![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi
--------------------------------------------------------------
সামহোয়্যার ইন ব্লগ নেট কর্তৃক
*******************আমি প্রথম পাতায় ব্যান্ড****************
***************আমি কারো পোস্টে কমেন্ট করতে ব্যান্ড*********
-------------------------------------------------------------------------------
এই ছবিটি দেখে তিনি কেদেছিলেন
এই ছবিটি দেখে তিনি বলেছিলেন " ১৫ টাকা সিট ভাড়া আর ৩৮ টাকায় খাবার খেয়ে লাফালাফি কর ! "
২| ২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হলে থাকতে আমাদের দুবেলা খাবার বিল ছিল ৩২৳।
৩| ২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫২
লালূ বলেছেন: ব্লগের সব নীতিমালা মেনেই মন্তব্য করেছি ! লিখাও ছেপেছি - আমার কোন লিখাতে ভূল ইনফর্মেশন নেই বা কারো বিরুদধে মিথ্যা মান হানীও নেই ! তথ্য ডাটা দিতে গিয়ে সামু মডারেটের যদি মনে করে আমি কারো মান হানী করেছি সেটা মডারেটরের জাজমেনটের ব্যাপার -
সামহোয়ার ব্লগ আমাকে নিয়ন্ত্রীত করেছে । কেন করেছে তার সদুওর আমাকে জানাতে পারে নি --
সামহোয়ার ছাড়া "আমাদের সময় ডট কমে" লিখি । আমার কোন লিখায় একটা অশলীল শবদও খুজে পাবেন না - আমার নিজস্ব রাজনৈতিক ও নীয়ম নীতির বিশ্বাস থাকতে পারে সেটা অযৌকতিক হলে যুকতি দিয়ে আমাকে শাসতি দিন । কিনতু অযৌকতিকভাবে আমাকে শাসতি দিবেন এ কেমন কথা -
আমার কোন লিখার জন্যে আমার উপর এ বিধি নিষেধ সামু কর্তৃপক্ষ দিয়েছে আমাকে জানায় নি। সামুতে লিখা শুরু করার ২ সপতাহের মধ্যেই আমার উপর এ নিয়নত্রন আরোপিত হয় । যেহেতু আমাকে ব্যানড করেনি তাই আমার সব লিখা আমার পেইজে সামু রেখে দিয়েছে ! আমার সব লিখা পড়ুন এবং বলুন কোন লিখাটির জন্যে আমি সামুর শাসতি পেতে পারি - যদি তেমনটি না পান তাহলে বুঝতে হবে আওয়ামি সরকারের মত সামুও আতংকে ভুগছে ! " কি জানি কি হয় " এমন আতংক থেকেই আমাকে না মেরে বেধে ফেলা হয়েছে
৪| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১১:২১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনার কিছু মন্তব্য আমি পড়েছি। আমার কাছে তো খারাপ লাগে নি। মডুরা কি মনে করেছে কে জানে??
আপনি নিজের মত লিখতে থাকুন। সময় করে মাঝেমধ্যে ঘুরে যাব।
আর হ্যাঁ, ব্লগে নিয়মিত থাকলে বা নিয়মিতত লেখার ইচ্ছে থাকলে অবস্যই আরেকটা আইডি খুলবেন।।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: লালূ ভাই,
এভাবে শুধু লগইন করে রাখলে হবে??? আপনি আরেকটি নিক খুলেন এবং ব্লগের নীতিমালা মেনে মন্তব্য করেন।
ভালো থাকবেন।