নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবিতার শ্রমিক, মাঝে মাঝে প্রেমিক ।

মহিদুল বেস্ট

পৃথিবীতে প্রাকৃতিক দূর্যোগে-মহামারিতে কিংবা যুদ্ধে যত মানুষ মারা যায়; তারচেয়ে বেশি মানুষ মারা যায় প্রেমে-অপ্রেমে নামক এক জীবন যুদ্ধে

মহিদুল বেস্ট › বিস্তারিত পোস্টঃ

দিনালিপি- মহিদুল

০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:১৯

একই সমতলে হাঁটতে হাঁটতে আমরা মিছে গেছি ওই দূরের সীমানার ওপারে।





বালুতট ঘেসে যে সরু পথে মানুষের পদচারণা ঠিক সে পথে যাইনি আমরা। হেঁটে গেছি সবুজ ঘাসের রস বের করে...কিছু বুনোফুলের ওপর চোখ রেখে।





জীবনের শেষ কিনারে এসে শেষ দুটি পদ চিহ্ন রাখতে চাচ্ছি...নদীর পানির আর তটের মুখের সাময়িক এক অবস্থানে। একটু পর পর গ্রাস করে ফেলে। বুঝে ফেলি শক্ত কোন চিহ্ন এঁকে দিতে হবে খুব গভীরে। কিন্তু তাও গ্রাস করে নরম বালুকণার নিরব ভঙ্গি আর পানির স্রোতের মিলন কে।





ভাবি তবে তোমার মনে কোন শক্ত চিহ্ন আঁকতে হবে যা হবে আমার শক্ত অবস্থান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.