ক্যামেরায় ফরহাদ মাজহারকে খুলনায় যেখানে যেখানে দেখা গেছে তার চোখে মুখে বিধ্বসততার ছাপ পরিষকার ছিল -
তাহলে সরকার তাকে অপ হরন করে নি ? না ! করলে তাকে উদধারে এট তৎপর হত না সরকার ! তাহলে কে করেছে ?
- সরল সমীকরন !!
উপসংহার : যেহেতু ঘটনা একটা ঘটে গেছে এখন এর সদুওর দু পক্ষকেই দিতে হবে ! ভারতকে দায়ি করার সৎ সাহস হাসিনার কিনচিৎও নেই ! ঘটনার সকল দায় দায়িও্ব ফরহাদ মাজহারের উপরে চাপিয়ে সরকার তার ক্ষমতার উৎস ভারতকে পরিষকার রাখতে চাচছে - উদধারের পর সরকারের সকল আয়োজন সে উদদ্যেশ্যেই -
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:০৬
লালূ বলেছেন: সামহোয়ার ব্লগ আমাকে নিয়ন্ত্রীত করেছে । কেন করেছে তার সদুওর আমাকে জানাতে পারে নি -- সামহোয়ারে বিকলপ ভাবে ঢুকতে হবে - এতটা বিপদে কি আমি পড়েছি ?
সামহোয়ার ছাড়া "আমাদের সময় ডট কমে" লিখি । আমার কোন লিখায় একটা অশলীল শবদ খুজে পাবেন না - আমার নিজস্ব রাজনৈতিক ও নীয়ম নীতির বিশ্বাস থাকতে পারে সেটা অযৌকতিক হলে যুকতি দিয়ে আমাকে শাসতি দিন । কিনতু অযৌকতিকভাবে আমাকে শাসতি দিবেন এ কেমন কথা -
৩| ১১ ই মে, ২০১৮ ভোর ৪:০১
জহিরুল ইসলাম সেতু বলেছেন: অকাট্য যুক্তি।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৩৪
চাঁদগাজী বলেছেন:
আপনি আরেকটি নিক খুলে ব্লগিং করুন। যদি অন্য নিক থেকে থাকে আমাকে জানাবেন, আমি গোপন রাখবো।