নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবিতার শ্রমিক, মাঝে মাঝে প্রেমিক ।

মহিদুল বেস্ট

পৃথিবীতে প্রাকৃতিক দূর্যোগে-মহামারিতে কিংবা যুদ্ধে যত মানুষ মারা যায়; তারচেয়ে বেশি মানুষ মারা যায় প্রেমে-অপ্রেমে নামক এক জীবন যুদ্ধে

মহিদুল বেস্ট › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার নামে...

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৩

'ভালবাসা'র নামে প্রেম সেল করি;

এই--, দেহাবয়ব; বাঁকাচোখ

কিংবা লাল ঠোঁট।





যৌনতাহীন আলিঙ্গণে প্রেম সেল করি;

মুঠোফোনের দুপাশে ফুসফাস

কিংবা পার্ক বেঞ্চের মৃদু আওয়াজ।





ভালবাসার নামে সুঘ্রাণ বিকোয় পথে ঘটে;

খোলাকেশে হুড ছাড়া রিক্সায়,

কিংবা চোর ছ্যাচড়দের রাতের লিপ্সায়

অথবা কাঠতি বিজ্ঞাপনে লোকমুখে রটে।



ভালবাসার নামে অদেখা চাঁদহীন

রাতকেও আলোকিত করি;

জাগিয়ে তুলি শরীরবৃত্তীয় প্রক্রিয়া দ্রোহের টানে,

কাঁচা শরীরে বিশ্রী মাংসের স্বাদ নিই ব্যাঘ্র হরিণের মত,

ক্রমশ গরম জল ঢালি-

নিস্তেজ হয়ে আঁকড়ে থাকি।





ভালবাসার নামে প্রেম সেল করি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৯

আমিনুর রহমান বলেছেন:



চমৎকার কবিতা।

ব্রাদার আপনার ভাবনা আর লিখনি বেশ ভালই কিন্তু আপনি খুব ছোট করে লিখে আগে বেশ কয়েকটা পোস্ট দিয়েছেন খুব অল্প সময়ের মধ্যে। সবগুলো লিখা একসাথে দিন। তাহলে আপনি কারো বিরক্তির কারন হতেন না। বারে বারে পোস্ট দিলে অনেকে বিরক্ত হয়ে পোষ্ট পড়ে না। ভালো থাকবেন।

২| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৫

মহিদুল বেস্ট বলেছেন: আপনার ইন্স্ট্রাকশনের জন্য ধন্যবাদ!

দেবার পরে ভাবলাম আসলে কেন দিলাম? এরপর থেকে দিনে ২/১টার বেশি দিব না!

আর সামু ব্যবহার করছি প্রায় মাস সাতেক! তেমন নির্দেশনাও জানিনা! আপনি এই ট্যকাটিস গুলো যদি একবার বলে অথবা কোন লিঙ্ক দিতেন জেনি নিতাম!

জলি থ্যাঙ্কু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.