![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে প্রাকৃতিক দূর্যোগে-মহামারিতে কিংবা যুদ্ধে যত মানুষ মারা যায়; তারচেয়ে বেশি মানুষ মারা যায় প্রেমে-অপ্রেমে নামক এক জীবন যুদ্ধে
দেখেন তো বিরক্ত হতে পারেন কিনা?
১. একটা কথা বলার ছিল ৫ নম্বরটা পড়ুন।
২. উত্তরটা হল ১১ নম্বরে।
৩. শান্ত হোন এবার ১৫ নম্বরটা পড়ুন।
৪. রাগ হবেন না ১৩ নম্বরটা পড়ুন।
৫. আগে ২ নম্বরটা পড়ুন।
৬. রেগে গেলেন তো হেরে গেলেন এখন ১২ নম্বরটা পড়ুন।
৭. জী! আমি বলতে চাইছি যে 'আছেন তো ভালো? শরীর মন সব ভালো? 'সুস্থ থাকুন'।
৮. আমি বলতে চাই যে,উত্তরটা ১৪ নম্বরে।
৯. আরে শান্ত হোন ৪ নম্বরটা পড়ুন।
১০. সত্যি! শেষবারের মতো বলছি ৭ নম্বরটা পড়ুন।
১১. আশা করি এখনো ধৈর্য হারানি ৬ নম্বরটা পড়ুন।
১২. স্যরি!... ৮ নম্বরটা পড়ুন ১৩. ১০ নম্বরটা পড়ুন।
১৪. আমি জানি না এটা কিভাবে বলতে হবে তবুও ৩ নম্বরটা পড়ুন।
১৫. আপনি হয়তো ধের্য্য হারিয়ে পাগল হয়ে গেছেন ৯ নম্বরটা একটু পড়ুন প্লীজ!
আপনাকে একটু বিরক্ত করতে চেয়েছি কিন্তু যদি হেসে ফেলেন তবে জরিমানা।
২| ২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
মহিদুল বেস্ট বলেছেন: আপনি আসল জিনিস ধরতে পেরেছেন... ধন্য+
এটাই হয় যে!
৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
ঢাকাবাসী বলেছেন: এক্কেবারে বাংলাদেশের নকল করে (প্রশ্ন কিনে) পাশ করা বিসিএস আমলা সম্বলিত সরকারী অপিস।
৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫২
মহিদুল বেস্ট বলেছেন: ঠিক ধরেছেন!
আমলা-কামলার অফিস
৫| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৮
গেন্দু মিয়া বলেছেন: বিরক্ত হবো,
আগে বলেন ১৩ নাম্বারটা কই গেলো??
৬| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১১
মহিদুল বেস্ট বলেছেন: ১২ এর লাইন পরে আটকে গেছে মিয়া ভাই... ভাল করে দেখেন
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
বেকার যুবক বলেছেন: বিরক্ত হওয়ার চেষ্টা করেছিলাম, হতে পারলাম না বলে দুঃখিত, তবে খেলতে চেয়েছিলাম, তাই সব নির্দেশনা ফলো করেছি। নয়তো যে পয়েন্টে কোন নির্দেশনা নেই (৭) সেটাই আগে খুঁজে বের করতাম।
তবে আপনার এই কৌতুকের সাথে সরকারি অফিস বা ঘুরানি কর্মকান্ডের মিল খুঁজে পাওয়া যায়। তারা একজন আরেকজনকে দেখিয়ে দিতে চায়, কিন্তু টাকার নাম বাবাজি, টাকা দেখলে সহজ পথ বলে দেয়।