![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi
--------------------------------------------------------------
সামহোয়্যার ইন ব্লগ নেট কর্তৃক
*******************আমি প্রথম পাতায় ব্যান্ড****************
***************আমি কারো পোস্টে কমেন্ট করতে ব্যান্ড*********
------------------------------------------------------------------------------
কোন গুজবই মানুষ বিশ্বাস করে না যদি গুজবকে বিশ্বাস করার মত ক্ষেত্র সমাজে তৈরি না হয় ! আর গুজবকে বিশ্বাস করার ক্ষেত্রটি যে গুজব ছড়ায় সে সৃষ্টি করে না যার বিরুদ্ধে গুজব ছড়ান হয় সেই সৃষ্টি করে !
প্রধানমন্ত্রী বলেই চলছেন : তার ছেলে জয়কে আমেরিকায় অপহরন করে হত্যার চেষটা করা হয়েছিল ! সেটা গুজব নয় ? আমেরিকায় কাউকে এ রকমের হত্যা চেষটা বিচারের ঊর্ধ্বে চলে যাবে কেউ বিশ্বাস করে ? আমেরিকায় ঐ মামলার রায় হয়েছে ! মামলার বিচারপতি কি বলেছে জয়কে হত্যার চেষটা হয়েছে ? প্রধানমন্ত্রী যতই গুজব ছড়ান না কেন এ গুজব সমাজে প্রতিষঠা পাবে না ! মানুষ জানে আমেরিকার মত জায়গায় হত্যা চেষটার শাসতি কি ? আসামি সে ধরনের শাসতি পাইনি বিচারপতিও রায়ে সেটি উললেখ করেন নি !
প্রধানমন্ত্রী বলেন : বংগবনধু হত্যায় জিয়া জড়িত ছিল ! বংগবনধু হত্যা কানডের বিচার জয়েছে ! বিচারের রায়ে এমনকি অবজার্ভেশনেও কোথাও কি বিচারপতি বলেছেন এ হত্যাকানডে জিয়া জড়িত ছিলেন ! না বলে থাকলে প্রধানমন্ত্রীর উচিত গুজব না ছড়িয়ে ঐ রায় বাতিল চেয়ে জিয়াকে অভিযুকত করতে রীট দায়ের করা !
প্রধানমন্ত্রীর ছেলে জয় ফেস বুকে বলেছেন , " সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সম্প্রতি নিউইয়র্ক এসে সেখানে গোপনে যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা মীর কাসেমের ভাই মামুনের সঙ্গে দেখা করেন। আমরা জানতে পেরেছি মামুনের কাছ থেকে তিনি বড় অঙ্কের টাকা পেয়েছেন। টাকাটা তাঁকে দেওয়া হয়েছে সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য। তাদের এ আলাপ দেখেছে ও শুনেছে এমন সাক্ষীও আছেন।"
সাক্ষী যখন আছে বাংলাদেশের আদালতে মামলা ঠুকে দেন ! এফ বি আই হায়ার করেন !আমেরিকায় কি হয়েছে তদনত করে সব তথ্য আপনাদের দিবে ! সিনহা বাবুর বিরুদধে যে অভিযোগ এনে তাকে বিদায় করল সরকার সে গুলো গুজব না সত্য ! সত্য হলে মামলা হ্ত । মামলা হচছে না ! তাহলে সে অভিযোগ গুলো আওয়ামি লীগের গুজব ছিল !
আওয়ামি লীগের শাসনামলে আমাদের বিশ্বাস করতে হবে আওয়ামি লীগ থেকে যা বলা হয় তা সত্য ! আর আওয়ামি লীগের বিরুদধে যা বলা হয় তা গুজব !
: ফেস বুকে গুজব ছড়ান হল আওয়ামি লীগ অফিসে ছাত্র খুন হয়েছে ছাত্রী ধর্ষিতা হয়েছে ! এটা গুজব । ঐ গুজব একজনের কাছ থেকে শুনে অভিনেত্রী নওশাবা বিশ্বাস করল কেন ? ছাত্র আন্দোলকারিরা বিশ্বাস করল কেন ? যদি সিপিবি অফিসের ব্যাপারে এ গুজব ছড়ান হত কেউ কি বিশ্বাস করত ?
পুনরায় বলতে হয় :
কোন গুজবই সমাজে প্রতিষঠা পায়না যদি না গুজবকে বিশ্বাস করার ক্ষেত্র সমাজে তৈরি হয়ে থাকে ! আর ঐ ক্ষেত্রটি যে গুজব ছড়ায় সে সৃষটি করে না যার বিরুদধে গুজব ছড়ান হয় সেই সৃষটি করে
২| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৮
লালূ বলেছেন: এ্যানথনি মাসকার্নহার্সের A legacy of Blood বইতে উললেখ করা হয়েছে কর্নেল ফারুক জিয়াকে বলেছেন " দেশে একটা পরিবর্তন দরকার ! এ ভাবে দেশ চলতে পারে না ! " জিয়া তাকে বলেন " আমরা সিনিয়র অফিসার হিসাবে এতে জড়িত থাকতে পারিনা ! তোমরা যদি চাও গো এ্যহেড ! " শেখ মুজিবকে হত্যা করা হবে এ ব্যাপারে ফারুক জিয়াকে কিছু বলেন নি !
শেখ মুজিবকে হত্যা করা হয়েছে এ সংবাদ জিয়াকে জানিয়ে জিয়ার কাছে জানতে চাওয়া হয় এখন করণীয় কি ! জিয়া বলেন " শাসনতন্ত্র আছে ! সে ভাবেই দেশ চলবে "
১৫ই আগষটে জিয়ার ভুমিকা সমপর্কে এতটুকুই শুধু জানা গেছে ! এ দুটো প্রমান আদালতে উপস্থাপন করে কি ক বংগবনধু হত্যায় জিয়াকে সমপৃকত করা যাবে ! বংগবনধু হত্যা মামলার তর্ক বিতর্ক জেরা শুণানীতে নিশচয়ই আদালতে এ গুলো উপস্থাপিত হয়েছে । আদালত তো তার পর্যবেক্ষনে বলতে পারতেন জিয়া বংগবনধু হত্যায় নেপথ্যে জড়িত ছিল ! সেটাই তো আদালত বলেনি -! কর্নেল হত্যা মামলায় আদালত জিয়াকে তাহেরের হত্যাকারি না বলে বলেছে " জিয়া ঠানডা মাথার খুনী " ! তাহলে বংগবনধু হত্যায় আদালত জিয়া সমপর্বকে কিছুই বলল না কেন ?
৩| ১৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১১
রাজীব নুর বলেছেন: গুজব যারা ছড়ায় তাদের শাস্তি হওয়া উচিত।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: লেখার সারমর্মে সহমত।

@ প্রধানমন্ত্রী বলেন : বংগবনধু হত্যায় জিয়া জড়িতছিল !
... সরাসরি জড়িত না থাকলেও খুনিদের প্রতি তার একটা মৌন সমর্থন ছিল। শাফায়েত জামিল ও খালেদ মোশাররফও একই লাইনের লোক!!