নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"জীবন শেখায়, আমি লিখে রাখি। গল্প অনুভূতি আর অভিজ্ঞতার মিশেলে এটাই আমার ছোট্ট জগৎ\" গতানুগতিক সাধারণ মানুষ

মহিউদ্দিন হায়দার

শব্দে আমার আশ্রয়, লেখায় আমার মুক্তি। এখানে আমি লিখি, ভেবে দেখি, আর খুঁজি মানুষের মনের গল্প।

মহিউদ্দিন হায়দার › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক বিপ্লবে সেভেন সিস্টার্স দখল—গুগল ম্যাপ আপডেট বাকি

১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৩০




কিছু তথাকথিত “বাংলাদেশি বিপ্লবী” নাকি ঘোষণা দিয়েছে—ভারতের সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করে ফেলবে! সহযোগী হিসেবে থাকবে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী আর পাকিস্তানি স্বপ্ন।শুনে মনে হয়—ট্যাংক আসবে ইনবক্সে। ড্রোন নামবে লাইভ কমেন্টে। আর যুদ্ধ চলবে স্ট্যাটাস আপডেটে রাষ্ট্র কি এভাবেই চলে? নাকি এগুলো কেবল ইউটিউব বিপ্লবী সিলেবাসের নতুন অধ্যায়?

ভারত যদি পাল্টা আঘাত করে—বাংলাদেশ কী করবে? ফেসবুক ফ্রেম বদলাবেপ্রোফাইল পিকচারে আগুন লাগাবেলাইভে বলবে—“ভাইরা ভয় নাই”ইতিহাস একটু খুলে দেখলেই বোঝা যেত—কারগিল, উরি, পুলওয়ামা—
১৯৭১-এর পর ইতিহাস বলে—ভারত দক্ষিণ এশিয়ায় সামরিক প্রতিক্রিয়ায় কখনো দ্বিধা করেনি, যদি তার ভূখণ্ড বা কৌশলগত করিডোর হুমকির মুখে পড়ে।
কারগিল (১৯৯৯) প্রমাণ করেছে, পারমাণবিক প্রতিবেশী হলেও ভারত সরাসরি ও পরিকল্পিত সামরিক জবাব দিতে জানে।
উরি ও পুলওয়ামার পর সার্জিক্যাল স্ট্রাইক দেখিয়েছে, ভারত এখন কেবল প্রতিরক্ষায় সীমাবদ্ধ নয়।
বাংলাদেশের সংবিধান বলে—
সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়”এগুলো কোনো ফেসবুক ফ্যানপেজের নাম নয়,এগুলো ভারতীয় রাষ্ট্রের ঠান্ডা মাথার জবাব দেওয়ার রেকর্ড।
আর বাংলাদেশ?
আমাদের সেনাবাহিনী আছে দেশ রক্ষার জন্য,
কারো হয়ে আত্মঘাতী রোমান্টিকতা খেলতে নয়।
সংবিধান বলে—সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়
কিন্তু এই বিপ্লবীরা বলে—চলো, অন্যের আগুনে নিজের ঘর পুড়াই!
সবচেয়ে মজার ব্যাপার কী জানেন?যারা যুদ্ধ ডাকছে—তাদের কেউ ফ্রন্টলাইনে যাবে না।যাবে সাধারণ মানুষ, যাবে সীমান্তের গ্রাম,যাবে বাংলাদেশের ভবিষ্যৎ। এই তথাকথিত বিপ্লবীর,দেশপ্রেমের নামে দেশটাকে বাজি ধরতে চায়,নিজেরা থাকবে নিরাপদ ওয়াইফাই জোনে।

বাংলাদেশ কোনো প্রক্সি যুদ্ধের প্লে-গ্রাউন্ড নয়।সেভেন সিস্টার্স কোনো কার্টুন ম্যাপ নয়।আর রাষ্ট্র কোনো মিম পেইজ না।

এই উন্মাদনা রাষ্ট্রবিরোধী,এই হুংকার অপরাধমূলক,
এই বক্তব্যের নাম দেশপ্রেম নয়—এর নাম বোকামির লাইভ সম্প্রচার।

দেশপ্রেম মানে যুদ্ধ ডাক নয়—দেশপ্রেম মানে দেশকে বাঁচিয়ে রাখা।
দেশ বাঁচাতে চাইলে মুখে আগুন না, মাথায় বুদ্ধি লাগান।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: খুচরো পলিটিক্স । এগুলো নিয়ে লেখার কিছুই নেই ।

২| ১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:১২

ঊণকৌটী বলেছেন: ভারত এখনও পর্যন্ত যথেষ্ট ধৈর্য দেখাচ্ছে

৩| ১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৫৭

মাথা পাগলা বলেছেন: কালকে শুনলাম সাদা-কালা পাডারা ভারতীয় দূতাবাস বন্ধ করে দিবে। বন্ধ করতে পেরেছে কি?

৪| ১৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৫০

ক্লোন রাফা বলেছেন: ভারত বিরোধিতা কখনোই খুচরো পলিটিক্স না / জনাব সৈ. কুতুব।৭১ সাল থেকেই জামাত সহ সকল মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি এই কার্ড খেলছে। বিএনপিও এই অপরাজনীতি করেই নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রেখেছে।এখন ক্ষমতায় যাওয়ার জন্য ভারত প্রেমী সাজছে!
আওয়ামীলীগের সাথে লড়াই করে যখন সুবিধা করতে পারে না। তখনই এই নোংরা রাজনীতি শুরু করে। কালা পাঠা,পুরোপুরি জামাতের প্রোডাক্ট।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ২:৪৬

হাসান কালবৈশাখী বলেছেন:
শাউয়াহাদি’কে গুলি না করলে খালেদা তারেক শীর্ষ নিউজে থাকতো। তাই এক টোকাইকে দিয়ে হাদিকে গুলি করিয়ে খালেদা তারেককে নিউজের পেছনে ফেলে দেওয়া হলো।
এ ঘটনার পর খালেদা তারেক বাদ, আগত জুবাইদা রহমানের খবরও হারিয়ে গেল। অথচ জুবাইদা রহমান- বিমানবন্দরে নামার পর কখন ওয়াসরুমে গেলেন, কখন বাথরুমে গেলেন সকল খবর মিনিটে মিনিটে প্রকাশ করেছিল দেশের নিউজ হাউজগুলো।
যে মূহুর্তে হাদি’কে তারা গুলি করালো তখনি হারিয়ে গেল খালেদা-তারেক জুবাইদা রহমান তথা বিএনপি।
বেগতক বুঝতে পেরেচন বলে মনে হয় না তাই মিন মিন করে বলছেন দেশে ফিরবেন। যদিও সেদিন ঢাকায় ফিরার কোন টিকেট আছে কি নাই কেউ জানে না। নাই এমনকি আজকের দিন পর্যন্ত তিনি ট্রাভেল পাস নেইয়ার আবেদন করেন নি।
মিডিয়া থেকে আউট তারেইক্কা। এখন চলছে দুতাবাস দখল সেভেন সিস্টার্স দখল। চলবে সবগুলারে আউট কইরা ৪% ভোটের জামাতিদের ক্ষমতায় নেয়া না পর্যন্ত।

৬| ১৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ২:৫৫

মাথা পাগলা বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: খুচরো পলিটিক্স । এগুলো নিয়ে লেখার কিছুই নেই ।

আসলেই, সব দোষ হাসিনার!

‘বিপন্ন নিরাপত্তা’! দুপুর থেকে ঢাকার ভারতীয় ভিসাকেন্দ্র বন্ধ করল দিল্লি, তার আগেই তলব করা হয় বাংলাদেশি রাষ্ট্রদূতকে

৭| ১৮ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:৪৬

হাইজেনবার্গ ০৬ বলেছেন: ইউনুস সরকারের উচিৎ ইন্ডিয়ান হাউ কমিশনরে আগে লাত্থি দিয়া বের করা দেয়া, পরে যা হয় দেখা যাবে।এই আচোদা দেশের ডিপ্লোম্যাট রাইখা লাভের চেয়ে দেশের ক্ষতি বেশি। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ইন্ডিয়া আমাদের হেল্প করছে, তাই আমাদের উচিত অন্য কেও স্বাধীনতা চাইলে তাকে সাহায্য করা। বিচি ছাড়ারাই ভরতরে সমীহ করে পোস্টায় আর কমেন্ট করে।

৮| ১৮ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:৪৯

মাথা পাগলা বলেছেন: নিজেগো নাই কোন মেরুদন্ড, দেশ চলে বিদেশে কাজ করা কামলাগো টাকায় - এরা করবে অন্য দেশ দখল। আর দেশ অস্থিতিশীল করার প্রতিবাদ করলে কইবো বিচি নাই। সেভেন সিস্টার্স ভাইংগা দেবার উদ্দেশ্য রিকশা করে রওনা দিয়া যারা রামপুরা ব্রিজে থাইমা যায় তাগো কি বিচি আছে নাকি ঐটাও নাই। নিজেরাও জানে কিছু করতে পারবো না, জাস্ট নিজেদের শা*য়া গরম রাখার জন্য সস্তা স্টানবাজি ! নিজেগো শা*উয়া গরম রাখতে গিয়া এমন কাম কইরেন না যাতে পরে ভারতের *ন চুষা ছাড়া পরে আর কোনো রাস্তা খোলা না থাকে।

৯| ১৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:৫৬

হাইজেনবার্গ ০৬ বলেছেন: দেশের মানুষ দেশ অস্থিতিশীল করে আর ভরত বাংলাদেশে শান্তি বজায়া রাখে, তাই না? তেরে পাছ স্পাইন ভি নেহি হ্যায়, তু কায়ের হে সালে।

১০| ১৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৪১

মাথা পাগলা বলেছেন: সকালের নাশতা খাবে ভারতের ডিম দিয়ে, দুপুরে ভাত খাবে তাদের চাল দিয়ে। তারপর বলবে দিল্লী না ঢাকা! ভারতের সাথে শেখ হাসিনার করে যাওয়া একটা গোপন চুক্তি বের করে দেখাইতে পারলো না, স্বরাষ্ট্র সচিব বলে চুক্তিতে কোন সমস্যা নাই। ২৬ লাখ ভারতীয় চাকরিজীবি দেখাইতে পারলো না। আর ভারত সব সময় বাংলাদেশ অস্থিতিশীল করে রাখে, ইহা তো প্রাচীনতম বয়ান।

১১| ১৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৪৯

রাসেল বলেছেন: বাহ্যিকভাবে ভারত বিরোধিতাসুলভ অতি উত্তেজনাকর মন্তব্য। এ কারণেই সন্দেহ জাগে, ভিতরে আতাত হইতেছে কিনা। নিজের স্বার্থ রক্ষা করে প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখা উচিত, তবে চোর বাটপারেরা ব্যক্তি স্বার্থ দেখবে।

১২| ১৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৫৩

আলামিন১০৪ বলেছেন: সেভেন সিস্টারে কি আছে যে দখল করতে হবে? সব তো শুয়োর খেকো....তার চেয়ে ওদের ভারত মাতা থেকে আলাদা করা গেলে সব চেয়ে ভালো...

১৩| ১৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই উন্মাদনা রাষ্ট্রবিরোধী,এই হুংকার অপরাধমূলক,
..............................................................................
গাধারা পানি খায় ঘোলা করে,

১৪| ১৮ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১২

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারতের সাথে গায়ে পড়ে ঝগড়া করা বেদরকারী কাজ। শেখ হাসিনা দেশে আসলে তাঁর সাথে বুঝা পড়া করলেই চলবে। নির্বাসন দন্ডও একটি দন্ড। তারেকি জিয়া এটি সতর বছর ভোগ করেছেন। প্রত্যাশার মাপ নীচু রাখলে হতাশার কষ্ট কম হয়।

১৫| ১৮ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: ভারত আমাদের বন্ধু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.