নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

This is my blog

মুহসিন

আমি মানুষ হয়ে থাকতে চাই, এপৃথিবীকে ভবিষ্যতের মানুষের জন্য আরো উপযুক্ত করে রেখে যেতে চাই, যেখানে মানুষ মানুষের জন্য হবে। এবং তার স্রষ্টাকে ভালোবাসবে।

মুহসিন › বিস্তারিত পোস্টঃ

এখন অক্সিজেন,গ্যাসমাস্ক আর হেভী উদ্ধারকারী যন্ত্রপাতি দরকার সাভারে

২৬ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৩

যে যেভাবে পারেন অক্সিজেন,গ্যাসমাস্ক আর হেভী উদ্ধারকারী যন্ত্রপাতি (ওরিয়ন গ্রুপের যেমন আছে) পাঠান। রেডক্রিসেন্ট হেড অফিসেও পাঠাতে পারেন। দ্রুত। সময়গুলো ফুরিয়ে আসছে।



"ইন্ডিপেন্ডেট টিভির খবর অনুযায়ী,

ধ্বসে পড়া ভবনের নিচে কয়েকশত 'জীবিত'

মানুষের

সন্ধান পাওয়া গেছে। আমার ধারণা,রাতের মধ্যে উদ্ধার

করা গেলে,

তারা শেষমেষ 'জীবিতই থাকবেন।

এখনই যা যা দরকার

১. আলো

২. অক্সিজেন ৩. হেলমেট

৪. উদ্ধার তৎপরতা

৫. তাদের উদ্ধার করার পর দ্রুত চিকিৎসা।

যার যা কিছু আছে, তাই নিয়ে এখনই

ঝাপিয়ে পড়ার

সময় বলে -আমি মনে করছি। ফায়ার সার্ভিসের সমন্বয়কারী মেজর জিহাদ

জানিয়েছেন -

বড় অক্সিজেন সিলিন্ডার আনতে পারলে পাইপ

দিয়ে ভিতরে দেয়া যেত।

আটকা পড়া জীবিতদের সকাল পর্যন্ত

বাঁচিয়ে রাখার জন্য খুব সহায়ক হতো।

বড় হাসপাতালগুলোতে এধরনের সিলিন্ডার

থাকে।

যারা এ ধরনের রিসোর্স মবিলাইজ

করতে পারবে,

খবরটা তাদের কাছে পৌঁছে দিন। গণমাধ্যমের বন্ধুরা - দয়াকরে এই

বিষয়ে একটা স্ক্রল দিন।"

------কুশাল ভৌমিক।



"গতকাল বস কে বললাম বস আপনি তো রানা প্লাজায় উদ্ধারে অনেক সাহায্য করতে পারেন ইচ্ছা করলেই...।

বলল কিভাবে???

বললাম টাকা পয়সা দিয়ে ???

বস বলিলেন দেখি চিন্তা করে।

আমি বললাম দেখেছেন বস কেমন আমাদের উদ্ধার কারী দল তাদের কাছে স্লাব কাটার ও নাই।।

উনি বলিলেন চিন্তার বিষয়...।

বললাম কোন ভাবে কি জোগাড় করা যায় না... কিনে হলেও ...।

বস বললেন আমি জানিনা... পাওয়া গেলে তো ভালোই হত!!!!



সাত সকালে বসের ফোন... স্পীচ থেরাপিষ্ট সাহেব আপনি কোথায়... আমি ২ টা স্লাব কাটার জোগাড় করেছি।। ওগুলো এখুনি রানা প্লাজায় পাঠানোর ব্যাবস্থা করুন... আপনি সাভারের মানুষ আপনি ভাল বুঝবেন ... বললাম ওকে বস দেখছি...।



কিছুক্ষনের ভিতরে ২ জন অভিজ্ঞ অপারেটর আর ১ জন মিস্ত্রী সহ ওগুলো রানা প্লাজায় পৌছে যায়। তারা কাজ করে চলেছে।। বেশ কয়েকজন কে জীবিত উদ্ধার ও করেছে।। যদিও আমরা তাদের মাস্ক ছাড়া পাঠানই তাদের লাশের গন্ধে কাজ করা কঠিন হয়ে পড়েছে...।



তারা যেন আরও ভালভাবে কাজ করতে পারে সে কামনায় করছি...... ......।।"

--স্পীচ থেরাপিস্ট সুমন



"বিশেষ বিজ্ঞপ্তিঃ (দ্রুত শেয়ার করে কাজে নামুন)

ওরিয়ন গ্রুপ এর হাতে উপর থেকে উদ্ধার কাজ চালানোর মত(উপর থেকে ছাদ উঠানোর) মতো হেভী যন্ত্রপাতি আছে। তারা যাত্রাবাড়ী ফ্লাইওভার এর কাজ করছে। রানা প্লাজায় উদ্ধার কাজে মানবিক সাহায্য চেয়ে -ওদের মেইল ও ফোন করুন প্লিজ :

E-mail: [email protected]

Tel: +88.02.8870133, ­+88.02.8870134

দয়া করে মানবিক স্বার্থে এটি ফেইসবুক সহ বিভিন্ন সামাজিক সাইটে প্রচার করুন"-

রাহাত হোসেন পল্লব

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৪

শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ ভাই। শিয়ার করে দিছি।

২| ২৬ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪২

শিপু ভাই বলেছেন:
ওরিয়নকে মেইল করলাম।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৫

দিশার বলেছেন: ভাই আপনাকে আর আপনার বস কে ধন্যবাদ। মহৎ মনের মানুষ আপনারা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.