![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে প্রাকৃতিক দূর্যোগে-মহামারিতে কিংবা যুদ্ধে যত মানুষ মারা যায়; তারচেয়ে বেশি মানুষ মারা যায় প্রেমে-অপ্রেমে নামক এক জীবন যুদ্ধে
আপনি কি একজন 'ডাক্তার'? অন্যদের চেয়ে কঠোর শ্রম, মেধা ও অর্থ দিয়ে পাশ করে দেশে সেবা দিচ্ছেন?
এজন্য অন্যদের থেকে নিজেরে আলাদা ভাবেন। তাই দামটা একটু বেশিই�
আপনি কি একজন 'পুলিশ' কিংবা 'প্রশাসন' বিভাগের অফিসার। মোটামুটি পড়াশোনা করে প্রতিযোগিতার দৌড়ে, শারীরিক যোগ্যতায় ফিট হয়ে দেশের সেবায় নিয়োজিত আছেন?
নিজেরে খুব আলাদা ভাবেন? তাই দামটা একটু বেশিই�
আপনি কি একজন 'শিক্ষক/প্রফেসর'? জেনে, বুঝে শিখে নানা কাঠখড় পুড়িয়ে, বিভিন্ন গন্ডি পেরিয়ে এ সম্মানের পেশায় নিজেরে প্রতিষ্ঠিত করেছেন?
অন্যদের থেকে নিজেরে আলাদা ভাবেন? তাই দামটা একটু বেশিই �
* বলা হয় 'জিনিস ভালো হলে দামটা একটু বেশিই'।
আপনি নিজেই নিজের দাম বাড়াতে পারেন না? যখন জনগণ আপনারে ভালোবেসে যতটুকু সম্মান কিংবা সম্মানী দিবে সেটাই আপনার প্রাপ্যতা।
✓ প্রত্যেকটি ব্যক্তি তার নিজস্ব পদমর্যাদায় নিজেরে নির্দোষ কিংবা ভালো ভাবেন । এভাবে আমরা প্রত্যেকেই নিজেরে সত্যি নির্দোষ প্রমানের দৌড়ে এগিয়ে। কেউ দোষ করেননি, খারাপ কাজ করেননি, ঘুষ খাননি, দূর্নীতি করেননি.. . ব্যস ভালো কথা। তবে দোষটা করলে কে শুনি? এতো ভালো কাজ করলেন কিন্তু দেশের এ হাল কেন? দেশটারে উন্নতির শিখরে উঠাতে পারেননি, নিজেরে নির্দোষ রেখে অন্যের দোষ খুঁজে বেরান অথচ দেশটার বারোটা বেজে থাকে হরদম।
হররোজ পদ মর্যাদাকে সম্মান করুন, পারিশ্রমিক আসবেই তবে এক্সটা আশা করবেন না এবং চেষ্টা করুন আপনার নিম্নের পদস্থ কর্মকর্তাদের যেন তারা নিঃকলুষ থাকে।
• থিঙ্ক! য়্যূ আর রেসপন্সিল অল অব য়্যূ'র ওয়ার্ক, য়্যূ আর গুইল্টী অল অব দীজ! ডু বেস্ট অব য়্যূ'রস! দেন দ্য কান্ট্রী'উইল সী সাইনীং ডেজ ফ্রম টুমোরোউ.. .
অফকমেন্ট: আপনি অনেক বিজ্ঞ, আপনার জন্য এহেন নির্দেশনা নয়; কারন আপনি জানেন আপনার গুরুভার কি?
।। বেস্ট ডুউটিজ।।
২| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:১২
লুবনা ইয়াসমিন বলেছেন: 'জিনিস ভালো হলে দামটা একটু বেশিই'
মানুষ কি জিনিস? মানুষ সৃষ্টির শ্রেষ্ট জীব। তারপড়েও মানুষ পশুর মতন আচরন করে যাচ্ছে। পশুকে ট্রেনিং দিয়ে মানুষদের সাথে চলার উপযোগী করে তোলা হচ্ছে আর মানুষ ট্রেনিং এর অভাবে অমানুষে রুপান্তরিত হচ্ছে।
লেখাটি আমার খুব পছন্দ হয়েছে তাই পছন্দের তালিকায় যুক্ত করলাম।
৩| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:১৭
মহিদুল বেস্ট বলেছেন: @িনজ+আম ভাই সেই জন্যেই এই হাল, এ কথা কেউ কানে তোলে না
৪| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:১৯
মহিদুল বেস্ট বলেছেন: @লুবনা ইয়াসমিন প্রীত হলাম! সশ্রদ্ধা! আপনিও যতার্থই ধরেছেন
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:০৬
নিজাম বলেছেন: ভাল লেখা। ধন্যবাদ। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী!!!