![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে প্রাকৃতিক দূর্যোগে-মহামারিতে কিংবা যুদ্ধে যত মানুষ মারা যায়; তারচেয়ে বেশি মানুষ মারা যায় প্রেমে-অপ্রেমে নামক এক জীবন যুদ্ধে
সন্ধানে...
মহিদুল
বহুদিন খুঁজিনা;
তুমি আমাকে আর আমি তোমাকে।
ডায়েরীর পাতারা কুঁকড়ে গেছে;
দিনালিপির হালনাগাদ হয়না বহুদিন,
পৃষ্ঠাজুড়ে ক্রমিক সংখ্যারা লেপ্টে থাকে; হেলায়,
পৃষ্ঠায় দিনপুঞ্জী, জীবন থেকে বহু দিন হারায়।
বহুদিন ভেজাই না দুটি চোখ;
তুমি তোমার কিংবা আমি আমার।
কোন কোন গোধূলীতে ছাঁয়ারা স্মৃতির মলাট ফেলে ডাকে;
মাঝ রাত্রিরে স্মৃতিরা কাঁদে; ব্যথায়,
স্মৃতিরবাক্স ধরা খায়।
©somewhere in net ltd.