![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিয়ের রাতের বাসরে
হলো তোমার সাথে পরিচয়
প্রতিজ্ঞার বাঁধনে জড়ালে
মনে পড়লেই লাগে ভয়
অজানা কোন ঠিকানায় হারালাম
জানি না সব কোথায়
তোমার চোখের সেই দৃষ্টি যেন
আমায় গিলে খেতে চায়
বাড়ীর ঐ শেষ সীমানায়
পাড়াই না কোন আশায়
জানি না পাবো কি মুক্তির দেখা
মানে না যে মন আমার
তুমি আছ, তুমি আছ
তাই জীবনটা ভরা যে পূর্ণতায়
তুমি আছ, তুমি আছ
তাই এ জীবনে খুঁজে বেড়াই না আর কাউকে
প্রথম দেখার পর মন যে শুধু
মুক্তির কথা ভেবে যায়
বিয়ের নামে এক দমকা হাওয়া
নিয়ে গেল এক বন্দি দশায়
কষ্টে ভরেছে আমার এ মন
জানি না মুক্তি দেবে কি আমায়
তুমি আছ, তুমি আছ
তাই জীবনটা ভরা যে পূর্ণতায়
তুমি আছ, তুমি আছ
তাই এ জীবনে খুঁজে বেড়াই না আর কাউকে
২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪১
সুপ্ত আগ্নেয়গিরি মাহি বলেছেন: ভালই তো,,,,,
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪১
সুপ্ত আগ্নেয়গিরি মাহি বলেছেন: ভালই তো,,,,,
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩
ইকবালবিডি০৯ বলেছেন: চমৎকার তবে কিছু হটাকা আছে
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২২
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: খুব সুন্দর!