| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহসিন ৩১
প্রত্যেক দিনই সকাল হয় তবু সব ভোরই অদেখা থাকে; সব মানুষই বসন্তবিলাসে ভোগে তবুও প্রত্যেক বসন্তই নূতন হয়।
সোমবার ঘুম যখন ভাঙে ---- ক্লান্তির চাকা তবু ঘোরে,
গতকাল কিনেছিলাম বই-------
পড়ে নেই ঢাকা শহরের ইতিকথা, মুন্তাসির মামুন।
সারাটা দিন বর্ষণ অজস্র ধারায় বর্ষণ
চলতে গিয়ে কর্দম নিয়ে করসত, উথাল পাঠাল সব
রাস্তার ইতিউতি আমার দিনটা মাটি ; কাদামাটি সয়লাব।
মঙ্গলবার ঘুম যখন ভাঙে ----চোখে ঘুম রাজ্যের , ঘুমেই থাকি
পড়েছি এম আর আখতার মুকুল , আমি বিজয় দেখেছি ।
স্বপ্ন দেখি কে যেন কড়া নেড়ে যায় আমার দরোজায় ,
ভাবতে ভাবতে শিউরে উঠি ; দিন পার, রহস্যটা দুর্গেশ নন্দিনী - র ।
হি হি ! ভাবছি আমি কি তবে এক্সেন্ত্রিক !
বুধবার ঘুম যখন ভাঙে -----
পড়েছি আমরা যারা পাহাড়ে উঠেছি , শিকদার আমিনুল হক ;
ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় ,
ঘড়িতে দেখি বারটা প্রায় , নাচতে নাচতে জামাকাপড়
নাস্তা হায়! সখের নাস্তা ফেলেই রাখি ; নন্দিনীর করুন চোখমুখ।
বেয়াড়া আমি আজও হাতে নিয়ে আসি ।
বৃহস্পতিবার ঘুম যখন ভাঙে; আমার সিসা ভেঙ্গে ঢুকেছে আলো
রাজ্যের আলো , ঘরময় তালগোল
পাকানো আলো----- নাইপর নাইপর ভী এসছে !
পড়েছিলাম সেলিনা হোসেন, যে গাছটির ছায়া নাই ---
বইয়ের পর বই আমার আশপাশ জুড়ে বই ; চমকে উঠি হটাত ,
বললো কি কেউ পিছে ঃ " খতম কর এসব! " গলা বাজখাই ।
এভাবেই কি আমার সামনের হপ্তাগুলিও তৈরি হয়ে গিয়াছে ।
শুক্রবার ঘুম যখন ভাঙে -----আমার ডাইরি জুড়ে আকবুকি
কি এসব বুজছি না ভাল করে !!
পড়েছি এভাবে মৃত্যুর জন্য তোমার জন্ম হয় নাই , হুমায়ুন আজাদ।
ক্ষেপার মত শীতল হয়েছি আমিও ভয় বুক জুড়ে
আমিও জেনেছি মৃত্যু শীতলতা ! কিন্তু কোথায় হুমায়ুন কথায় আজাদ ।
শনিবার ঘুম যখন ভাঙে ---- কান ভোঁ ভোঁ তখনও
পড়েছি পূর্বপুরুষের পণ , আনিসুর রহমান
শহরের সবকিছুই দৃশ্যমান নয় তবু আমি সেদিন ঘুরেছি সারাদিন
শ্রীমানকে দেখতে গ্রাম গঞ্জ ধুন্ধতে মক্কার পথের জনগণ ।
হায়রে বিধাতা ! তবু ঘুম দেননি! দিয়াছেন; সুধু বিষয় আসয় ।
রবিবার ঘুম যখন ভাঙে ---- তখন সকাল হয়নি
মনে হল কতকাল কোন বই পড়িনি , তাই কি? রাতে ঘুমও হয়নি
খুজছিলাম বইটি; কুষ্ঠ রোগীর হাতপাতাল , ডঃ নোমান ; পাইনি কেন!
এটা আসলেই-- দেখেছি কি কোথাও , মনে আসে না হায় ;
তবে বোধ হয় স্যটায়ার। --- কল্প দ্রুম । আসে স্টিলদি পায়ে !
আমার দরকার, ঘুম না বই , সারাদিন এখন ভাবছি তাই ।
ইউসুফ জোলেখা আর বিষাদ সিন্ধু ভৌত বিজ্ঞানের অন্তরালে
লুকিয়ে আছে ; ফলে ইদানীং ঘটছে এসব।
হয়তো তাই আমার জীবনে শব্দ কল্প হয়ে
ইত্যাদি পুরাণ ঢাকার অলিগলি, ভ্রমনে ইতিউতি ভৌতিক সব
নিয়তীর মতই কাঙ্গালপনায় ভেসে নিশ্চিত আমি ,
ঘুম বা বই; যে কোন একটা ভৌত বিশ্বাস রহিত করতে হবে।
যেন তখনই আমি পুরাপুরি দেশী হয়ে যাবে ।
২৩ শে জুন, ২০১৬ রাত ৮:০৮
মহসিন ৩১ বলেছেন: আমি ভাই কবিতা পছন্দ করি , লিখিও তাই !
২|
২৪ শে জুন, ২০১৬ রাত ১২:০৮
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার কবিতা।
০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৮
মহসিন ৩১ বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভাল থাকবেন।
৩|
২৬ শে জুন, ২০১৬ রাত ১০:৫০
চাঁদগাজী বলেছেন:
এসব বিষয়ে কবিতা লেখা মনে হয় কস্টকর, তাই কবিতা লেখার কথা ভাবিনি কোনদিন।
২৬ শে জুন, ২০১৬ রাত ১১:২৭
মহসিন ৩১ বলেছেন: সাহস থাকলেই কবিতা লেখা হয় ; কারণ সব কবিতাই কবিতা হয় না । 'মনের একটা ছায়া অনুমান' ই সুন্দর কবিতা হয়ে যেতে পারে । অবশ্য কষ্ট তো থাকবেই তা না হলে হিরদয় ছুবে না তো ।
৪|
২৭ শে জুন, ২০১৬ বিকাল ৫:০১
উদাসী স্বপ্ন বলেছেন: আপনার কবিতার বিষয়বস্তু আর বর্ননা চমৎকার।
২৭ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪৪
মহসিন ৩১ বলেছেন: ধন্যবাদ ! কবিতা মানুষের দ্বিতীয় জন্ম , অন্তত আমার ক্ষেত্রে এটা সত্য। শুভকামনা ।
৫|
৩০ শে জুন, ২০১৬ রাত ১:০০
সুবল চন্দ্র বর্মন বলেছেন: বেশ ভালই সাজিয়েছেন, কবিতা খানা। যেখানে আপনার বই পড়ার নেশার সাথে বস্তবতার চমৎকার রেখাচিত্র নির্মিত হয়েছে। ধন্যবাদ ও শুভকামনা।
৩০ শে জুন, ২০১৬ রাত ২:০৯
মহসিন ৩১ বলেছেন: ধন্যবাদ কবিতা পড়ার জন্য। । শুভকামনা ।
৬|
০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ৯:৪৮
মেটাফেজ বলেছেন: পলাশী দিবসের কবিতায় এত ঘুম!!! তারপরও কৈতে হপে যে আপনার কবিতার বিষয়বস্তু আর বর্ননা চমৎকার।
০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ৯:৫৮
মহসিন ৩১ বলেছেন: আপনার প্রশংসা মাথাপেতে ; ধন্যবাদ । শুভকামনা।
৭|
০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৭
বিজন রয় বলেছেন: বাহ! কবিতায় অজস্র শব্দ আর কাহিনী।
ভাল লেগেছে।
৮|
০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৭
বিজন রয় বলেছেন: কবিতা মানুষের দ্বিতীয় জন্ম , অন্তত আমার ক্ষেত্রে এটা সত্য। শুভকামনা ।
দারুন বলেছেন।
০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৭
মহসিন ৩১ বলেছেন: আপনার লেখা পড়ি ; ধন্যবাদ আপনাকে । ভাল থাকবেন।
৯|
৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
চাঁদগাজী বলেছেন:
এটাই কি শেষ কবিতা?
১০|
৩১ শে মার্চ, ২০১৭ রাত ৮:২৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: 
সুুন্দর কবিতা।
০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৯
মহসিন ৩১ বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভাল থাকবেন।
১১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অসাধারণ।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১২
মহসিন ৩১ বলেছেন: ধন্যবাদ, প্রশংসা মাথা পেতে --আর আপনার জন্যও অশেষ শুভকামনা ।
১২|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৮
চাঁদগাজী বলেছেন:
কবিতা এমন হতে হয়, যা বারবার পড়তে ইচ্ছে হয়; এই কবিতা সেই রকম বয়।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৫
মহসিন ৩১ বলেছেন: প্রশংসা মাথা পেতে ; আসলে সবাইই তো কিছু না কিছু 'কোট' করে নিয়ে পরে যেটাকে শেষে ছন্দের আড়ালে সুন্দর পরিবেশনা । তাই তো কবিতা, তাই না ! আমি আসলে গদ্য রসিক --- কবিতার ক্ষেত্র আমার বিস্ময়ের প্রান্তকে ছুঁয়ে ছুঁয়ে যায় , তাই হয়তো আমার কবিতা হয়েছে । যখন কবিতায় শব্দবিন্যাসে ভাব হারিয়ে যেতে চায় আমার মনে হয় সেটা 'ভারবস', কবিতা না । যাহোক আপনি জ্ঞানী মানুষ , আমার চেয়ে ভাল জানেন। অশেষ ধন্যবাদ জানবেন; চাঁদগাজি ভাই ।
১৩|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১০
মহসিন ৩১ বলেছেন: প্রশংসা মাথা পেতে ; আসলে সবাইই তো কিছু না কিছু 'কোট' করে নিয়ে পরে যেটাকে শেষ ছন্দের আড়ালে সুন্দর পরিবেশনা । তাই তো কবিতা, তাই না ! আমি আসলে গদ্য রসিক --- কবিতার ক্ষেত্র আমার বিস্ময়ের প্রান্তকে ছুঁয়ে ছুঁয়ে যায় , তাই হয়তো আমার কবিতা হয়েছে । যখন কবিতায় শব্দবিন্যাসে ভাব হারিয়ে যেতে চায় আমার মনে হয় সেটা ' ভারবস ' কবিতা না । যাহক আপনি জ্ঞানী মানুষ , আমার চেয়ে ভাল জানেন। ধন্যবাদ।
১৪|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
মাহবুবুল আজাদ বলেছেন: মুগ্ধতা ![]()
০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫২
মহসিন ৩১ বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভাল থাকবেন।
১৫|
০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১:০৯
চাঁদগাজী বলেছেন:
মুনতাসির মামুনের বই পড়া যায়?
আপনি নতুন কইছু লিখুন।
০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ২:৪১
মহসিন ৩১ বলেছেন: হাঁ। উনি পুরান ঢাকার উপর তিন চার খন্ডের বই লিকেছেন। আমি চেস্টা করছি । হয়তো কোন এক দিন পারবো।
১৬|
১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩১
মহসিন ৩১ বলেছেন: প্রশংসা মাথা পেতে । ধন্যবাদ।
১৭|
১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩০
উদাসী স্বপ্ন বলেছেন: ফারও পড়লাম। বইয়ের নাম দিয়ে এমন সপ্তাহজুড়ে একটা কবিতা লেখার ভাবনাটাই তো ইউনিক
২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪৭
মহসিন ৩১ বলেছেন: হাঁ ভাই ঠিকই, যাপিত জীবনের সুখ দুঃখের কথা বলতেই ব্যাকুল আমরা সবে। কবিতার বই যারা পড়ে তারা তো পাগল আর যারা অন্যান্য সব বই ঘাঁটাতে থাকে তাদের একদম মাথাই খারাপ। আমি এখানে কেঁচো গণ্ডূষ।
১৮|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৫
খায়রুল আহসান বলেছেন: আপনার প্রোপিকটা সম্বন্ধে কিছু বলবেন কি? কবিতার কথায় একটু পরে আসছি।
০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১২
মহসিন ৩১ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ খায়রুল ভাই। আমি আসলে লেখালেখির তেমন কিছুই বুঝতাম না, তবুও কেন যেন হটাতই লেখার একটা তাগিদ আসলো মনে, তখন থেকেই নোটবুকে লিখছি। আমার মনে সমসময় জানার ইচ্ছা বেশী --'জানতে চাই যে, মনটাকে বোঝালেও মন তো বোঝে না নিজেকে বলি --- যতই দূর থেকে জানতে চাইবে ততই পরিশ্রম হয় যে, খাটা খাটনিও বেড়ে যায় যে। অবশেষে '
১৯|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯
খায়রুল আহসান বলেছেন: একটা ব্যতিক্রমী কবিতা পড়লাম। কবিতার বিষয়বস্তু ভাল লেগেছে।
কবিতার শেষের দিকে 'নিয়তী' ভুল বানানটাকে সম্পাদনা করে নিয়তি করে নেবেন।
১২ নং প্রতিমন্তব্যে একটা অতি চমৎকার কথা বলেছেনঃ যখন কবিতায় শব্দবিন্যাসে ভাব হারিয়ে যেতে চায় আমার মনে হয় সেটা 'ভারবস' (verbose), কবিতা না - খুব ভাল লেগেছে কথাটা।
কবিতায় ভাল লাগা + +
লক্ষ্য করলাম, আমার একটা অতি সাদামাটা গল্প "শান্তা তখনো ঘুমিয়ে-১" কে আপনি অনেক সমীহ করে আপনার "প্রিয়" তালিকায় তুলে রেখেছেন। অথচ সে গল্পে আপনার কোন মন্তব্য খুঁজে পেলাম না। মন্তব্য পেলে হয়তো বুঝতাম, গল্পটিকে কেন আপনার 'প্রিয় তালিকায় রাখার মত' ভাল লেগেছিল।
ভাল থাকুন; পড়তে থাকুন, লিখতে থাকুন, আমাদেরকে সমৃদ্ধ করতে থাকুন আপনার ভাব এবং ভাবনার দ্বারা।
শুভকামনা---
০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৬
মহসিন ৩১ বলেছেন: ধন্যবাদ আপনাকে-- প্রশংসার জন্য। ----আপনার মন্তব্য পেয়েছেন তো !
২০|
০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৮
ওমেরা বলেছেন: বাহ্ ! খুব সুন্দর আনকমন একটা কবিতা পড়লাম খুব ভাল লাগল।
০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫০
মহসিন ৩১ বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভাল থাকবেন।
০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৩
মহসিন ৩১ বলেছেন: কবিতা কেমন লেগেছে -- সেটা তো বললেন না। ধন্যবাদ।
২১|
০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০০
খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্য পেয়েছেন তো - আমার মন্তব্য আমি পেয়ে কী করবো? আমি তো চেয়েছি উত্তর। সেটা পাইনি।
০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১০
মহসিন ৩১ বলেছেন: ''লক্ষ্য করলাম, আমার একটা অতি সাদামাটা গল্প "শান্তা তখনো ঘুমিয়ে-১" কে আপনি অনেক সমীহ করে আপনার "প্রিয়" তালিকায় তুলে রেখেছেন। অথচ সে গল্পে আপনার কোন মন্তব্য খুঁজে পেলাম না। মন্তব্য পেলে হয়তো বুঝতাম, গল্পটিকে কেন আপনার 'প্রিয় তালিকায় রাখার মত' ভাল লেগেছিল----''
জি ভাই গল্পটা ভাল লেগেছে --- এখন দেখবেন একটা মন্তব্য করেছি ।
২২|
০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০১
ওমেরা বলেছেন: আপনি কি কানা নাকি! খুব ভাল লাগল এটা তো কবিতার কথাই বলেছি।
০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৩
মহসিন ৩১ বলেছেন: ওহ !! তাই তো !! অনেকেই কবিতা বোঝেই না ----এবং যারা বোঝে তারাই কবিতাকে প্রথম পাঠ্য--- অতঃপর গদ্যে যায়।
২৩|
০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৭
খায়রুল আহসান বলেছেন: জি ভাই গল্পটা ভাল লেগেছে --- এখন দেখবেন একটা মন্তব্য করেছি - প্রসঙ্গে---
ওহ, স্যরি! আমি গুলিয়ে ফেলেছি। আমি আমার ১৯ নং মন্তব্যের শেষের অংশের কথাটা প্রসঙ্গে ও কথা বলিনি। আমি ভেবেছিলাম, আপনার প্রোপিক সম্বন্ধে আমার প্রশ্নটার ব্যাপারে আপনি কথাটা বলেছিলেন। মন্তব্যের উত্তর কিছুটা দেরীতে আসাতে বুঝতে কিছুটা ভুল হয়ে গেছে। যাহোক, আমার লেখায় আসার জন্য ধন্যবাদ। আর আপনার নিজের লেখাও পোস্ট করতে থাকুন অবিরত।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
উদাসী স্বপ্ন বলেছেন: কবিতাটা কি আপনার?