নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জানি আদিকাল হতেই মানুষ লজ্জা ঢাকাতে অনেকই সময় কাটাত, তাই হয়তো আমার লজ্জাই হয় না এখন।

মহসিন ৩১

প্রত্যেক দিনই সকাল হয় তবু সব ভোরই অদেখা থাকে; সব মানুষই বসন্তবিলাসে ভোগে তবুও প্রত্যেক বসন্তই নূতন হয়।

মহসিন ৩১ › বিস্তারিত পোস্টঃ

ডমিনিক তুমি

২৪ শে মে, ২০১৬ দুপুর ২:২৬

বাড়িগুলো সারি বাধা আসমান ছোঁয়া নীলে---- রঙে বাহারি;
জানা নাই--- কি যেন সুসময়,কোন সুন্দর আবাসনে ওই ভুবনে রঙ্গিন!
বয়ে চলা নদীটির ওপার ধরে------
সম্ভাব্য নির্মাণ উপকরনে ঠাসাঠাসি এখন যা জানে শুধুই অন্তর্যামী। কে যেন আমার ঘুম কেড়ে নেয়।
আমার আরব্য উপন্যাস এখন চৈতন্যের প্রাণকেন্দ্রে কড়া নেড়ে প্রবেশাধিকারে।
আর শৈথল্যে, আরও পৃষ্ঠপোষকতায়------হায়।
জানালার ওধার দিয়ে কামলারাও সার বেধে যায়। দিগন্তে সূর্য যে অস্তগামী ...............
এখানে এখন দিনের সুরুই হয় সূর্যোদয়ে ,
শেষ কিন্তু নাই অস্তেও,
নিওনের আলো বেসামালই। --- জোরজার কাজ চলছেই দিনরাত ঠায়।
মৃত্তিকার যেটুকু পরিসর এক্ষণে সঙ্কীর্ণ হয়ে গেছে ---- তা ও নরদমায় বয়ে যাওয়া জলাকীর্ণ। নদীর গহীন হতে ভেসে আসা বাতাসেও গন্ধ তার, বোঝাই মুশকিল হাওয়া এখন কোনদিকে।
জ্বরের ঘোরে কিছু বটবৃক্ষের পাতাও কাপে অল্প বাতাসে। ---- সানশেডে পুরাণ বাড়ির শ্যাওলায় পাখির ছেড়ে যাওয়া বীজ------
যা আজও বাড়েনি মহা বৃক্ষে; ওই ইমারতের ঠিক পাশের পড়োবাড়িতে।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৬ রাত ৮:৩৫

ঘটক কাজী সাহেব বলেছেন: আননের ফুফা? আর এখন হইছেন ফেরি থুক্কা চটপটি ওয়ালা বাহ দারুন। =p~ =p~

২| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৪:৩৫

এমেচার চটপটিওয়ালা বলেছেন: কারও না কারো ফুফা তো অইবই, আমি ডাকলে কায়া ছমষ্যা ঘটকসাব?

৩| ০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

গেম চেঞ্জার বলেছেন: ১ম পোস্টই দারুণ!!

ব্লগে স্বাগতম!! :)

৪| ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:৩৬

মহসিন ৩১ বলেছেন: যেদিন পোস্ট দিয়েছিলাম আকাশের মেঘে তাকিয়ে আলসেমির ধরনে লেখাটা উঠে আসে । ধন্যবাদ !

৫| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১:১১

মহা সমন্বয় বলেছেন: আহা এত সুন্দর লেখা. অথচ নাম দিছেন কুফা :-P একদমই মানানসই হল না।
হ্যাপি ব্লগিং !:#P

৬| ০৭ ই জুন, ২০১৬ দুপুর ১:৫২

শেয়াল বলেছেন: ফুফা!!

নিকটার মর্মার্থ জানাবেন ?

৭| ০৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

মহসিন ৩১ বলেছেন: এটার মর্মার্থ হল আশ্চর্য হলেও জীবন চলমান ; এরকম কিছু । ইংরেজিতে আরও সহজে বলা যায়....... bewildered .

৮| ১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

কবীর বলেছেন: ভাল লিখেছেন,
শুভ ব্লগিং..

৯| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: বড্ড এলোমেলো আর অগোছালো।
আর একটু গুছিয়ে লিখতে চেষ্টা করুন।

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৭

মহসিন ৩১ বলেছেন: আপনি ঠিক ধরেছেন। নানামুখিন চাপে ভাই লেখার জন্য সময় হয়ত পাচ্ছি ঠিকই কিন্তু ভাবের প্রকাশ--- সেটা কখনো ই ঠিক থাক হয়! আপনাকে ধন্যবাদ ।

১০| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩২

উদাসী স্বপ্ন বলেছেন: জোরজার শব্দটা কি বানান ভুল নাকি জোরদার হবে?

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪০

মহসিন ৩১ বলেছেন: হুম ! লিখেছিলাম-----আপত্তির কিছু থাকলে বদলে দেব।

১১| ২৪ শে জুন, ২০১৯ বিকাল ৪:২৯

খায়রুল আহসান বলেছেন: কবিতায় বিমূর্ত এক চিত্রশিল্প উঁকি দিচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.