নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লজিক মানুষকে সত্যের সন্ধান দেয়-- I assign to logic the task of discovering the laws of truth, not of assertion or thought.-- Gottlob Frege (1848-1925).

লালূ

The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi

লালূ › বিস্তারিত পোস্টঃ

এশার ঘটনা কি মেসেজ দিল

১৪ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৪০



--------------------------------------------------------------
সামহোয়্যার ইন ব্লগ নেট কর্তৃক

*******************আমি প্রথম পাতায় ব্যান্ড****************
***************আমি কারো পোস্টে কমেন্ট করতে ব্যান্ড*********

-------------------------------------------------------------------------------

একটি অমানবিক কাজের ক্রোধ আর একটি অমানবিক কাজের আনন্দের মধ্য দিয়ে সমাপ্তি ঘটল -
হীংসা এক খানে- হীংসা সব খানে -
খবর বেরিয়েছে - কবুতর হত্যার দায়ে ক'জন শিশু একটি বিড়ালের বিচার করে তাকে ফাসীর শাসতি দিয়ে বিড়ালের ফাসী কার্যকর করেছিল -
হীংসা ছড়ান সহজ - হীংসায় মানুষকে উদবুধ করাও সহজ - হীংসা ছড়িয়ে রাজনৈতিক ফায়দা অর্জনও স হজ - মানবিকতায় মানুষকে উদবুদধ করা কঠিন - আমাদের রাজনীতিবিদরা সহজ পথটি বেছে নিয়েছেন আমাদের জন্যে সমাজ গড়তে- ! একটি মানবিক সমাজ সবার জন্যে নিরাপদ ! একটি অমানবিক সমাজ কারও জন্যেই নিরাপদ নয় । অমানবিকতাকে পুজি করে আজ যারা নিজকে নিরাপদ ভাবছেন তারাও নিরাপদ নন - এশার ঘটনা কি সে ম্যাসেজই দিল না ?
উপসংহার : ·
পাপের প্রয়শচিও্ব পাপের আঘাতে - অত্যাচারী শেষ হয় অত্যাচারের শিকার হয়ে -
বই পড়ে নয় - উপদেশ শুনে নয় -
- জীবন থেকে শিখুন -

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইশ্, আপনার লেখা তো ভাল ছিল। কেন ব্যান করলো??:(

২| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৮

লালূ বলেছেন: আমাকে কেন ব্যানড করল সেটা আমিও বুঝতে পারি নাই !-লিখা শুরুর এক মাসের মধ্যেই সামু আমাকে জানাল "আপনি প্রথম পাতায় ব্যানড - আপনি কারাে পােষটে কমেনট করতে ব্যানড ! " চাদগাজি ভাই এ র পরামর্শে "কালপনিক ভালবাসা"র সাথে সমভবত: তিনি সামুর নীতি নির্ধারীির সাথে জড়িত থাকতে পারেন -ইমেইলে যোগাযোগ করি এবং অনুরােধ করি আমার উপর নিয়নত্রন তুলে নিতে ! কোন উওর পাইনি । নিয়নএনও তুলে নেয়া হয় নি ! পরে চাদগাজি ভাই পরামর্শ দিয়েছিলেন অন্য কোন আইডি খুলে লিখতে ! তার এ পরামর্শ আমার নৈতিকতা বোধ সমর্থন করে নি কারন আমি তো অন্যায় কিছু করিনি যে আমাকে লুকিয়ে চলতে হবে ! ব আমি অশলীল মিথ্যা তথ্য দিয়ে বা কারাে চরিত্র হনন করে কিছু লিখি নাই ! ( আমার সব লিখা গুলো পড়ার অনুরোধ রইল) ! তবুও আমি লিখে যাচছি নিয়নত্রিত ভাবেই - শুধুমাত্র আমার পেইজে ! এ তটুকু সুযোগ করে দেয়ার জন্যে সামুকে আমার আনতরিক কৃতজ্ঞতা জানাচছি

৩| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
আমার মনে হয় আশায় ননা থেকে, নতুন আরেকটি অ্যাকাউন্ট খুলতে পারেন। মডুরা ব্লগের দিকে খুব একটা নজর দেয় না।।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:১৪

লালূ বলেছেন: ডিজিটাল আইন হচছে - এখন থেকে মডুরা খুব বেশী নজর দিবে ! আপনি বিরোধি দলের সমর্থক না হয়েও সত্য তথ্য দিয়ে ক্ষমতাসীনদের ছু তে যাবেন আপনার জেল জরিমানা হবে -নাজেহাল হতে হবে !
সমমানহানী নষট হওয়ার অনুভুতি মুর্খদের জিঘাংসাপরায়ন করে তুলে ! মডুদেরও ছাড়বে না -

৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:



আপনি নতুন আইডি খুলে নিজকে প্রকাশ করুন।

৬| ১১ ই মে, ২০১৮ রাত ৩:৩৬

জহিরুল ইসলাম সেতু বলেছেন: আমাদের মানবিক বোধগুলো ক্রমশঃ যেন দুর্বল থেকে দুর্বল হয়ে পড়ছে। কেবলই নিজেকে নিয়েই .........

ভাল লেগেছে। সুন্দর লিখেছেন! আপনার বাকি সব পোস্টগুলোও পড়বো।

৭| ২২ শে মে, ২০১৮ রাত ১:৫৮

কাইকর বলেছেন: ভাই সুন্দর বলেছেন।প্রতিনিয়ত জীবন থেকে শিখছি আর সেগুলো বই আকারে বের করছি আমরা

৮| ২৭ শে মে, ২০১৮ রাত ১২:০১

হবা পাগলা বলেছেন: সুন্দর পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ব্লগে আমি নতুন। আমার ব্লগটা একটু ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।

৯| ২৭ শে মে, ২০১৮ রাত ১:০২

লালূ বলেছেন: অবশ্যই ঘুরে আসব -! তবে আপনার পোষটে আমার মনতব্য সামু ছাপাবেনা ! আমার পোষট ছাড়া অন্য কারো পোষটে মনতব্য করতে আমাকে নিষিদধ করে রেখেছে সামু ! মনতব্য না পেলে আশা করি মার্জনা করবেন -

১০| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৩:১৫

রাকু হাসান বলেছেন: এখন কি ঠিক হয়েছে ?

১১| ২৭ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন:
এখনও কি একই অবস্থা?

১২| ৩০ শে জুলাই, ২০১৯ রাত ৩:২৯

লালূ বলেছেন: আমার অবস্থা আর সামুর অবস্থা এখন একই -
আমারে আটকাইছে সামু আর সামুরে আটকাইছে গণতন্ত্রের মানসি কণ্যার নাট বলটুরা -

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.