নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

This is my blog

মুহসিন

আমি মানুষ হয়ে থাকতে চাই, এপৃথিবীকে ভবিষ্যতের মানুষের জন্য আরো উপযুক্ত করে রেখে যেতে চাই, যেখানে মানুষ মানুষের জন্য হবে। এবং তার স্রষ্টাকে ভালোবাসবে।

মুহসিন › বিস্তারিত পোস্টঃ

ভূমিকম্প হলে

২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৯

আমার ধারণা, মোটামুটি ছোট মাত্রার একটা ভূমিকম্প হলেও সাভার-আশুলিয়া বা দেশের অনেকস্থানেরই তাড়াহুড়া করে স্বল্পব্যয়ে করা গার্মেন্টস ভবন গুলো একের পর এক ধ্বসে পড়বে!



আমাদের আরো সতর্ক হতে হবে আরো।

অস্ততঃ আরেকটি এধরণের দুর্ঘটনা ঘটার আগেই!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

টি-ভাইরাস বলেছেন: এখন যদি দেশে বন্যা হয় তাহলে মগা কইবো যে মৌলবাদী/জামাত/শিবির/বিরোধী দল মুইত্তা দিছে হের জন্যে এই অবস্থা

২| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

হাবিব০৪২০০২ বলেছেন: আজকে সিচুয়ানের এক চৈনিক আমারে জিগাইতাছে "তোমাদের মং-জিয়া-লা(বাংলাদেশ) তে কি ভূমিকম্প হইছে!" এরপর আমার বিস্মিত মুখ দেখে বলতেছে..... "ভিডিওতে যা দেখলাম তা আমাদের সিচুয়ানে ঘটে যাওয়া ৭ মাত্রার ভূমিকম্পের মত!"

আমি মনে মনে কইলাম, ভাই রে..... শ'খানেক লোক মোগো দেশে এমনিই মরে, বিল্ডিং ভাইঙ্গা মরে, আগুনে পুইড়া মরে, মাথার উপর ব্রীজ ভাইঙ্গা পড়ে, পুলিশের গুলিতে মরে; তেজপাতারও দাম আছে কিন্তু আমগো বাংলাদেশীগোর জীবনের কোন দাম নেই. যদি ৭ মাত্রার ভূমিকম্প হয় তাহলে কয়েক লাখ না বরঞ্চ কোটি খানেক লোক মরবে কেননা কয়জন লোকই বা আর বাড়ি বানানোর আগে মাটি পরীক্ষা করে নিছে, বেশিরভাগ বিল্ডিংই বানানো হয় হেড মিস্ত্রীর কথা অনুযায়ী, দক্ষ ইঞ্জিনিয়ারদের ইট্যাবস্/অন্য কোন সফ্টওয়্যার দিয়ে লোড ক্যালকুলেশন করে বানানো নকশা কেউ ফলো করে না এর কারন তাদের সেফটি ফ্যাক্টরের হিসাবটা মালিকদের কাছে বেশি বেশি বলে মনে হয়; মালিক&রাজমিস্ত্রীর দৃষ্টিতে এই অপচয়ের পরিমাণ আর্কিমিডিসের সূত্র অনুযায়ী মানুষের মরদেহের সমান, তবে এই সূত্র সরকারি ঘুষখোর ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে প্রযোজ্য নয়.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.