![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বকুল আমাদের সবার পরিচিত একটি ফুল ।
এটির বাংলায় নামঃ বকুল
অন্যান্য স্থানীয় নামঃ Spanish cherry,Maulsari ,Ilanni
এর বৈজ্ঞানিক নামঃ Mimusops elengi
এটি পরিবারের নামঃ Sapotaceae
এর গন্ধ হয় মন উদাস করা। আবার অনেক বলে এর গন্ধ মিষ্টি মাদক গন্ধ। সৌভাগ্য বশত আমাদের কাউকে এর গন্ধকে পরিচয় করিয়ে দিতে হয় না। ফুল শুকিয়ে গেলেও এর গন্ধ অনেক দিন পর্যন্ত থাকে।
বাংলাদেশের প্রায় সব জায়গায় এর গাছ পাওয়া যায়। এটি মাঝারি আকারের গাছ এবং এর পাতা গুলি হয় ঢেউ খেলানো। ফুল গুলো খুব বড় হয় না ছোট বড় জোড় ১ সেঃ মিঃ কিন্তু তারা সংখ্যায় হয় অগুনিতক। ছোট ছোট তারার মতো ফুল গুলো যখন ফোটে তখন গাছের চেহারা হয় অন্যরকম। এবং মাটি যখন ঝড়ে পড়ে তার দৃশ্য নয়নাভিরাম। ছোট ছোট ছেলে মেয়ে বকুল ফুলের মালা গাঁথছে এটা গ্রাম বাংলার পরিচিত দৃশ্য।
বকুল ফুল নিয়ে অনেক গান শুনা যায়।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৮
রাইডার বলেছেন: দেখছি এই ফুল
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৬
রাজামশাই বলেছেন: গুড
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৯
নিহন বলেছেন: আলাউদ্দীন বলেছেন: একটা গান কনছেন দেহি।
.............
তমি রাজামশাই কেমনে গান গাইতে কইলা ??
তওবা , তওবা ।
আমরা কি মইরা গেছিনি ??
কি গান হুনবা ??
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৪
আইরিন সুলতানা বলেছেন: আজকাল আর এই গাছ বাড়ীর আসেপাশে দেখা যায়না ...
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০৫
রাজামশাই বলেছেন: তাই?
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০০
অপ্সরা বলেছেন: চম্পা পারুল যুথী টগর চামেলা
আর সই সইতে নারি ফুল ঝামেলা।
গান দিলাম একটা।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০৫
রাজামশাই বলেছেন: পাইলাম
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৩
মুনতাসীর মারুফ বলেছেন: আমার উপর রাজামশায়ের বহুদিন কোন কৃপাদৃষ্টি নাই।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫
রাজামশাই বলেছেন: জ্বাইতেছি
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬
আইরিন সুলতানা বলেছেন: বকুল চাঁপার বনে কে মোর
চাঁদের স্বপর জাগালে
বেল ফূল এনে দাও চাই না বকুল .....
হরিৎ বনে হরষিত মনে
হরির হররা জাগে
রঙিলা অনুরাগে
বকুল বনে ঝিমায়
ডালিম ফুলের নব কোরকে
মনের রং লেগেছে বনের পলাশ জবা অশোকে .....
(সবগুলো নজরুল গীতি ...)
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৯
রাজামশাই বলেছেন: একটা শুনছি
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৮
অনন্ত দিগন্ত বলেছেন: এ পোষ্টের জন্য রাজামশাই কে ২টি পিলাচ দেয়ার ইচ্ছা জেগেছে ...... একটি আমার পক্ষ থেকে আরেকটি ..... যার মাথায় ( ভবিষ্যতে) বকুল ফুলের মালা পরাবো তার পক্ষ থেকে
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৯
রাজামশাই বলেছেন: একখানাই দেওয়া হোক
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২০
তানজু রাহমান বলেছেন: বেশ বেশ!
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২০
রাজামশাই বলেছেন: হুম হুম
১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩০
কণা বলেছেন: আমি কেন যেন বকুল ফুলের গন্ধ সহ্য করতে পারি না....
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৪
রাজামশাই বলেছেন: তাই?
কানে কানে কই - আমারও বেশী পছন্দ না
১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯
অরূপ রতন বলেছেন: চমৎকার। আরো বড়ো ছবি হলে ভাল হত।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪০
রাজামশাই বলেছেন: যা পাইছি তাই দিচি
১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: আহারে বকুল ফুল.........।
"কই গো কই গো কই
আমার বকুল ফুল কই
ছোট্ট বেলার পুতুল খেলার
সংগিনী সই বকুল ফুল কই ?"...........
অনেক ধন্যবাদ রাজা মশাই.............
শুভেচ্ছা।
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৮
রাজামশাই বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা গ্রহণ করা হইলো
১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৮
অনিকেত বলেছেন:
তো গান হয়ে যাক
"বকুল তলে ফুল কুড়াতে, আসতে তুমি মৌ
পুতুল খেলার ছলে আমার, সাজতে তুমি বৌ "
"শোনো ও বকুল, মল্লিকা হাসনা হেনা,
শোনো শোনো তোমরা সবাই শোনো,
মালতী আমার প্রিয় ফুল"
"বকুলের মালা শুকোবেই, রেখে দেবো তার সুরভী
দিন গিয়ে রাতে লুকোবেই, মুছোনা গো আমারই ছবি,
আমি মিনতি করে গেলাম"
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩১
রাজামশাই বলেছেন: বাহ্ বাহ্
১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫১
আইরিন সুলতানা বলেছেন:
আরেকটা গান মনে পড়ল-
অলির কথার শুনে বকুল হাসে
কই তাহার মত
তুমি আমার কথা শুনে হাসো নাকো !
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫০
রাজামশাই বলেছেন: আমার পছন্দের একখান গান
১৫| ১৩ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪২
দীপান্বিতা বলেছেন: শৈশবের অনেক স্মৃতি এর সাথে জড়িত......আমার প্রিয় ফুলের মধ্যে অন্যতম........
১৩ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১১
রাজামশাই বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৫৯
আলাউদ্দীন বলেছেন: একটা গান কনছেন দেহি।