![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ হয়ে থাকতে চাই, এপৃথিবীকে ভবিষ্যতের মানুষের জন্য আরো উপযুক্ত করে রেখে যেতে চাই, যেখানে মানুষ মানুষের জন্য হবে। এবং তার স্রষ্টাকে ভালোবাসবে।
কোথাও আজ যেন শান্তি নেই, শুনি কেবল রক্তাক্ত আর্তনাদ,
বৃদ্ধপিতা-শ্রান্ত ভ্রাতার মর্মভেদী বিলাপ।
কখনোবা আমার পুলিশ ভাইটি শ্রান্ত ক্লান্ত দেহে
শুয়ে অপেক্ষা করেছে মৃত্যুকামী জনরোষের!
যুদ্ধের আরেকটি দামামা কি উঠেছে বেজে, আরেকটি মুক্তিসংগ্রাম?
আরেকটি রক্তাক্ত মানচিত্রে এদেশ
স্নাত হবে বলে কি আমরা কি গভীর আগ্রহে প্রতীক্ষারত?
জনতা জাগো, রক্তের রুধির রোখো,
বলো খামোশ, আর রক্ত নয়, গুলি নয় আর,
আর নয় ক্রমাগত লাশের মিছিল।
এদেশ আমাদের সবার,
হিন্দু বৌদ্ধ খৃষ্টান মুসলিমের
আওয়ামী বিএনপি কিংবা আলেমের,
এদেশ আপামর জনতার।
শান্তিকামী মানুষ
চলো আজ নিশ্চিহ্ন করি সব অস্ত্র,
গড়ে তুলি শান্তিপূর্ণ প্রতিরোধ,
প্রহসন নয়, হানাহানি নয়,
দেশকে সত্যিকার ভালোবেসে
গাই কোন মহাজাগরণী মন্ত্র।
©somewhere in net ltd.