| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহিউদ্দিন হায়দার
শব্দে আমার আশ্রয়, লেখায় আমার মুক্তি। এখানে আমি লিখি, ভেবে দেখি, আর খুঁজি মানুষের মনের গল্প।

মজার বিষয়—
আজকের মৌলবাদীরা রোকেয়া বেগমকে মুরতাদ ঘোষণা করে বুক ফুলিয়ে হাঁটে, অথচ নিজেদের অস্তিত্ব টিকেই আছে যাদের ঘৃণা করে— সেই “কাফেরদের” বিজ্ঞান আর প্রযুক্তিতে। ইতিহাস পড়লে এদের বুকফুলা হাওয়া বের হয়ে যায়।
৬৮৩ সালে মুসলমানরাই কাবাঘর ধ্বংস করেছিল। মেরামত করেছে কারা?অমুসলিম শ্রমিক, অমুসলিম ইঞ্জিনিয়ার।ফতোয়াবাজদের মুখ তখন কই ছিল?প্রথম মুদ্রিত কোরআন ছাপা হয়েছিল ইউরোপে, অমুসলিমদের প্রেসে।আজ যারা ছাপাখানা হারাম বলে চিৎকার করে বেড়ায়, তখন তারা কোন গুহায় ছিল?
যাদের এখন “মুসলিম সভ্যতার গৌরব” বলা হয়—ইবনে সিনা, ইবনে রুশদ, আল-জাহিজ—এদের প্রায় সবাইকে তাদের সময়ের মোল্লারা কাফের ঘোষণা করেছিল।ইতিহাসের অদ্ভুত কৌতুক:মৌলবাদ কখনো প্রতিভাকে চিনতে পারে না— শুধু ভয় পায়।
নোবেলজয়ী আব্দুস সালাম—পাকিস্তানের অন্ধ ধর্মান্ধরা তার কবর পর্যন্ত ভেঙে দিয়েছে।জ্ঞানীর সঙ্গে যুদ্ধ করতে পারে না বলে মরে যাওয়ার পরও প্রতিশোধ নেয়—এই হলো মৌলবাদী সাহস! এরা রোকেয়াকে কাফের বলবে— কিন্তু রোকেয়া যে যুগের অন্ধকার ভেদ করে নারীমুক্তির আলো জ্বালিয়েছেন,সেটা এদের ডিগ্রি-ঝোলানো গোঁড়ামি কোনদিন বুঝবেই না।
মৌলবাদ বিশ্বের একমাত্র জিনিস, যার উৎপাদনশীলতা শূন্য;আর ক্ষতির পরিমাণ অসীম।
বিমান কাফেরদের, ওষুধ কাফেরদের, মোবাইল কাফেরদের,জিপিএস কাফেরদের,চীনা পণ্যের ওপর নির্ভর করে এদের দিন চলে—কিন্তু অকৃতজ্ঞতার পরিমাণ এমন যেযেদিকে তাকাও— শুধু কাফের-কাফের চিৎকার।
সত্যটা খুব সহজ—মৌলবাদীরা কাফের ছাড়া চলতে পারবে না, কিন্তু কাফেররা মৌলবাদ ছাড়া খুব ভালোই চলে।
রোকেয়া নিজেই এক বিশ্ববিদ্যালয়;তার সমালোচকরা—
ইতিহাস বলছে—একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ব্যাকবেঞ্চারও না।
মৌলবাদী গোঁড়ামিতে যে-বাগান বাংলাদেশে ফুটেছে,
তাতে “কাফের” হওয়াই সম্মান—আর “গোঁড়া” হওয়াই লজ্জা।
২|
১২ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১২
সৈয়দ কুতুব বলেছেন: আজকের কাগুরা কেন শুধু ? কলকাতার কাগুরা বেগম রোকেয়ার কবর হতে দেয়নি তৎকালীন সময়ে। ইউনাইটেড বাই আইডিওলজী, ডিভাইডেড বাই নেশন ! ![]()
এখন নতুন যুক্তি সামনে এনেছে ফয়জুন্নেছা নাকি নারী জাগরণের অগ্রদূত। এদিকে উনার ছবিতেও কালিমেখে দিয়েছে কাগুরা। বাই দা ওয়ে যার ছবি দিয়েছেন তিনি কিন্তু আওয়ামী পন্থী শিক্ষক। কাগুদের মধ্যে স্লিপার সেল ঢুকিয়ে দিয়েছে কিনা কে জানে।
৩|
১২ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মৌলবাদ বিশ্বের একমাত্র জিনিস, যার উৎপাদনশীলতা শূন্য;আর ক্ষতির পরিমাণ অসীম।
..........................................................................................................................
সামাজিক ব্যবসা ০০০ এর সাথে মিল আছে কী ?
৪|
১২ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:১৯
এ পথের পথিক বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: বাই দা ওয়ে যার ছবি দিয়েছেন তিনি কিন্তু আওয়ামী পন্থী শিক্ষক। কাগুদের মধ্যে স্লিপার সেল ঢুকিয়ে দিয়েছে কিনা কে জানে।
আপনার এই দাবির পক্ষে কোন প্রমান আছে ?
৫|
১২ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৩৮
এ পথের পথিক বলেছেন: আপনি বলেছেনঃ সেই “কাফেরদের” বিজ্ঞান আর প্রযুক্তিতে। ইতিহাস পড়লে এদের বুকফুলা হাওয়া বের হয়ে যায়।
বিজ্ঞান আর প্রযুক্তি বলতে আপনি কি বুঝেন ? এসব কি কাফিরদের নিজস্ব সম্পদ ? প্রমান দেখান বিজ্ঞান আর প্রযুক্তি কাফিরদের, শুধু তাদের অবদান এখানে ।
আপনি ইতিহাসে কি পেয়েছেন ? যা পেয়ে বুঝে গেছেন বুকফুলা হাওয়া বের হয়ে যাচ্ছে ।
আপনি কি বিজ্ঞান আর প্রযুক্তির ইতিহাস জানেন ?
আবার বলেছেনঃ ৬৮৩ সালে মুসলমানরাই কাবাঘর ধ্বংস করেছিল। মেরামত করেছে কারা?অমুসলিম শ্রমিক, অমুসলিম ইঞ্জিনিয়ার।ফতোয়াবাজদের মুখ তখন কই ছিল?প্রথম মুদ্রিত কোরআন ছাপা হয়েছিল ইউরোপে, অমুসলিমদের প্রেসে।আজ যারা ছাপাখানা হারাম বলে চিৎকার করে বেড়ায়, তখন তারা কোন গুহায় ছিল?
কাবা ঘর বা কোন মসজিদ, মাদ্রাসা অমুসলিম রা মেরামত করলে সমস্যা কোথায় ? ইসলামে কি আদৌ এমন কিছু বলা যে অমুসলিমরা এসব কাজে অংশগ্রহন করতে পারবে না । কোথায় থেকে হুদাই কি বললেন । কথা হচ্ছে রোকেয়াকে নিয়ে এর মধ্যে আবার কাবাঘর মেরামত দিয়ে কি বুঝাইলেন কিছুই বুঝা গেল না ।
কুরআন মুদ্রিত, ছাপা ইউরোপে, অমুসলিমদের প্রেসে হলে সমস্যা কোথায় ? কুরআন এবং হাদিসে কি বলা আছে তাদের প্রেসে ছাপানো যাবে না ? কারা ছাপাখানা হারাম বলে চিৎকার করে বেড়াচ্ছে ? আপনি কি ইসলামের মুলনীতি বুঝেন ? কোন ব্যক্তির কথা বা ফতোয়া কখন গ্রহনযোগ্য হয় তা কি জানেন ?
এর ভেতরে গুহার কি সম্পর্ক বুঝলাম না ।
উক্ত ব্যক্তিগনকে আকিদাগত বিষয়ের কারনে কাফির ফতোয়া দিয়েছেন, আর কেউ কাফির ফতোয়া দিলে যে কাফির হয়ে যায় এমন না ।
আবার বলেছেনঃ এরা রোকেয়াকে কাফের বলবে— কিন্তু রোকেয়া যে যুগের অন্ধকার ভেদ করে নারীমুক্তির আলো জ্বালিয়েছেন,সেটা এদের ডিগ্রি-ঝোলানো গোঁড়ামি কোনদিন বুঝবেই না।
রোকেয়াকে বলার সাথে অন্ধকার ভেদ করে নারীমুক্তির আলো জ্বালানো, ডিগ্রির কি সম্পর্ক বুঝলাম না । কার সাথে কি মেলাচ্ছেন ?
কেউ রোকেয়াকে কাফির বললে রোকেয়ার জ্বালানো আলো কি নিভে যাচ্ছে ? নাকি আপনারা রোকেয়াকে নবীর আসনে বসিয়েছেন ?
আর আপনি কি মুসলিম ?
৬|
১২ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৪৩
সৈয়দ কুতুব বলেছেন: এ পথের পথিক @ আপনার জন্য ছবি রেডি করেছি। তয় প্রমাণ খুব দুর্বল।

বেগম রোকেয়া কাফির কুরআন হাদিসের আলোকে আমাদের আলোকিত করেন প্লিজ! মাস্টার সাব কিন্তু পোস্ট ডিলেট দিছে কারণ তিনি কোনো মওলানা না। আপনি কি মওলানা? ![]()
৭|
১২ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: এরকম কঠিন ইস্যুতে আপনার লেখাটি প্রাইমারী লেভেলের হয়েছে।
৮|
১২ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:১১
এ পথের পথিক বলেছেন: কুতুব সাহেব জ্ঞান গরিমা কি বিকিয়ে দিয়েছেন ? কোথায় থেকে কি একটা ফটোকার্ড নিয়ে এসে দাবি করছেন আওয়ামী পন্থী । অন্তত আপনাকে ভেবেছিলাম স্মার্ট অনলাইন ব্যবহার কারী ।
আমার কয়েক হাজার বা মিলিয়নের একটা পেজ আছে আমি ফটোকার্ড বানিয়ে হুদাই একটা বিষয় প্রচার করলাম তা কি সত্য হয়ে যাবে ? সামান্য এই পার্থক্য ধরার যদি জ্ঞান না থাকে তাহলে তো মুশকিল ।
আমি দাবি করছি না তিনি আওয়ামি পন্থি বা এটাও দাবি করছি না তিনি আওয়ামী পন্থি না । আপনি দাবি করেছেন দাবির পক্ষে শক্ত প্রমান লাগবে ।
স্যারের সাথে অনেক আগে আমার দেখা হত, অনেক দিন হয়ে গেল দেখা হয় । প্রমান দেন যদি ভবিষ্যতে কোন দিন দেখা হয় আপনার দেয়া প্রমান আমি তার সামনে তুলে ধরব ।
৯|
১২ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:২০
সৈয়দ কুতুব বলেছেন: এ পথের পথিক @ আমি আগেই স্বীকার করেছি পরমান দূর্বল।
। উনার এসব ব্যক্তিগত মন্তব্য নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। উনার বেকগ্রাউন্ড কি সেটা নিয়েও আমার মাথাব্যথা নেই; ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:০৮
আলামিন১০৪ বলেছেন: কেউ নিজেকে অবিশ্বাসী ঘোষণা করলে তাকে মুমনি বললে ফায়দা কী, জনাব? তিনি বোধ হয় কিছু প্রমাণ দিয়েছেন তো সে ব্যাপারে কিছু বলুন, যুক্তি খন্ডান, ধান ভানতে এসে শিবের গীত গান কেন?
কোরআন মানা আর রাসুল(সঃ) এর কথা বিশ্বাস যদি মৌলবা্দ হয় তবে সকল মুসলিম মৌলবাদী, আপনি ঠিক কাকে মৌলবাদ বলছেন একটু যদি খোলাসা করেন...
আর বিজ্ঞান নিয়ে বুলি কপচাচ্ছেন যে, কোরআন কি আপনাকে গবেষণা করতে নিষেধ করেছে? মুসলিম শাসকরা হারেম আর ভোগ-বিলাসিতায় যেদিন থেকে নিমজ্জিত সেদিন থেকে এ জাতির দূরবস্থা শুরু...