নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"জীবন শেখায়, আমি লিখে রাখি। গল্প অনুভূতি আর অভিজ্ঞতার মিশেলে এটাই আমার ছোট্ট জগৎ\" গতানুগতিক সাধারণ মানুষ

মহিউদ্দিন হায়দার

শব্দে আমার আশ্রয়, লেখায় আমার মুক্তি। এখানে আমি লিখি, ভেবে দেখি, আর খুঁজি মানুষের মনের গল্প।

মহিউদ্দিন হায়দার › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক বিপ্লবে সেভেন সিস্টার্স দখল—গুগল ম্যাপ আপডেট বাকি

১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৩০




কিছু তথাকথিত “বাংলাদেশি বিপ্লবী” নাকি ঘোষণা দিয়েছে—ভারতের সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করে ফেলবে! সহযোগী হিসেবে থাকবে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী আর পাকিস্তানি স্বপ্ন।শুনে মনে হয়—ট্যাংক আসবে ইনবক্সে। ড্রোন নামবে লাইভ কমেন্টে। আর যুদ্ধ চলবে স্ট্যাটাস আপডেটে রাষ্ট্র কি এভাবেই চলে? নাকি এগুলো কেবল ইউটিউব বিপ্লবী সিলেবাসের নতুন অধ্যায়?

ভারত যদি পাল্টা আঘাত করে—বাংলাদেশ কী করবে? ফেসবুক ফ্রেম বদলাবেপ্রোফাইল পিকচারে আগুন লাগাবেলাইভে বলবে—“ভাইরা ভয় নাই”ইতিহাস একটু খুলে দেখলেই বোঝা যেত—কারগিল, উরি, পুলওয়ামা—
১৯৭১-এর পর ইতিহাস বলে—ভারত দক্ষিণ এশিয়ায় সামরিক প্রতিক্রিয়ায় কখনো দ্বিধা করেনি, যদি তার ভূখণ্ড বা কৌশলগত করিডোর হুমকির মুখে পড়ে।
কারগিল (১৯৯৯) প্রমাণ করেছে, পারমাণবিক প্রতিবেশী হলেও ভারত সরাসরি ও পরিকল্পিত সামরিক জবাব দিতে জানে।
উরি ও পুলওয়ামার পর সার্জিক্যাল স্ট্রাইক দেখিয়েছে, ভারত এখন কেবল প্রতিরক্ষায় সীমাবদ্ধ নয়।
বাংলাদেশের সংবিধান বলে—
সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়”এগুলো কোনো ফেসবুক ফ্যানপেজের নাম নয়,এগুলো ভারতীয় রাষ্ট্রের ঠান্ডা মাথার জবাব দেওয়ার রেকর্ড।
আর বাংলাদেশ?
আমাদের সেনাবাহিনী আছে দেশ রক্ষার জন্য,
কারো হয়ে আত্মঘাতী রোমান্টিকতা খেলতে নয়।
সংবিধান বলে—সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়
কিন্তু এই বিপ্লবীরা বলে—চলো, অন্যের আগুনে নিজের ঘর পুড়াই!
সবচেয়ে মজার ব্যাপার কী জানেন?যারা যুদ্ধ ডাকছে—তাদের কেউ ফ্রন্টলাইনে যাবে না।যাবে সাধারণ মানুষ, যাবে সীমান্তের গ্রাম,যাবে বাংলাদেশের ভবিষ্যৎ। এই তথাকথিত বিপ্লবীর,দেশপ্রেমের নামে দেশটাকে বাজি ধরতে চায়,নিজেরা থাকবে নিরাপদ ওয়াইফাই জোনে।

বাংলাদেশ কোনো প্রক্সি যুদ্ধের প্লে-গ্রাউন্ড নয়।সেভেন সিস্টার্স কোনো কার্টুন ম্যাপ নয়।আর রাষ্ট্র কোনো মিম পেইজ না।

এই উন্মাদনা রাষ্ট্রবিরোধী,এই হুংকার অপরাধমূলক,
এই বক্তব্যের নাম দেশপ্রেম নয়—এর নাম বোকামির লাইভ সম্প্রচার।

দেশপ্রেম মানে যুদ্ধ ডাক নয়—দেশপ্রেম মানে দেশকে বাঁচিয়ে রাখা।
দেশ বাঁচাতে চাইলে মুখে আগুন না, মাথায় বুদ্ধি লাগান।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: খুচরো পলিটিক্স । এগুলো নিয়ে লেখার কিছুই নেই ।

২| ১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:১২

ঊণকৌটী বলেছেন: ভারত এখনও পর্যন্ত যথেষ্ট ধৈর্য দেখাচ্ছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.