![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
...রক্তের বিনিময়ে রক্ত, হত্যার বিনিময়ে হত্যা, কষ্টের বিনিময়ে কষ্ট...
......... রক্তের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা, হত্যার বিনিময়ে হত্যা (ফাঁসি), কিন্তু ভাই আর পিতা হারানোর কষ্ট, মা-বোনের সম্ভ্রম হারানোর কষ্টের বিনিময়ে পাইনি কিছুই .... কষ্টের সাথে বিনিময় হয়না কিছুই ..... কষ্টরা বুকের ভিতর হাহাকার হয়ে কাঁদে, আর্তনাদ হয়ে ভাসে।
.........আমার মাতার, আমার বোনের কষ্টরা আজ হাহাকার ........... এ হাহাকার ভাই আর পিতা হারানোর হাহাকার, মা-বোনের সম্ভ্রম হারানোর হাহাকার ...... এ হাহাকার কিভাবে মেটাবো বলো ?..... এ হাহাকার আজ আর্তনাদ হয়ে কড়া নাড়ে মানবতা আর বিবেকের দ্বারে দ্বারে.....
হাজার ফাঁসিতে ফিরে আসবে না আমার হারানো ভাই আর পিতা, ফিরে পাবো না মা-বোনের হারানো সম্ভ্রম..... হাজার ফাঁসিতে এ কষ্টেরা লাঘব হবে না........ এ যে আমার আমৃত্যু কষ্ট ......
......... তাই রাজাকারদের ফাঁসি নয় ......এতো সহজেই যেন মৃত্যু হয় না এদের ..... এরা ফেরাউনের মতো দৃষ্টান্ত হয়ে বেঁচে থাক প্রজন্ম থেকে প্রজন্মে ...... ঘৃণিত শুকরের মতো হোক নির্লজ্জ বসবাস ...... আমাদের ঘৃণায়, অবহেলায়, তাচ্ছিল্যে বেঁচে থাকুক, আমার বংশধররা দেখে যাক মানুষও কখনো কখনো পশু হয় - হায়েনার মতো বিশ্বাসঘাতক - আপন রক্তে ভেজায় রক্ত তৃষিত আত্মা, জন্মকে ভুলে যায়, ভুলে যায় ভালোবাসা, হয়ে উঠে দানব।
তবুও কেন জানি ভুলে যাই ইতিহাস.......
..........আমরা ভুলে যাই সহজেই, ভুলে যাই সব কিছু সময়ের পথ বেয়ে । ফাঁসির পর এদেরকেও হয়তো একদিন ভুলে যাব। আমার প্রজন্ম হয়তো জানবে না এই দানবদের কথা। হয়তো গল্পের ছলে কোন একদিন কেউ হয়তো বলবে ..... এরা পড়ে যাবে বিস্মৃতির অতল ইতিহাসে। এ যেন হয়না কিছুতেই ........
.........তাই ফাঁসি নয় ......তাদের জন্য আমৃত্যু কারাগার, আমৃত্যু নির্বাসিত হোক, আমৃত্যু স্হান হোক নিজেদের গড়া বধ্যভূমিতে....
আমার সন্তানেরা দেখুক ......ঘৃণায় আঙুল তুলে বলুক "ঐ যে রাজাকার"
©somewhere in net ltd.