![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ হয়ে থাকতে চাই, এপৃথিবীকে ভবিষ্যতের মানুষের জন্য আরো উপযুক্ত করে রেখে যেতে চাই, যেখানে মানুষ মানুষের জন্য হবে। এবং তার স্রষ্টাকে ভালোবাসবে।
এক পক্ষ বলছে অন্যপক্ষ প্রকারান্তরে যুদ্ধাপরাধীর সমর্থক। ওই পক্ষ বলছে অপরপক্ষ নাস্তিক ধর্মদ্রোহীদের পৃষ্ঠপোষক।
আবার নিজে একপক্ষ দাবী করছে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, আরেকপক্ষ দাবী করছে তারা ইসলামের পক্ষদল।
যদি আগামী ভোটে বিএনপি বিজয়ী হয়, তাহলে কি বলবো মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বিজয়ী হয়েছে, আর আওয়ামী লীগ যদি জয়ী হয় বলবো ইসলামের বিপক্ষদল জয়ী হয়েছে?
আমরা কবে বিপক্ষ মতকে শ্রদ্ধা করতে শিখবো?
সত্যি সেলুকাস!
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৩
মুহসিন বলেছেন: ভালো জিনিষ বের করেছেন তো! একসময় দেখতে হবে এই নিকটির কার্যকলাপ!
ধন্যবাদ।
২| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪১
সাইবার অভিযত্রী বলেছেন: দেশে যুদ্ধাপরাধী ও নাস্তিক কতজন ?
১৬ - ১৭ কোটি মানুষের দেশে যুদ্ধাপরাধী কতজন ?
১% ? ১৬ লাখ ? : মনে হয় না ।
.০১% ? ১৬ হাজার ? : হতে পারে ।
আল্লাহ ও তার রসুলকে অবমাননাকারী লোক দেশে কত জন?
১% ? ১৬ লাখ ? : মনে হয় না ।
.০১% ? ১৬ হাজার ? : হতে পারে ।
এই .০১ + .০১ = .০২% এর জন্য পরা জাতি আজ বিক্ষুব্ধ, বিব্রত, বিপর্যস্ত, পরষ্পর মুকোমুখি সংঘাতে লিপ্ত, কেন?
এদের উগ্র সমর্থক কতজন ?
১% + ১% = ২% ?
১৬ লাখ + ১৬ লাখ = ৩২ লাখ ?
এর বেশী কখনই না।
মাত্র এই কটা লোকের জন্য কেন এত সংঘাত হরতাল?
এদের কে আইন করে দেশ থেকে বের করে দেয়া যায় না ???
( যদি এদের বিচার করা এতই কঠিন হয়ে থাকে )
আল্লাহ ও তার রসুলকে অবমাননাকারীদের শাস্তি চাই, যুদ্ধাপরাধীদের শাস্তি চাই। শান্তিতে থাকতে চাই । দেশে বসবাসের সুস্হ পরিবেশ চাই।
Click This Link
৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪
পুংটা বলেছেন: এদেশে দুজন এক যায়গায় হলে তিনটি সংগঠন তৈরী হয়। প্রথমে দুজনে মিলে একটা বানায়। তারপর দুজন ভাগ হয়ে আলাদা আলাদ দুটি তৈরী করে আর আগেরটা মিলে হয় তিনটা। এবার বুঝেছেন?
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৪
মুহসিন বলেছেন: সেটাই। ধন্যবাদ মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৯
গেস্টাপো বলেছেন: কাহিনী সোজা
এক পক্ষ দেশের ১০০% লোকের মাঝে ৫% নাস্তিকের বিচার চায়
এবং আরেক পক্ষ দেশের ১০০% লোকের মাঝে ৫% রাজাকারের বিচার চায়
এই সিম্পল হিসাবটাকে যারা জটিল করতাছে তাদের জিব্বা তাদের পায়ুপথ দিয়ে ঢুকিয়ে দেওয়া দরকার
অফ টপিকঃএইটা কি আপনার নিক নাকি?
এইখানে ক্লিকান