| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মহিদুল বেস্ট
	পৃথিবীতে প্রাকৃতিক দূর্যোগে-মহামারিতে কিংবা যুদ্ধে যত মানুষ মারা যায়; তারচেয়ে বেশি মানুষ মারা যায় প্রেমে-অপ্রেমে নামক এক জীবন যুদ্ধে
'ব্রেক-আপ' হবার গল্প
'ব্রেক-আপ'টা তোমার দরকার ছিল!  ঠিক ব্রেক আপ কাকে বলে জানিনা; তোমার নির্বাক দূরত্বের নাম ব্রেক আপ, তোমার কাছে আমার অগ্রহণযোগ্যতা ব্রেক আপ!
ঠিক ভালবাসিনি না ভালবাসতে পারিনি আমি জানতেও পারিলাম না!  হয়ত আমার অযোগ্যতা আমাকে দূরে রাখল তোমার কাছ থেকে! আজ ভালবাসার নাম নির্বাক দূরত্ব!
ভাল থেক; ভাল থাকুক ভালবাসা, ভাল থাকুক ভালবাসারা"
২| 
২২ শে অক্টোবর, ২০১৩  রাত ৯:০১
মহিদুল বেস্ট বলেছেন: আপনার অনূভূতি কে ছুয়েছে জেনে ভাল লাগল
৩| 
২২ শে অক্টোবর, ২০১৩  রাত ৯:১০
 আমিনুর রহমান বলেছেন: 
আবেগময়। ছুয়ে গেল!
৪| 
২২ শে অক্টোবর, ২০১৩  রাত ৯:১৪
মহিদুল বেস্ট বলেছেন: ধন্যবাদ! আবেগতাড়িত হবার জন্য
৫| 
২২ শে অক্টোবর, ২০১৩  রাত ১১:৫৪
অভ্র বর্ষণ বলেছেন:  
 
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৩  রাত ৮:৫৬
মামুন রশিদ বলেছেন: আজ ভালবাসার নাম নির্বাক দূরত্ব!
কবিতায় বিষাদের অনুভুতি ছুঁয়ে গেছে হৃদয় ।