![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi
--------------------------------------------------------------
সামহোয়্যার ইন ব্লগ নেট কর্তৃক
*******************আমি প্রথম পাতায় ব্যান্ড****************
***************আমি কারো পোস্টে কমেন্ট করতে ব্যান্ড*********
-------------------------------------------------------------------------------
বিএনপির তিন নেতা স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর সম্প্রতি দিল্লি গিয়েছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবীর বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় ভারত-বাংলাদেশের মধ্যে যে খারাপ সম্পর্ক ছিল, তা ‘ভুল ও বোকামিপূর্ণ’ নীতির ফসল। হুমায়ুন কবীর এ-ও বলেছেন, ‘তারেক রহমান চান, আমরা ভারতের সঙ্গে সম্পর্ক রেখে চলি।’
গত সংসদ নির্বাচনের আগে থেকেই বিএনপি ভারত সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। নির্বাচনে বিজেপির বিজয়ী হওয়ার লক্ষণ টের পেয়ে দেশের বিএনপিমনস্ক সংখ্যালঘুদের একটি দলকে ভারতে পাঠায় বিএনপি। হিন্দু মহাজোট নামের সংগঠনের একটি অংশকে বিএনপি পেছনে থেকে সমর্থন করে। তাদের আমন্ত্রণে বিজেপির পশ্চিমবঙ্গ শাখার নেতা এবং বর্তমানে ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় বাংলাদেশে আসেন। হিন্দু মহাজোটের একাধিক নেতা এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তথাগত রায় হিন্দু মহাজোটের সঙ্গে বিএনপির সম্পর্ককে স্বাভাবিকভাবে নেননি। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি এবং আরএসএসের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে কয়েকজন সংখ্যালঘু নেতা কাজ করেন। এরপরও কয়েকজন বিএনপি নেতা একাধিকবার ভারত সফরে গেছেন।
অধ্যাপক ইমতিয়াজ মনে করেন, ভারতের কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের ঐতিহাসিক সুসম্পর্ক আছে। এখন সেখানে ক্ষমতায় বিজেপি এসেছে। । এখন বিএনপি হয়তো বিজেপিকে বোঝাতে চাইবে যে তারা কংগ্রেস-বৈরী ছিল। বিজেপির সঙ্গে তাদের বৈরিতা নেই।
সূত্র : প্রথম আলো
= = = =
ভারত বাংলাদেশের রাজনীতিতে চায় তার নিশচয়তা ও নির্ভরতা - বাংলাদেশকে তার ন্যায্য হিস্যা থেকে বনচিত করে হলেও !ভারত চায় বিএনপি ভারতের শর্ত হীন মুচলেকায় স্বাক্ষর দিক ! এটা দিলে কালই ভারত হাসিনাকে হুকুম দিবে খালেদাকে ছেড়ে দিতে ! ভারতের সে হুকুম অমাণ্য করার শক্তি হাসিনার নেই !
গনজাগরন মনচ যেমন বলে সরকারে যে থাকবে আর বিরোধি দলে যে থাকবে সবাইকে একাওরের পক্ষের শক্তি হতে হবে ! -তবে ভারত একাওর বাহাওর পচাওর বুঝে না ! ভারত বলে বাংলাদেশে যে সরকারে থাকবে ও বিরোধি দলে যে থাকবে সবাইকে ভারতের পক্ষের শক্তি হতে হবে -
ভারত বাংলাদেশে গনতন্ত্র চায় না ! ভারত বাংলাদেশের রাজনীতি ভারত - পক্ষীয় করতে চায়!
হাসিনা বাংলাদেশে যা করছে সবই ভারতের নির্দেশেই করছে - জামাত নেতার ফাসী, ড: ইউনুসকে বিতাড়ন ( পড়ুন : হাসিনা বনাম ইউনুস : নেপথ্যে ভারত -
http://www.somewhereinblog.net/blog/mohammad1219/30103615 ) বিএনপিকে চাপে রাখা সবই ভারতের এজেনডা - নিজ দলকে অগনতন্ত্রীক ফ্যসিষট স্বৈরাচারি রুপ ধারন করে হলেও হাসিনাকে ভারতের এজেনডা বাসতবায়ন করতে হচছে - ! কেউ জানে না আওয়ামি লীগ বিরোধি দলে গেলে বা হাসিনার পরে এ দলের ভবিষ্যৎ কি ? ভারতেরও সেটা জানার বিষয় নয় ! ভারতের লক্ষ্য বাংলাদেশে যে সরকারে থাকবে ও বিরোধি দলে যে থাকবে সবাইকে ভারতের পক্ষের শক্তি হতে হবে -
হাসিনা যেমন বলেছেন ভারতকে যা দিয়েছি সারা জীবন ভারত মনে রাখবে খালেদা তেমনি বলুক ভারতকে যা দিব মরনের পরে যদি জীবন থাকে সে জীবনেও ভারত তা মনে রাখবে খালেদাকে ভারত ক্ষমতায় আনবে নিশচিত -
বাংলাদেশের ক্ষমতায় থাকার প্যারামিটার এই মুহূর্তে ভারতকে দেয়ার প্রতিযোগিতায় আওয়ামি লীগ বিএনপি কে কত এগিয়ে থাকবে ? প্রতিযোগিতার এ ক্ষেত্রটি তৈরীর জন্যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা তছনছ করা হয়েছে - গনতন্ত্র দিললীর টেসট টিউবে ফার্টালািজ করে সারোগেট মাদার বাংলাদেশের গর্ভে প্রতিস্থাপন করা হয়েছে -! ১/১১ সৃষটি করে বাংলাদেশের রাজনীতির পুরোটাই ভারত নিয়ন্ত্রনে নিয়ে আওয়ামি লীগ বিএনপিকে এমন অবস্থায় নিয়ে গেছে আওয়ামি লীগ মনে করে ক্ষমতায় না থাকলে তার দল সংকটে পড়বে আবার বিএনপি মনে করে ক্ষমতায় না গেলে তার দল সংকটে পড়বে ! এটাই ছিল বাংলাদেশের রাজনীতিতে ভারতের যাদু মন্ত্র ! এবং ভারত তাতে সফল হয়েছে ! দু দলই এখন জনগনের উপর আস্থা হারিয়ে যাদুকরের শরণাপনন !
আদর্শহীন রাজনীতির পরিণতি এটাই ! এদের কাছে একাওর মুকতিযুদধ ৩০ লাখ শহীদ জাতীয়তাবাদ শবদ গুলো তাদের রাজনৈতিক ব্যবসার প্রচারনা সংগীত !
-
মুকতিযুদধের লাখ শহীদের উপর দাড়িয়ে ভারতের দুহাত টানাটানিতে আমাদের জাতির নেতৃও্ব
দুয়ারে দাড়ায়ে ওগো দেখ দেখি
খদ্দের আসিতেছে মোর কুটিরে নাকি
খদ্দের আসিতেছে দেখে
দাড়াল দুজন রাংগা লিপিষটিক মেখে
দুজন কিভাবে খুশি হয়
তাই ভেবে খদ্দের পকেটেতে হাত দেয়
খদ্দের টানার পতিতার এ আচরন
৩০ লাখ শহীদের দেশে এক আদর্শহীন ইতরের বিচরন -
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৩
রাজীব নুর বলেছেন: লেখা ভালো হয়নি।
অগোছালো।