![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে প্রাকৃতিক দূর্যোগে-মহামারিতে কিংবা যুদ্ধে যত মানুষ মারা যায়; তারচেয়ে বেশি মানুষ মারা যায় প্রেমে-অপ্রেমে নামক এক জীবন যুদ্ধে
শুক্রবারে শুকতারার জ্বলজ্বলে তারাটি খসে পড়ার পর মহূর্তে এসেছিলাম,
'তাঁর'ও কিছু ঘটে যেতে পারতো,
কিন্তু সে স্নিগ্ধ সকালের ছোঁয়ায়;
আমার লালচে চামড়ায়. তাঁর রক্তে-
আমি স্বাভাবিক ছিলাম, তাঁর শান্ত আশ্রয়ে,
আমি ক্রন্দিত
সেও উৎকন্ঠিত,
সেই আমার আশ্রয়,
তাঁর প্রাণ ছিল আমাতে
সর্বদাই থাকে,
ধরিত্রীতে আমার দৃষ্টি
আমার ক্রন্দণ,
তার ব্যথা,স্বস্তি
সত্যি অবিশ্বাস্য
কিন্তু তাঁর স্নেহ,
তাঁর জোঠরের মত
চিরকাল ব্যাপী
যা দেখিয়েছিল সে স্নিগ্ধ ধরিত্রীতে
ইতিউতি খুঁজি অচেনায়-
কিন্তু সে ক্রন্দন
সে লালচে চামড়া;
সে রক্ত
ভুলব না
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৫
ডট কম ০০৯ বলেছেন: লেখার মাঝে আগুন পোড়া!!
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:০৩
মহিদুল বেস্ট বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৫
এম এ কাশেম বলেছেন: সুন্দর............।