![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনামিকা
প্রতিরাতে কাউকে খোঁজে
আমারই ভিতরে আমাকেই হয়তো বা তার স্বপ্ন-পুরুষ
চুলচেরা হিসাবে মিলায় আমিই সেই কিনা
রাতের নিঃস্তব্দ অন্ধকারে জ্বলজ্বলে চোখে খুঁজে নেয়
আমার শরীরের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা প্রেম, নোনা ঘাম শুঁকে শুঁকে
চিনে নেয় হৃদয়ের সকল গুঞ্জন।
জীবনের উৎসে মিলায় ভালোবাসা - প্রেম
নিমিষেই সকল স্বপ্ন ভেন্গে
হাতের কোমল পরশ হয়ে উঠে কর্কশ আঙুল
খামছে ধরে আমার চিবুক, বলে উঠে - "মিথ্যুক পুরুষ"।
আমি স্মিত হাসি।
শুধু তুমি নও, যদি জানতে আমিও তোমারই মতো
হেঁটে গেছি স্বপ্নের অরণ্যে এতটা বছর
স্মৃতিতে ব্যাপ্ত খুঁজে ফিরছি এক মায়াময় ঠোঁট
প্রবহমান পাহাড়িয়া স্রোতের মতো আন্দোলিত চুলের নারী
যার চোখে চোখ রেখে আজো অন্ধ আমি।
২| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১১
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর।
হ্যাপ্পি নিউ ইয়ার
৩| ০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
অন্য কথা বলেছেন: নিলু বলেছেন: লিখে যান... অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর।..... দু'জনকেই ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৩
নিলু বলেছেন: লিখে যান