![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে প্রাকৃতিক দূর্যোগে-মহামারিতে কিংবা যুদ্ধে যত মানুষ মারা যায়; তারচেয়ে বেশি মানুষ মারা যায় প্রেমে-অপ্রেমে নামক এক জীবন যুদ্ধে
ওরা ডেকে যায়
মহিদুল
অনেক আগেকার টু ইন ওয়ান;
ভুলে যাওয়া রেডিও অনুরোধের গান,
ডেকে যায়! ওরা সব ডেকে যায়
অনেক আগেকার পদ্যে আর গদ্যে আঁকা বইয়ে ছবি;
ভুলে যাওয়া কবিতা আর তার কবি,
ডেকে যায়! ওরা সব ডেকে যায়
অনেক আগেকার সাদা-কালো ছবির ক্যামেরায় ফোটা মুখ
ভুলে যাওয়া এক ক্লিক আলোর ঝলকের সুখ
ওরা ডেকে যায়, ওরা সব ডেকে যায়
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১
গেন্দু মিয়া বলেছেন: "ওরা ডেকে যায়, ওরা সব ডেকে যায়"

ডাক শুনে আনমনা হয়ে যেতে ইচ্ছে করে।
ভালো লিখেছেন।