![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৈয়দ মুজতবা আলীর লিখিত কোন একখানি পুস্তকে একদা একখানা কাহানী পড়িয়াছিলাম।পুস্তকটির নাম স্মরণ করিতে পারিতেছি না। এক পাঞ্জাবীর বয়ানে গল্পটি বলা হইতেছে।
এক শিকারী তাঁক করিয়া শিকারের দিকে বন্দুকসে গোলি ছুড়িয়া দিয়াছে আবার একই সাথমে পোষা কুত্তাভি লেলাইয়া দিয়াছে। ফির শুরু হুয়া গোলি অওর কুত্তাকি বিচ সে কি রেস! উরি বাবা! কুছ বাতা নেহি সকতা! কাভি গোলি আগে তো কুত্তা পিছে, অওর কাভি কুত্তা আগে তো গোলি পিছে!! কাভি গোলি কাভি কুত্তা! কাভি কুত্তা কাভি গোলি!
কাদের মোল্লার গ্রেফতার-আইসিটি বিচার-কারাদন্ড-মোল্লার ভি চিহ্ন-শাহবাগ-আইন সংশোধন-হাইকোর্ট্ আপীল-ফাঁসির রায়-বটতলার উকিলের ঘোষণা-মোল্লার স্ত্রীর ভি চিহ্ন-চেম্বারজজ স্থগিত-জাতিসংঘর পত্র-রিভিউ শুনানী এইসকল ঘটনাক্রম দেখিয়া ওহি কাহানী ফির ইয়াদ আ গেয়ী।
কাভি সরকার আগে তো মোল্লা পিছে অওর কাভি মোল্লা আগে তো সরকার পিছে! কুছ বাতা নেহি সাকতা! উফ!
১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬
মহাত্যাঁদড় বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৯
সাধারণ মুসলমান বলেছেন: আপনে দুর্দান্ত তাহা ৷