![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঙালির জীবনে দুটি পরম গৌরবের বিষয় আছে। একটি তার মাতৃভাষায় কথা বলার অধিকার আদায় আর একটি জাতীয় ও অর্থনৈতিক মুক্তি অর্জনের লড়াই। দুটি লড়াইয়েই বাঙালি জয়ী হয়েছিল। পৃথিবীর বুকে আর কোনো জাতির এমন গৌরবের ইতিহাস নেই। আর সে ইতিহাসে অনুপ্রাণিত আজ শাহবাগ চত্বর। ২০২৫ সালের আগমনী বার্তা নিয়ে জেগে আছে নতুন প্রজন্ম।
শাহবাগে আজ কোন রাজা নেই, শাহ’ও নেই। তাদের বাগ-বাগিচাও নেই। ‘হে তরুণ প্রজন্ম’- বেরিয়ে এসো বুকের গভীর থেকে বিশ্বাসে ভর করে ’চেতনা চত্বরে’ । যাবতীয় লিপ্সা দূর করে দাও, আবেগের আসন পেতে বসো। দৃঢ় কন্ঠে উচ্চারিত হও “সমগ্র হতাশা তোমায় দিলাম আজিকে বাদ, আশার রাজ্যে বাংলা বর্ণময় জেগে উঠুক যেন পূর্ণিমা চাঁদ”।
©somewhere in net ltd.