নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

This is my blog

মুহসিন

আমি মানুষ হয়ে থাকতে চাই, এপৃথিবীকে ভবিষ্যতের মানুষের জন্য আরো উপযুক্ত করে রেখে যেতে চাই, যেখানে মানুষ মানুষের জন্য হবে। এবং তার স্রষ্টাকে ভালোবাসবে।

মুহসিন › বিস্তারিত পোস্টঃ

মোবাইলে ৩ লক্ষ টাকা পেয়েছে আমার কলিগ! আরেক প্রতারণা!! সাবধান আপনারাও।

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৬

এইমাত্র ০১৭৮৭৫৭৬৩৩৬ এই নম্বর থেকে আমার কলিগের মোবাইলে ফোন করে বলল লটারীতে ৩ লক্ষ টাকা পেয়েছে। সেই পুরাতন চক্র!!



এই নম্বরটি এখন কোথায় কেউ ট্রেস করতে পারেন?

আর আপনারাও সাবধান থাকবেন, ঈদের বাজারে পকেট কাটার জন্য মোবাইল লটারীর প্রতারকচক্র পুনরায় সক্রিয়!

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৩

রাজিব বলেছেন: লোভে পাপ, পাপে .........
অশিক্ষিত লোকের এ ধরনের প্রতারণার ফাদে দিলেও তবুও তাদের মাফ করা যায়। কিন্তু যারা শিক্ষিত তারা এ ধরনের ফাদে পরলে আমার একটুও সহানুভিতি জাগে না।

২| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৭

ঢাকাবাসী বলেছেন: শোনা যায় এই প্রতারকদের সহায়তা করে অপারেটর কোম্পানীগুলো আর বিটিআরসি!

৩| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৮

গান পাগলা বলেছেন: যেই নাম্বারে ফোন দিয়েছে ওই নাম্বারটা দেন।

৪| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২১

মোহাম্মদ তুহিন১৫ বলেছেন: আমি অনেক বার এমন sms & Email পেয়েছি
এসব নিয়ে চিন্তার কিছু নেই পড় আর ইগনোর করে দাও
রিপ্লাই না করাটাই উওম মনেকরি
যদি Email পাও মনে রাখবে ৯৫% Email আসে লন্ডন থেকে :P :P :P

৫| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৯

নীলতিমি বলেছেন: রাজিব বলেছেন: লোভে পাপ, পাপে .........
অশিক্ষিত লোকের এ ধরনের প্রতারণার ফাদে দিলেও তবুও তাদের মাফ করা যায়। কিন্তু যারা শিক্ষিত তারা এ ধরনের ফাদে পরলে আমার একটুও সহানুভিতি জাগে না।


তীব্র সহমত!

৬| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৮

পাইলট ভয়েচ বলেছেন: ঢাকাবাসী বলেছেন: শোনা যায় এই প্রতারকদের সহায়তা করে অপারেটর কোম্পানীগুলো আর বিটিআরসি

তা না হলে এত অভিযোগ তবু কি করে ঐ নাম্বার গুলা চালু থাকে! বা তাদের ধরা যা্চ্ছে না

৭| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২০

রাজিব বলেছেন: বাংলাদেশে যেখানে ঘুষ দিলে মরা মানুষকে জীবিত অ্যান্ড জীবিত মানুষকে মরা দেখানো সম্ভব সেখানে ঐ নাম্বার গুলা চালু রাখা কি খুব আশ্চর্যের কিছু? আমাদের নিজেদের সতর্ক থাকতে হবে এবং লোভ সংবরণ করতে হবে। গ্রামীণ ফোন বা কোন মোবাইল কোম্পানি কি কখনো ৫ লাখ টাঁকার লটারি ছাড়ে যে এ ফাদে পড়তে হবে। আর যেসব লটারি রয়েছে সেগুলোর মুল্য মাত্র ১০ টাঁকা বা ৩০ টাঁকা এর বেশি নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.