![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১)
ইচ্ছে করলেই তোমায় ছুঁতে পারি
সুখ হয়ে আছো হৃদয়ের গভীরে
অসীম প্রত্যাশার সুঠাম আশ্রয়ে
তবু যেন রাতের শিশিরের মতো
হাত বাড়ালেই অনিবার্য পতন
ঝরে পড়বে বৃষ্টির ফোঁটার মতো ।
২)
আজ চুম্বনে দ্বিধা রাখবো না কোন
হয়ে যাক বিধ্বস্ত এ পৃথিবী
কি হবে পালিয়ে । সেও তো অন্ধকার
একদিন চলে যেতে হবে সেই অন্ধকারেই
কোন কিছুই নয় স্থায়ী
তবুও জড়াবো ভালবাসায় এ পৃথিবীতে
তুমি আর আমি ।
৩)
আমি কবিতা লিখি
জীবনের এলোমেলো শব্দাবলী আর
ক্ষয়ে যাওয়া স্মৃতিতে প্রথম প্রেমের পাঠ
টুকিটাকি জোড়া লাগিয়েই।
বার বার উলটে পালটে দেখি ঝেড়ে
যেন স্থির কষ্টরা ঝরে পড়ে ।
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৩
অন্য কথা বলেছেন: ধন্যবাদ
২| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩০
বৃতি বলেছেন: ভালো লাগলো ।
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৪
অন্য কথা বলেছেন: ধন্যবাদ ।
৩| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৮
একজন আরমান বলেছেন:
প্রথম দুটো বেশি ভালো লেগেছে।
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৫
অন্য কথা বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৩:১৩
অলওয়েজ ড্রিম বলেছেন: ভালই।