![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ হয়ে থাকতে চাই, এপৃথিবীকে ভবিষ্যতের মানুষের জন্য আরো উপযুক্ত করে রেখে যেতে চাই, যেখানে মানুষ মানুষের জন্য হবে। এবং তার স্রষ্টাকে ভালোবাসবে।
আজ এই স্বাধীনতার ৪২তম মাসে
এসো গর্জে বলি-- রক্ত নয়, কান্না নয় ত্রাসে
দেশ গড়ার শপথে আমাদের দৃঢ়কন্ঠ প্রত্যয়ে
আজ সমস্ত বেদনা ভুলে উচ্চকিত হয়ে বলি
এদেশ আমাদের সবার।
আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খৃষ্টান
আমরা আওয়ামী বামপন্থী বিএনপি ইসলামী
একই কাতারে দাঁড়াতে চাই,
এদেশের সব শিশু যুবক প্রৌঢ়
আবাল বৃদ্ধবণিতার মুখে সবাই
স্বস্তির হাসি ফোটাতে চাই।
আজ মহারিক্তের কান্না, দেশবাসীর সব আকুতি এক হোক,
যুদ্ধ নয়, দেশ গড়ো, এককন্ঠে গর্জে উঠুক,
ধ্বংস নয়, গুলি নয়, বোমা নয়, জিঘাংসা নয়
আজ কেন রক্তের হোলিখেলার উন্মাদনা বয়?
আজ শান্তিকামী কোটি মানুষের মুষ্ঠিবদ্ধ হাত
এক করে থামাও যেকোন অন্যায় প্রতিঘাত।
সংঘাত নয় শান্তি আনো, হিংসা নয় ত্রাস ভোল
বুলি নয়, দেশ গড়ো, এ জাতিকে টেনে তোল।।
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫
মুহসিন বলেছেন: কবে যে সেটা শেষ হবে!
২| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৭
শান্তা273 বলেছেন: আজ সমস্ত বেদনা ভুলে উচ্চকিত হয়ে বলি
এদেশ আমাদের সবার।
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৪
মুহসিন বলেছেন: সেটাই। ধন্যবাদ।
৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩২
বোকামন বলেছেন:
আজ শান্তিকামী কোটি মানুষের মুষ্ঠিবদ্ধ হাত
এক করে থামাও যেকোন অন্যায় প্রতিঘাত।
+++++++++++++
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৯
একজন আরমান বলেছেন:
আর ধ্বংস নয়, গুলি নয়।।