![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খোলা জানালার গ্রীল ধরে সেদিন
দেখেছিলাম অবাক বিশ্ব !
হায় ! সব হারিয়ে আজ
হলাম আমি নিঃস্ব !
সময়ের মাঝে বর্তমান
হয়েছে নষ্ট !
বুকের মাঝে রয়েছে
পাথর চাপা কষ্ট !
জীবন চেয়েছিল রূপকথা
জ্বালাতে সোনার ধূপ !
কথা নেই থেমে গেছে , বুকে আছে জমা
না বলা কথার স্তুপ
কী যে হতভাগা আমি
একদিন যারে বেসেছিলাম ভালো
সেই আজ মামী !
ভাগ্নেকে ঠেলে মামাই এখন
প্রেমিকার সোয়ামী !
বর্তমানে কেবল নির্জনতাই
উপভোগ করি !
স্বস্তির বিষয়, নির্জনতা আমায়
দিয়েছে হৃদয় ভরি !
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৯
রাজীব বলেছেন: ব্যাক পেইন নিয়ে কথা বলতে চাই।