নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

This is my blog

মুহসিন

আমি মানুষ হয়ে থাকতে চাই, এপৃথিবীকে ভবিষ্যতের মানুষের জন্য আরো উপযুক্ত করে রেখে যেতে চাই, যেখানে মানুষ মানুষের জন্য হবে। এবং তার স্রষ্টাকে ভালোবাসবে।

মুহসিন › বিস্তারিত পোস্টঃ

সংবাদ পরিবেশন- সরকারীদলমনা, বিরোধীদলমনা

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৫

আজকাল সংবাদ পড়লেই বুঝা যায়, কোন দলের হয়ে লিখছে। আগে সংবাদ ছিলো নির্মোহ, নিরপেক্ষ। আর আজকাল সাংবাদিক মানে অধিকাংশই কোন না কোন দলের দিকে হয়ে সংবাদ পরিবেশন করেন।



তার একটি নমুনাঃ



সরকারী দলের হয়েঃ হরতালে বিভিন্ন স্থানে মাঠে নেই নেতাকর্মীরা।

বিরোধী দলের হয়েঃ বিভিন্ন স্থানে স্বতঃস্ফূর্ত হরতাল পালিত।



সরকারী দলের হয়েঃ হরতালে বিভিন্ন স্থানে গাড়ী চলাচল ও অফিসে উপস্থিতি লক্ষণীয়।

বিরোধী দলের হয়েঃ হরতালে বিভিন্ন স্থানে গাড়ী চলাচল হয়নি এবং দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিলো।



সরকারী দলের হয়েঃ হরতালে বিভিন্ন স্থানে জনতার প্রতিরোধে পিকেটারদের অনুপস্থিতি লক্ষ্যণীয়।

বিরোধী দলের হয়েঃ বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ হরতাল পালিত।



সরকারী দলের হয়েঃ হরতালে বিভিন্ন স্থানে বিরোধীদলের তান্ডব।

বিরোধী দলের হয়েঃ বিভিন্ন স্থানে বিরোধী নেতাকর্মীর সক্রিয় অংশগ্রহণে সফল হরতাল পালিত।



সরকারী দলের হয়েঃ বিরোধীদলের তান্ডব দমন করলো পুলিশ ও জনতা।

বিরোধী দলের হয়েঃ বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচীকে পন্ড করলো সরকারের পেটোয়া পুলিশ ও সন্ত্রাসীরা।



সরকারী দলের হয়েঃ পুলিশ ও সরকার সন্ত্রাস দমন করেছে।

বিরোধী দলের হয়েঃ পুলিশ ও সরকার গণহত্যা করেছে।



সরকারী দলের হয়েঃ বিরোধীদলের সহিংসতায় .. জনের মৃত্যু।।

বিরোধী দলের হয়েঃ সরকারীদল /পুলিশের সহিংসতায় .. জনের মৃত্যু।।



সরকারী দলের হয়েঃ বিরোধী দলীয় সন্ত্রাসীরা আগুন দিয়েছে, ভাঙচুর করেছে।

বিরোধী দলের হয়েঃ জনতা ক্ষিপ্ত হয়ে আগুন দিয়েছে, ভাঙচুর করেছে।



ইত্যাদি ইত্যাদি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.