নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

This is my blog

মুহসিন

আমি মানুষ হয়ে থাকতে চাই, এপৃথিবীকে ভবিষ্যতের মানুষের জন্য আরো উপযুক্ত করে রেখে যেতে চাই, যেখানে মানুষ মানুষের জন্য হবে। এবং তার স্রষ্টাকে ভালোবাসবে।

মুহসিন › বিস্তারিত পোস্টঃ

যদি দ্যাখে ফেলো

১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২১

তোমার আঁচলের ছোঁয়া পেতে দেখ

আমি কত কাছটিতে এসে বসেছি

তোমার নিঃশ্বাসের ফোঁস শব্দ পেতে

দেখ তোমার পাশটিতে কখন থেকে

আমি কানটি পেতে আছি।

তোমাতে আমাতে তবু কি

যোজন যোজন দূরত্ব তুমি

মেনে নিতে চাওনা, সেকি?



তোমার প্রশ্বাসে সিক্ত হতে

দেখ আমি চুপটি করে এসেছি

কাউকে বলোনা কখনো তুমি

দুজনে মিলে কত কেঁদেছি হেসেছি।



তোমার কাছটিতে চুপটি করে

ব্যাকুল আমি বসে আছি

তুমি তবু কেন চলে যেতে চাওনা

লোকে কি বলবে, ছি ছি!



আমার দিকে চেয়োনা, চেয়োনা চোখের পানে

যদি দ্যাখে ফেলো চোখ দুটো কত জ্বালাতন করে!



একি কাঁদো কেন, আমি কি করেছি ক্ষতি তোমার,

মুছে ফেল চোখ, আবারো শাণিত বাক্যবাণে

ক্ষত কর কোন অন্তর, তাকিওনা হৃদয়পাণে!



কি যন্ত্রণা তুমি কেন বসে আছো পাশে

উঠো চলে যাও খুঁজে নাও কোন

নিষ্ঠুর পাষাণ কারো আশে।।

কি জ্বালা বসে আছো কেন তুমি,

দৌড়ে যাও কারো কাছে

নতুন করে কোন প্রেমময় দিনে

ছলনা করো অন্য কারো পাছে।



আমার দিকে চেয়োনা, চেয়োনা চোখের পানে

যদি দ্যাখে ফেলো চোখ দুটো কত জ্বালাতন করে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.