নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

This is my blog

মুহসিন

আমি মানুষ হয়ে থাকতে চাই, এপৃথিবীকে ভবিষ্যতের মানুষের জন্য আরো উপযুক্ত করে রেখে যেতে চাই, যেখানে মানুষ মানুষের জন্য হবে। এবং তার স্রষ্টাকে ভালোবাসবে।

মুহসিন › বিস্তারিত পোস্টঃ

হুমায়ূন আহমেদের "দেয়াল" পড়লাম।

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৭

আজকে হুমায়ূন আহমেদের "দেয়াল" রচনাটি পড়লাম। অসাধারণ।



এবইটি পড়ে কয়েকজন মানুষের উপর আমার শ্রদ্ধা জন্মে গেলো। আপনাদের জন্মাবে কিনা জানিনাঃ



১। হুমায়ূন আহমেদ নিজে (নির্লিপ্ত ভঙ্গিতে নিরেট সত্যকে তুলে ধরার চেষ্ট করার জন্য)

২। কর্ণেল তাহের ও তার পরিবার (মুক্তিযুদ্ধ, সাহসিকতা ও মানবিকতার জন্য)

৩। আন্ধা হাফেজ (বাড়াবাড়িকে সহ্য না করতে পারার জন্য)

৪। মেজর খালেদ মোশাররফ (সাহসিকতা ও রক্তপাতহীনতার জন্য)

৫। তৎকালীন আইজি প্রিজন নুরুজ্জামান (তার তাৎক্ষণিক রিপোর্ট ও উৎকন্ঠিত যোগাযোগের জন্য)

৬। আদর্শলিপি প্রেসের উত্তরাধিকারী শফিক (যদিও জানিনা বাস্তবে উনি ছিলেন কিনা)

৭। আদর্শলিপি প্রেসের প্রাক্তন মালিক রাধানাথবাবু (ঐ)



তবে আমার কাছে মনে হয়েছে, মৃত্যুর আগে হুমায়ূন আহমেদ সবচেয়ে অসাধারণ এক সৃষ্টি জাতিকে উপহার দিয়ে গেলেন। এত সুন্দর গল্পময় ভঙ্গিতে উপস্থাপনা উনার বাকি গল্পগুলোতে এতখানি ব্যক্তিত্বময়, এত জীবন্ত হয়ে উঠতে আমি দেখিনি।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:২০

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ । অল্পকথায় মো্টামুটি একটা সুন্দর ধারণা দেয়ার জন্য।
প্রিয় মানুষকে রাব্বুল আলামিন জান্নাতবাসি করুন।

২| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৬

হোমারদা বলেছেন: কারো প্রতি শ্রদ্ধা হারাননি? আমি হারাইছি।

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৭

মুহসিন বলেছেন: শ্রদ্ধা হারিয়েছি কম্বলচোরদের প্রতি। যারা শুধু কম্বল চোর নয়, যুগে যুগে মানুষের স্বাধীনতার আস্বাদও চুরি করে চলেছে।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪২

প‌্যাপিলন বলেছেন: শেষের দিকে উপন্যাসের লেখাগুলো অতি তাড়াতাড়ি শেষ হয়েছে আর হুমায়ুনসুলভও হয়নি

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৮

মুহসিন বলেছেন: হয়তো এডিট হয়েছে, কে জানে।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৯

ইফতেখার5555 বলেছেন: এই দেয়াল হুমায়ুন আহমদের দেয়াল নয়......অনেক কাটাছেড়া হয়েছে .....।,

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৯

মুহসিন বলেছেন: হোক, যেটুকু বুঝা গেছে তাই যথেষ্ট। বুদ্ধিমান ব্যক্তিরা ইশারাতেই বুঝে ফেলবেন।

৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৮

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: ইফতেখার5555 বলেছেন: এই দেয়াল হুমায়ুন আহমদের দেয়াল নয়......অনেক কাটাছেড়া হয়েছে .....।,

হুম আর অনেক তারাহুরা করে শেষ হইছে শেষে -

৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৯

বাংলাদেশী দালাল বলেছেন:
"কাটাছেড়া" হতে পারে "ওভার রাইটিং" নয়।

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:২০

মুহসিন বলেছেন: হোক, যেটুকু বুঝা গেছে তাই যথেষ্ট। বুদ্ধিমান ব্যক্তিরা ইশারাতেই বুঝে ফেলবেন।

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২২

শিবল৩৭ বলেছেন: নীলক্ষেতের আদর্শলিপি প্রেস বলে বর্তমানে কিছু কি আছে ।কিউ জানলে জানান প্লীজ ।অবন্তী আর শফিকের কাহিনী শেস পর্যন্ত কি হল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.