![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ হয়ে থাকতে চাই, এপৃথিবীকে ভবিষ্যতের মানুষের জন্য আরো উপযুক্ত করে রেখে যেতে চাই, যেখানে মানুষ মানুষের জন্য হবে। এবং তার স্রষ্টাকে ভালোবাসবে।
আমার ধারণা দেশের অধিকাংশ মানুষ শান্তিপ্রিয়। আর অতি অল্পসংখ্যক মানুষ মার মার কাট কাট করে দেশকে ধ্বংসস্তূপে পরিণত করতে চায়।
অমুক ওই দলের, তাকে মারো, দেশছাড়া করো। তমুক ওই গোত্রের বা দলের, তাকে ফাঁসী দাও, বিচারের দরকার নেই। -- এই ধরণের মানসিকতা আমাদের এতদিনকার সম্প্রীতিমূলক সহাবস্থানকে কি ক্ষতিগ্রস্ত করছেনা?
কি হলো এই দেশটির? নির্বাচনের বছরটিতে যেন একে অপরের রক্তপান করার জন্য ক্রমাগত হিংস্র হয়ে উঠছে!!
তা হলে দেশের সিংহভাগ মানুষের অসহায় ভাবে পরিস্থিতির শিকার হওয়া ছাড়া কি গত্যন্তর নেই?
২| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪১
হ্যারিয়ার টু বলেছেন: ধর্মীয় দলগুলোর ভোট সম্মিলিতভাবে 4% মাত্র! গত পচিঁশ বছরের হিসেবে।
এদের কিছু অবস্য বিএনপি কে ভোট দিয়ে থাকে, এদের নিয়েও সর্বমোট 10% এর বেশী হবে না।
১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৮
মুহসিন বলেছেন: এবারের নির্বাচনটা মনে হয় অনেক কিছু হিসাব নিকাশের উত্তর দিবে।
৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৬
রোজিনা৪০ বলেছেন: রাজনৈতিক ব্যক্তি ছাড়া সবাই শান্তিপ্রিয়।
১৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৮
মুহসিন বলেছেন: তাই কি! অনেক সন্ত্রাসী আছে যাদের কোন স্থায়ী রাজনৈতিক পরিচয় নেই। তারা যখন যে দল ক্ষমতায় যায়, তাদের দলে যোগ দেয়।
এছাড়া আছে ডাকাত, ছিনতাইকারী, ভূমিদস্যু, জলদস্যু ইত্যাদি।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৯
অনেকের মধ্যে একজন বলেছেন: হুম ভাল বোলেছেন