নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

This is my blog

মুহসিন

আমি মানুষ হয়ে থাকতে চাই, এপৃথিবীকে ভবিষ্যতের মানুষের জন্য আরো উপযুক্ত করে রেখে যেতে চাই, যেখানে মানুষ মানুষের জন্য হবে। এবং তার স্রষ্টাকে ভালোবাসবে।

মুহসিন › বিস্তারিত পোস্টঃ

ঈমানের হেফাজত, কোরআনের হেফাজত, দেশের হেফাজত, ইসলামের হেফাজত

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪০

হেফাজত সব ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় সম্পদের ক্ষেত্রেই হতে পারে। ঈমান অনেকটাই ব্যক্তিগত, তাই এর হেফাজতও ব্যক্তির। কোরআন শরীফ হেফাজতের জন্য আল্লাহতায়ালা নিজেই দায়িত্ব নিয়েছেন। দেশ হেফাজত করবেন সরকার। আর ইসলাম?

কেউ বলছেন এর দায়িত্ব প্রতিটি মুসলমানের, কেউ বলছেন আল্লাহতায়ালার।

আপনাদের কার কি মত?

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৮

আমার স্বপ্নগুলি বলেছেন: সব হেফাজত যদি আল্লাহ কোন মানুষদের ওসীলা না করে করতেন, তাহলে সাহাবীরা কি করেছিলেন? সাহাবীদের কোন দরকার ছিল?

নবীরাই বা কি করেছিলেন?

মহানবী কেন ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন? তার তো কিছু করার কথা না, কেননা আল্লাহ সরাসরিই তো জিহাদ করতেন!

বুদ্ধিহীন আবালে দেশটা আজ ভর্তি।

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৫

মুহসিন বলেছেন: ন্যায় ও সত্যপ্রতিষ্ঠার দায়িত্ব প্রতিটি ঈমানদারের সেটা ঠিক।

কিন্তু বেশ কিছু আলেম ওলামা যে বলছেন ইসলাম হেফাজতের দায়িত্ব আল্লাহতায়ালার! -- কোরআনের হেফাজত ও ইসলামের হেফাজত ওনারা একই মনে করছেন, রহস্যটা বুঝলামনা!

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৭

শোয়াইব আহেমদ বলেছেন:
মহানবী কেন ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন? তার তো কিছু করার কথা না, কেননা আল্লাহ সরাসরিই তো জিহাদ করতেন!

বুদ্ধিহীন আবালে দেশটা আজ ভর্তি।

পূর্ন সহমত!
আবালগুলারে উস্টা দেয়া হোক।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৫

ibnhasan বলেছেন: আল্লাহ তো রিজিকের মালিক, তারপরও আমারা কেন রিজিকের সন্ধান করি

৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৭

সাদা মনের মানুষ বলেছেন: ঈমানের হেফাজত, কোরআনের হেফাজত, দেশের হেফাজত, ইসলামের হেফাজত....সব যদি মৌ-লোভী রাই করে, তাহলে আমাদের তো শুধু বসে বসে আঙুল চুষতে হবে ।

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫০

মুহসিন বলেছেন: মৌ-নির্লোভদেরও করা উচিৎ। দেখা যাক, কে কি বলে!

৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৭

ibnhasan বলেছেন: ইসলামের হেফাজতকারী আল্লাহ্ এবং কয়েকটি জবাব

৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৮

মমবাতি বলেছেন: @সাদা মনের মানুষ এত দিন কোথায় ছিলেন ,আঙুল চুষতে চুষতে কিছুদিন পর আর আঙুল খুজে পাবেন না।

৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৮

0গাংচিল বলেছেন: শোয়াইব আহেমদ বলেছেন:
মহানবী কেন ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন? তার তো কিছু করার কথা না, কেননা আল্লাহ সরাসরিই তো জিহাদ করতেন!

বুদ্ধিহীন আবালে দেশটা আজ ভর্তি।

পূর্ন সহমত!
আবালগুলারে উস্টা দেয়া হোক।

৮| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। যে কেউ স্বাধীন মত প্রকাশ করতেই পারে, কিন্তু তা যেন না হয় অশালীন, কটূক্তিপূর্ণ বা আক্রমণাত্মক। সুস্থ ব্লগিং এর পরিবেশ গড়ে উঠুক, এই আমাদের প্রত্যাশা।

১০ ই মে, ২০১৩ ভোর ৬:২৭

মুহসিন বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.