নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবিতার শ্রমিক, মাঝে মাঝে প্রেমিক ।

মহিদুল বেস্ট

পৃথিবীতে প্রাকৃতিক দূর্যোগে-মহামারিতে কিংবা যুদ্ধে যত মানুষ মারা যায়; তারচেয়ে বেশি মানুষ মারা যায় প্রেমে-অপ্রেমে নামক এক জীবন যুদ্ধে

মহিদুল বেস্ট › বিস্তারিত পোস্টঃ

নিঃশ্বাসে আত্মস্থ- মহিদুল

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০০

আমার নিঃশ্বাসের চাইতে আর বড় কোন

আস্তানা নেই এই নগরীতে;

যেখানে তুমি আশ্রয় পেতে পারো।

অথবা বসবাসের স্বপ্নে বিভোর থাকতে পারো।

আমার নিঃশ্বাসের চাইতে আর বড় কোন

রাজপথ তৈরি হয়নি এই নগরীতে;

যে পথে তুমি হেঁটে হেঁটে ক্লান্ত হবে,

শেষ কলোনীর মোড়ে পা ফেলবে।

নিজেকে সচেষ্ট করেছ।

আমার মনের চাইতে বিশালাতার আর

কোন আকাশ নেই এই নগরীতে,

চোখ জোড়া তোমাকে দেবে প্রবল

প্রশান্তি।

সর্বত্র আমার বিচরণ।

আমার মনের চাইতে আর বড় কোন বিলবোর্ড নেই এই কোলাহলের নগরীতে;

যেখানে তুমি হঠাৎ দেখতে পারো পেছনের রঙকরা মানুষ।

আমি ছায়াহীন উদ্ভট মানুষ্য জাতির সামান্য কর্ণধার মাত্র।

শতাব্দীর শেষ প্রান্তে ঠায় দাঁড়িয়ে;

আমি আলোক ঝলমলে এ নগরীতে আজো পড়ে আছি একা,

অকৃতজ্ঞের মত বেঁচে আছি মিথ্যের নগরীতে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.