নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইতিহাস পড়তে ভালোবাসি। তবে কাজ করি টেকনোলজি নিয়ে। যাইহোক পড়তে যখন ভালোবাসি তখন লেখালেখি করি যা জানি তাই নিয়ে। পরিচয় দেওয়ার মত অমুক তমুক ব্যক্তি নয় আমি।যদি ভূল করি, জেনা বা না জেনে। ক্ষমা প্রার্থী আমি আপনার কাছে।

Mohammad Israfil

আগন্তুক একজন

Mohammad Israfil › বিস্তারিত পোস্টঃ

যদি কেমন হয়! আওয়ামী লীগ হোক সারাজীবনের শাসক!

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪২

আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে, একবার নয়, টানা দুই বার! ভাবতেই অবাক লাগে, আরে ভাই, থাকুক না আরো কয়েক'শ বছর! এতে সমস্যা কি?
আমি সমস্যা দেখছি না, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দিলেই তো হাজার রকমের সমস্যা। ভেবে দেখুন কি সমস্যা! আমি লিখি, আপনি পড়ুন, তারপর ভাবুন! সবশেষ কমেন্ট এ গালাগালি করে যাবেন।

প্রিয় পাঠক, আমি আওয়ামী লীগ নয়! বিএনপি নয়, এককথায় রাজনীতি পছন্দ করি না, তবে রাজনীতি নিয়ে ঘাটাঘাটি করি, পড়ি, দেখি, মাঝে মাঝে সমালোচনা করি, মূলত এটাই আমার কাজ। রাজনীতি'তে আমার কোন লাভ-ক্ষতি নেই।
আওয়ামী লীগ ও বিএনপি ভাইদের ব্লগ, স্ট্যাটাস দেখি! আহ! দেখলে খুবই মজা লাগে। তারা কি রকম!!তাদের ধ্যান-ধারণা খুবই উন্নত। এতো উন্নত যে আমাদের দেশে হার মানায়।
যদি আমি বলি বিএনপি'র পূর্ববর্তী রাজনৈতিক ইতিহাসগুলো একটু নাড়াচড়া করুন। তাহলে পাঠক, আপনি কি দেখবেন? নিশ্চয় যা দেখবেন তার জন্য আপনি প্রস্তুত ছিলেন না! আরো একটু সহজ করে দেই, আওয়ামী লীগ কর্মী ভাইদের কাছে যাবেন, তারা কেনো বিএনপি সাপোর্ট করে না সেটা জেনে আসবেন। তারপর প্রমাণ চাইবেন। তারা ডকুমেন্ট দিবে। যাচাই করবেন আপনি নিজে।
পাঠক অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমি কেনো দিচ্ছি না, হ্যাঁ, আমি যা দিবো তা আপনি জানেন। আর না জেনে থাকলে আপনি আওয়ামী লীগ ভাইদের কাছ থেকে জেনে নিবেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনে যাবেন। শতভাগ সত্য না হলেও ৯০ ভাগ সত্য হবে এটা আমি গ্যারান্টি দিতে পারি।
ঠিক তেমনি, আওয়ামী লীগ সম্পর্কেও একই ভাবে বিএনপি'র কর্মী ভাইদের কাছে জেনে আসবেন। ডকুমেন্ট নিয়ে আসবেন।
তাহলে পাঠক, আমি আপনি কি করবো? দেশের নাগরিক হিসেবে তো আমাদের ভূমিকা অবশ্যই থাকা দরকার। আর আমি কেনোই বা বললাম আওয়ামী সারাজীবনের শাসক হয়ে যাক।
যদি বাংলাদেশের ইতিহাস নিয়ে গবেষনা করতে যাই তাহলে খুব সাধারণ একটি প্রশ্ন দেশে কি গণতন্ত্র ছিলো কখনো? এদেশে প্রধান যে দুটি রাজনৈতিক দল আছে, যারা দেশের অলিতে গলিতে আনাচে-কানাচে জালের মত ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই তারাই কি পেরেছে গণতন্ত্র প্রতিষ্টা করতে? কেউ আমাকে এই গণতন্ত্র প্রতিষ্টার উদাহরণ দিতে পারবেন? আমার গবেষণায় খুজে পাই নি।
প্রিয় পাঠক, কেউ খুজে পেলে আমায় জানাবেন, আমি তাকে পুরষ্কৃত করবো।
গণতন্ত্র বা জনগণের শাসক কেউ ছিলো না। গণতন্ত্র পদ্ধতিতে সবাই নির্বাচিত হলেও ক্ষমতায় বসার পর কেউও জনগণের কথা বা নিজেরাই জনগনকে যে কথা দিয়েছে সে কথা রাখে নি।
এরকম হাজার হাজার উদাহরণ আমি দিতে পারবো। পাঠক, এরকম উদাহরণ আপনার কাছেও আছে অসংখ্যা। তাই ব্যাক্য আর বাড়াতে চাই না।
গণতন্ত্রের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে বাংলাদেশের সেই শুরু থেকেই অযোগ্য ব্যক্তিরা ক্ষমতায় বসে যায়। যা এখনো চলমান। রাজনীতিতে প্রভাব, আদিপত্য বিস্তার, সন্ত্রাস ইত্যাদিকে খুব গুরুত্ব সহকারে মূল্যয়ন দেওয়া হচ্ছে। অথচ, শিক্ষিত, মেধাবীদের কোন মূল্য নেই এই গণতান্ত্রিক নামধারী রাজনীতিতে।
৪৭ বছরের ইতিহাসে আমরা দেখেছি, রাজনীতিতে আমরা ক্ষমতার জন্য একে উপরের উপর কিভাবে আটার মত লেগে আছি, ক্ষমতায় গিয়ে আমাদের প্রধান চিন্তা হয়ে দাঁড়ায় কিভাবে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করা যায়! কিভাবে?, যার প্রধান হাতিয়ার হিসেবে দাঁড়ায় "তোমার প্রতিপক্ষ কে শেষ করে দাও, তাহলেই তো তুমি হবে আজীবনের ক্ষমতাবান"
আর আমরা প্রতিপক্ষকে শেষ করার জন্য যা করার দরকার তাই করি, হোক সেটা অন্যায়, তাতে কি! সাপ তো মরবে। এভাবে আমরা রাজনীতি করে যাচ্ছি। অথচ আমরা চাইলেই কিন্তু জনগণের জন্য কাজ করে জনগণের ভালোবাসা নিয়ে ক্ষমতায় থাকতে পারি যুগের পর যুগ। কিন্তু আমরা সেই ভালোবাসাটা নেই শুধু নিজ দলের কর্মীদের থেকে। আর অন্যদের দূরে ঠেলে দেই, জেলে পাঠিয়ে মুখ বন্ধ করে দেই।
আমরা বিএনপি কে দেখেছি, আমরা আওয়ামী লীগকেও দেখেছি, এর বিকল্প কি পাবো?
প্রিয় পাঠক, বিএনপি, আওয়ামী লীগের বিকল্প বর্তমান সময়ে কল্পনায় ছাড়া আর কোথায়ও সম্ভব নয়। দেশে এরা এমন ভাবে জড়িয়ে আছে যে এদের থেকে মুক্ত হতে চাইলেও পারবেন না। আপাতত নির্যাতন থেকে বাচার জন্য বিএনপি আছে লুকিয়ে, নামে-বেনামে এখানে সেখানে যাযাবরের মত ঘুরে বেড়াচ্ছে। ঠিক তারাই, যখন এদেশে আবার ক্ষমতার সুযোগ পেয়ে যাবে লাঠি,কুড়াল, দা নিয়ে ধরে ধরে মারবে তাদের প্রতিপক্ষদের। ঠিক যেমনটা বর্তমানে আওয়ামী লীগও করেছে।
একজন সচেতন নাগরিক পরিচয়ে আপনি বলতে পারবেন, যে আওয়ামী লীগ জুলুম হয়ে থাকলে তাদেরও চাই না। কিন্তু ভেবে দেখেছেন, আওয়ামী লীগ বাদ দিয়ে আপনি কাদের আনবেন? আগেই বলেছি এদের বিকল্পও সম্ভব নয়।
প্রিয় পাঠক, তাই আমি সচেতন সৃষ্টিতে বলতে চাই, আসুন আমি আপনি সকলেই ক্ষমতাশীন আওয়ামী লীগে দলে দলে যোগ দেই। ঠিক তখন দেখা যাবে আওয়ামী লীগ কাদের নির্যাতন করে, কাদের উপর জুলুম চালায়, কাদের থেকে ঘুষ, চাঁদা দাবি করে,পুলিশ কাকে জেলে নেয়! কার মায়ের ছেলেকে রিমান্ডে নেয়, ঠিক তখনই দেখা যাবে।
তারা সারাজীবনের শাসক হোক, এবং শাসন করুক । যদি বলেন এদেশে আওয়ামী লীগ ছাড়া বাকী সবাই অশান্তীতে থাকে। তাহলে আসুন, আমরা সবাই শান্তীর দলে যোগ দেই। অশান্তি তো কেউই চাই না। তখন দেখা যাবে অশান্তিতে কে থাকে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:


উদ্দেশ্য বিধেয় পরিস্কার হয়নি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.