![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে প্রাকৃতিক দূর্যোগে-মহামারিতে কিংবা যুদ্ধে যত মানুষ মারা যায়; তারচেয়ে বেশি মানুষ মারা যায় প্রেমে-অপ্রেমে নামক এক জীবন যুদ্ধে
প্রেম শিখছি
-মহিদুল
আজকাল ভালবাসা কিংবা প্রেমের কাছে পৌছাতে যে গুণাবলী লাগে,
তার কোনটাই আমার নেই।
তবু কেন জানি নিজেকে প্রেমের বৃত্তে জড়াচ্ছি..
br/>
কোনদিন কারো কাছে মেরুদন্ড ভেঙ্গে কিংবা হাটু ভাঁজ করে...
লাল টকেটকে গোলাপ নিয়ে বলিনি 'শোন!ভালবাসি তোমাকে..আমার আবেদন রাখো'
br/>
আজকাল প্রেম শিখছি..
পাঠশালা বলতে এইমানব সমাজ।
বহুরুপী মানুষের রুপগত মন!
ওরা যাচ্ছে...আসছে..কেউ রয়ে যাচ্ছে না।
তবুও শেখা বলতে এটুকুই
বেনামী অনেক মানুষ অপঠিত।
তাদের ঢঙ দেখে শিখে ফেলেছি এটা অভিনয়মাত্র।
আর আমি হয়ত কারো মিথ্যে অভিনয়ের পাত্র।
©somewhere in net ltd.