![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল ভালোবাসা এখানে সেখানে পাওয়া যায় সহজে সস্তায়
কিনে নিতে পারো যার যত খুশি যদি কাড়ি কাড়ি টাকা থাকে বস্তায় ।
নগদ কিংবা কিস্তিতে বেচাকেনা চলে দোকানে দোকানে এবং রাস্তায়
নিখাঁদ নিটোল কচি, তরতাজা ভালোবাসা কিনে নিতে পারো আস্থায় ।
ভালোবাসা দেখেছি এখানে সেখানে, খোলা রাস্তায় ও গাছের আড়ালে
ভালোবাসা দেখেছি চলমান গাড়িতে, রাত জাগা শহরের রেস্তরা-মলে ।
ভালোবাসা আজ ফেসবুক বুকে, মোবাইল চিরকুট ও মিস কলে
ভালোবাসা জাগে রাতের আঁধারে বার আর পাবে কল্কির ধোঁয়া জলে ।
ভালোবাসা দেখেছি হীরার লকেটে, কানফুল আর ছোট নাকফুলে
অটবির ডিসকাউন্ট সোফাসেট, চেয়ার আর সস্তা টেবিল টুলে ।
ভালোবাসা ঐ ফুচকার দোকানের তেঁতুলের টলটলে বাসি জলে
ভালোবাসা মেলে সহজেই পাঁচ টাকার এক ঠোঙা ঝালমুড়ি পেলে ।
ভালোবাসা এখন খুব সহজেই ব্যাংকের ক্রেডিট কার্ডে যায় কেনা
হয়তবা এই ভালোবাসা অন্যরকম তোমার ও আমার অচেনা ।
ভালোবাসা এখন রূপে-গুনে নয়, অবিনাশী প্রেম থেকে বহুদুরে
ভালোবাসা এখন নির্লজ্জ, আবলীলায় সস্তা টাকার পিছনে ঘুরে ।
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:১৫
অন্য কথা বলেছেন: আপনিও ভালো থাকবেন।
২| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:১১
রোজেল০০৭ বলেছেন: ++++ কবিতার ভালোবাসায় ভালো লাগা রইল।
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:১৫
অন্য কথা বলেছেন: ভালো থাকবেন।
৩| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:২১
মাহবু১৫৪ বলেছেন: +++++
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:২৮
অন্য কথা বলেছেন: অনেক ধন্যবাদ ।
৪| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:৪০
হাসান মাহমুদ তানভীর বলেছেন: ভালো লাগল
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:৫৫
অন্য কথা বলেছেন: ধন্যবাদ
৫| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: কবি আর নবীর ভুল ধরতে নেই
কিন্তু ভালবাসাযে বড়ো কেঁদে কেটে বিচার দিল
অপবাদের কালিতে তারে কলংকিত করার! তার নাম বেঁচে
যদি কেউ সোদা করে শরীর, স্বার্থ আর লোভের
তার কেন বদনাম হবে?
থম দিয়ে দম নিয়ে ভাবলাম। সত্যিইতো!
দেহপসার যদি কর্পোরেট মোড়কে নেয় ভিন্ন নাম
বিনিময় বেঁচাকেনায় কেন হবে ভালবাসা বদনাম?
সেতো দুর্লভ, ভাগ্যবানে দেখামেলে
অমূল্য সে প্রেম কেন কামের নেশায় বদনাম হবে?
কবির নামে ভালবাসা প্রেম মানহানি মামলা ঠুকে দিল
একজীবনে শুধু নয়- সাত জনমে কি পারবে
ক্ষতিপূরণ শোধিতে?
অনেক কষ্টে বুঝালাম। চোখের জলে, নিখাদ আবেগে
নিষ্পাপ চাওয়ায়, শুধু ত্যাগে, সকলের কল্যান কামনায়
নিজেকে পুড়ে, স্বার্থত্যাগে যে মহত ভালবাসা-
তুমিতো অমূল্য। তোমাকে খুজে নেবে সেই অমূল্য আত্মাই কেবল।
আর তোমার নামেই যে তুমি ক্রোধান্বিত হতে পার না।
তুমি যে ভালবাসা।
মুচকি হেসে চলে গেল- ভালবাসার নামে
লোভী, ভোগী মানুষ গুলোর দিকে করুনার ভ্রুকুটি হেনে
বেঁচে গেল হে কবি
০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:১৪
অন্য কথা বলেছেন: @ বিদ্রোহী ভৃগু .... আপনার লেখার বিমুগ্ধ পাঠক বরাবর । আবারো মুগ্ধ হলাম ।
৬| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
মাক্স বলেছেন: সুন্দর!
০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
অন্য কথা বলেছেন: ধন্যবাদ মাক্স
৭| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:১০
ডি মুন বলেছেন: ভালোবাসা এখন রূপে-গুনে নয়, অবিনাশী প্রেম থেকে বহুদুরে
ভালোবাসা এখন নির্লজ্জ, আবলীলায় সস্তা টাকার পিছনে ঘুরে ।
বাহ
০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:১৭
অন্য কথা বলেছেন: ধন্যবাদ...... ডি মুন
৮| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো
++++++++++
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:০২
অন্য কথা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:০৪
বোকামন বলেছেন:
কবিতায় বর্নিত ভালোবাসা, আদৌ ভালোবাসা নয় কেবলই যোগ--বিয়োগের অংক কষা। কবি কবিতায় তুলে ধরেছেন তারই বাস্তবতা !
অভিন্দন কবি ! খুব ভালো লাগলো এই অচেনা ভালোবাসার চেনা উপস্থাপন।
মানবিক অনুভূতির অবিনাশী প্রেমে সচ্ছল হোক ধরা ......।
ভালো থাকবেন।